বিসমিল্লাহির রাহমানির রাহীম
হ্যালো ব্রাদার্স! কেমন আছো সবাই?
আবার ফিরে এলাম নতুন টিউন নিয়ে। আজকে তোমাদের শেখাব সবচেয়ে সহজে কিভাবে ফেসবুকে সিঙ্গেল নাম দেয়া যায়।
চলো শুরু করি।
l প্রথমে যে আইডির নাম single করবা সেই id তে log in করো।
l এবার এই লিংকে যাও এবং Bahasa Indonesia ভাষা সিলেক্ট করো। (উপর থেকে তিন নাম্বারে আছে Bahasa Indonesia)
l এখন এই লিংকে যাও। একটি ফাকা বক্স দেখতে পাবা। সেই বক্সে
লিখে Go তে ক্লিক করো। তাহলে ফেসবুকের পেজ আসবে, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আবার লগিন করো।
l আবারও এই লিংকে যাও এবং ফাকা বক্সে
এই লিংকটি দিয়ে Go তে ক্লিক করো।
l এখন নাম চেঞ্জের পেজ আসবে সেখানে তিনটি বক্স আছে বক্সগুলোতে লেখা থাকলে খালি করো এবং তোমার পছন্দের single নামটি 1st বক্সে বসিয়ে একদম নিচে Simpan এ ক্লিক করো। একটা পেজ আসবে সেখানে আইডির password বসিয়ে Simpan এ ক্লিক করো, ব্যাস আমাদের কাজ শেষ।
l এখন এই লিংকে গিয়ে ভাষা english (us) করে দাও।
ব্যাস হয়ে গেল আমাদের সিঙ্গেল নেম আইডি।
সবার বোঝার জন্য একটু বিস্তারিত লিখেছি যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। তারপরেও কোন সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো।
যেকোন প্রয়োজনে আমাকে পাবে এখানে
আজকের মত বিদায়, সবাই ভালো থেকো।
আমি অনিক হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য