ফেসবুকে আপনার বন্ধুকে জানান Thank You (New Facebook Feature)

আবার আমি হাজির হয়ে গেলাম নতুন একটি টিউন নিয়ে। আজ আপনাদের দেখাবো ফেসবুকের একটি ফাটাফাটি ট্রিক্স। ফেসবুকের নতুন ফিচার। আমি প্রথম এটা করে মুগ্ধ।

সাম্প্রতি ফেসবুক বন্ধুদের Thank You দেবার সিস্টেম চালু করেছে। একটু অন্য ভাবে। এর মাদ্ধমে আপনি ১০/১৫ টি পিকচার বা স্টাটাস দিয়ে ১ মিনিট এর ভিডিও টি বানাতে পারবেন।  আপনি চাইলে পুরনো ছবি দিয়েই করতে পারেন, চাইলে নতুন আপলোড করে বানাতে পারবেন।

চলুন দেখে নেয়া যাক সম্পূর্ণ প্রসেসটি।

প্রথমে এখানে যান। www.facebook.com/thanks গেলেই এমন দেখতে পারবেন। এখান থেকে আপনার যে বন্ধুকে ধন্যবাদ জানাতে তাকে সিলেক্ট করুন। এবং সে আপনার কি মানে বন্ধু? পুরনো বন্ধু? নাকি ফ্যমিলি নিচে থেকে তা সিলেক্ট করুন। নিচে হলুদ হাইলাইট করা দেখুন।

এবার সিলেক্ট হয়ে গেলে স্ক্রল করে নিচে যান, নিচে থেকে কাঙ্খিত্য পিকচার এবং স্টাটাস সিলেক্ট করুন। মিনিমাম ১০ টি।

এবার Share Video ক্লিক করি। তাহলে এমন একটি বার্তা আসবে,

এখান থেকে পছন্দমত Privacy  Select করুন। এবং টিউন ভিডিও ক্লিক করুন। তাহলে নিচের মত মেসেজ আসবে।

১০ বা ১৫ সেকেন্ড পরেই আপনার কাছে একটি Notification আসবে যার মাধ্যমে আপনাকে Successful বার্তা সো করবে।

আজ এইটুকুই, ধন্যবাদ, সাথে থাকুন, আর বন্ধুদের দন্যবাদ জানান।

দয়া করে সবাই শেয়ার করুন, শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। যাতে সামনে আরো ভালো টিউন করতে পারি। আমার একটি সাইট আছে, সময় হলে আমার TECTUKTAK সাইটটি থেকে  ঘুরে আসবেন।

Level 2

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস