ফেসবুক পেজে আপনার সকল বন্ধুদেরকে ইনভাইট জানান সবচেয়ে কম সময়ে !!!

আমি মোঃ আতিকুর রহমান। টেকটিউন’স এর অনেক পুরানো একজন ফলোয়ার কিন্তু অত্যন্ত অলস একজন টিউনার, কারণ এ পর্যন্ত আমার পোষ্ট মোটের ওপর এইটা দিয়ে মাত্র চারটা । যাই হোক আজকে আমি, আপনাদের ফেসবুক পেজের ইনভাইট সম্পর্কে কিছু কথা বলল। তার কারণ আমিও একটা পেজের অ্যাডমিন, আমি জানি পেজের জন্য ফ্রেন্ডদের ইনভাইট করা কতটা গুরুত্বপূর্ণ  পেজের লাইক বৃদ্ধির জন্য। আর আমার পেজের নাম হলো “Amazing Info" । জানা-অজানা, অদ্ভুত, নতুন প্রযুক্তি এবং মজার কিছু তথ্য বা ঘটনা জানা এবং জানানোর উদ্দেশ্যে নির্মিত। আপনি চাইলে ঘুরে আসতে পারেন আমার ছোট পেজ থেকে। পেজের লিংকঃ http://www.facebook.com/amazing.info.bd

এবার জানা যাক ফেসবুক পেজ কি :
ফেসবুকের ফ্যান পেজ হচ্ছে এমন এক পেজ, যেখানে একজন ব্যবহারকারী তার নিজস্ব বা কোনো কোম্পানি বা কোনো গ্রুপ বা অন্য যেকোনো নামানুসারে তৈরি করতে পারেন। এই ফ্যান পেজে থাকে একটি বিশেষ ধরনের লাইক (LIKE) বাটন। ফেসবুকের মতো এই পেজে যুক্ত হওয়ার জন্য আপনাকে ফেসবুক আইডি দিয়ে লগইন করে উক্ত পেজকে লাইক (LIKE) করতে হবে। একটি পেজে কতজন লাইক করেছে তা ওই পেজে প্রবেশের আগে দেখে নিতে পারেন। বর্তমানে অনেকেই ফ্যান পেজের মাধ্যমে নিজের বা কোনো প্রোডাক্ট বা কোম্পানির বিশেষ বিজ্ঞাপনী প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাই ফেসবুক গ্রুপের মতোই এখানে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য ফ্যান পেজের ওয়ালে প্রকাশ করে গ্রাহক ও অন্যদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।

পেজে ইনভাইট করার পদ্ধতিঃ

আপনারা অনেকেই আগে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে সকল বন্ধুদেরকে একসাথে আমন্ত্রণ জানাতেন। কিন্তু ফেসবুক সাম্প্রতিক সময়ে ফেসবুক পেজে ইনভাইট জানানোর ফিচারটি কিছুটা পরিবর্তন করেছে। এখনকার নতুন ফিচারটিতে আপনাকে এক এক করে বন্ধুদেরকে আমন্ত্রণ পাঠাতে হয়। কিন্তু আগে বন্ধুদেরকে মার্ক বা চিহ্নিত করে পাঠাতে হত। ফলে কোড দিয়ে সব বন্ধুদেরকে একসাথে সিলেক্ট করে আমন্ত্রণ পাঠানো যেত। নিচে ফেসবুক পেজ ইনভাইট পদ্ধতির পূর্বরূপ এবং বর্তমান রূপ (স্ক্রিনশট) দেখানো হলঃ-

ফেসবুকে পেজ ইনভাইট সিস্টেমের পূর্বের অবস্থাঃ-
ফেসবুকে পেজ ইনভাইট সিস্টেমের পূর্বের অবস্থা

 

আর এখন

ফেসবুকে পেজ ইনভাইট সিস্টেমের বরর্তমান অবস্থাঃ-
ফেসবুকে পেজ ইনভাইট সিস্টেমের বরর্তমান অবস্থা

 

তাই ২০১৫ সালে আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুক পেজ ইনভাইটের নতুন ফিচারে মাত্র ৩ মিনিটে আমন্ত্রণ জানানোর নতুন ট্রিকস। এতে আপনি মাত্র ৩ মিনিটের মাঝেই আপনার ফেসবুক পেজে আমন্ত্রণ জানাতে পারবেন ফেসবুকের সকল বন্ধুদেরকে। আর আপনার ফেসবুক পেজে লাইক বাড়ানো যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা। তাহলে জেনে নিন আজকের নতুন ট্রিকস।

• ফেসবুকে লগিন করে আপনার কাঙ্খিত পেজে যান।
• পেজের ইনভাইট অপশন থেকে See All ক্লিক করুন। এতে সকল বন্ধুদের তালিকা সম্বলিত একটি পপ আপ বক্স দেখতে পারবেন।
• এখন পুরো তালিকাটির শেষ প্রান্তে যান। অর্থাৎ ডান পাশের স্ক্রলিং বারটি টেনে পুরো তালিকার শেষ প্রান্তে যান।
• এরপর ব্রাউজারের Console ট্যাবে যান। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারিরা ঐ পপআপ বক্সে মাউস রেখে ডান পাশের মাউস বাটন প্রেস করে Inspect Element ক্লিক করুন। এরপর একটি বক্স আসলে সেখানে Console অপশন দেখতে পারবেন এবং তাতে ক্লিক করুন। এবার নিচের কোডগুলো পেস্ট করে Enter চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন। ব্যাস তাহলেই আপনার সকল ফেসবুক বন্ধুদেরকে আমন্ত্রণ জানানো হয়ে যাবে মাত্র ৩ মিনিটেরও কম সময়ে। আর ক্রোম ব্যবহারকারীরাও মজিলার মত উপায়ে Concole অপশন বের করুন এবং নিচের কোডগুলো পেস্ট করে Enter চাপুন।
var inputs = document.getElementsByClassName('uiButton _1sm');
for(var i=0; iinputs[i].click();
}

আশা করি, উক্ত নতুন ট্রিকস ব্যবহার করে আপনার ফেসবুক ফ্যান পেজে লাইক বাড়াতে পারেন সহজেই, অল্প সময়েই।

সকলকে অনেক অনেক ধন্যবাদ টিউনটি দেখার জন্য।

Level 0

আমি মোঃ আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এই রকম Check box তো দেখায় না ।

ভাই, পোষ্টের নিচের ছবিতে যেমন দেখেতে পাচ্ছেন এখনকার পেজে ইনভাইট করার পদ্ধতি টা তেমন। আর যদি আপনার পেজে যদি “Invite friends to like this Page” লিখাটি সবসময় প্রদর্শন না করে, তাহলে আপনার পেজে এই অ্যাপ’স টি ইন্সটল করতে পারেন,
লিংকঃ https://www.facebook.com/amazing.info.bd/app_181411457193