ফেসবুক এর পুরো অ্যালবাম ডাউনলোড করুন একসাথে!!

আসুন আজ দেখি কিভাবে ফেসবুক এর পুরো এলবাম একসাথে ডাউনলোড করা যায়...। 🙂 এ বিষয়ে টেকটিউনসে আরও টিউন করা হয়েছে তা আমি জানি। কিন্তু সেসব পদ্ধতির অধিকাংশই বিভিন্ন অন্য ওয়েবসাইট এর সাহায্যে করতে হত। এখন সমস্যা হচ্ছে সেসব ওয়েবসাইট কিছুদিন পরেই ডেড হয়ে যায়। :-p  আজ আমরা একটূ অন্য কিন্তু নির্ভরযোগ্য পদ্ধতিতে ফেসবুকের পুরো এলবাম ডাউনলোড করা শিখব। 😀

note: এ জন্য আমাদের গুগল ক্রোম এর একটা এক্সটেনশন ব্যবহার করব। তাই, এ পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে গুগল ক্রোম ব্যবহার করতে হবে।

LET'S START 😀

প্রথমেই গুগল ক্রোম ওপেন করে এই লিঙ্ক থেকে Download FB Album mod এক্সটেনশনটি নামিয়ে নিন।

লাল দাগ দেয়া স্থানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

এরপর ফেসবুকে লগিন করুন। ফেসবুক প্রোফাইলে গিয়ে Photos এ যান।

তারপর এলবামে ঢুকুন।

কোন এলবামটি নামাতে চান সেখানে ঢুকুন। যেমন এখানে আমি আমার পুরো প্রোফাইল পিকচার এলবামটি ডাউনলোড করতে চাচ্ছি। তাই আমি প্রোফাইল পিকচার এলবামে ঢুকছি।

এলবামে যাওয়ার পর লাল দাগ দেওয়া স্থানে ক্লিক করুন।

কিছুক্ষণ পর এরকম একটা নতুন উইন্ড আসবে। ওখান থেকে Normal এ ক্লিক করুন।

একটি নতুন ট্যাব ওপেন হবে। সবগুলো ছবি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সবশেষে Ctrl+S চাপুন।

ডাউনলোড শুরু হয়ে গেছে। বেশিক্ষণ লাগবে না। 😀 এভাবে ডাউনলোড করতে থাকুন আপনার প্রয়োজনীয় এলবামগুলি। 😀 😀

সামনে আমার H.S.C. পরীক্ষা। দোয়া করবেন 🙂

সৌজন্যেঃ পাঠক লাইব্রেরী ডট ব্লগস্পট ডট কম

Level 0

আমি সাকিব হাসনাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ লেখাটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ লেখাটি শেয়ার করার জন্য।

jpgেআকারে সেইভ তো হচ্ছে না