দেখলে চোখ সড়াতে পারবেন না। (1st Part)

আজ অসাধারন কিছু জিনিষ দেখাবো আপনাদের, কত প্রতিভা থাকলে, কত ভালো চিন্তাশক্তি থাকলে মানুষ কত সুন্দর জিনিষ করতে পারে তা দেখুন আজ। দেখলে চোখ সড়াতে পারবেন না।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম ২৫ টি অসাধারন ফেসবুকের কভার পিকচার, যা দেখে মুগ্ধ হবেনই। আপনার ও করতে ইচ্ছা করবে এইসব। তো চলুন দেখে নেই।

১. আগুন ধরা কভার।

দেখলে মনে হবে লেজার দিয়ে Alfredo তার কভারটি পুড়িয়ে দিচ্ছেন। ঠিক যেন এক্সম্যন মুভির মত। এক্সরে ভিসন দিয়ে কভার পুড়িয়ে ফেলুন আপনিও।

২. দেয়ালের আরালে।

একটু খেলার করে দেখুন, কি বুদ্ধি ব্যবহার করেছে সে। মনে হচ্ছে সে যেন কভার এর আরালেই উকি মেরে আছে। তাছাড়া প্রোফাইল পিকচার এর যায়গায় মনে হচ্ছে কোনো ফটো এলবাম। কি করবেন নাকি এমন কিছু?

৩. ডল মেশিন।

দেখুন এই ব্যক্তি কি করেছে। কি মনে হচ্ছে? সে একটি খেলনার দোকানে? সে একটা খেলনা ঝুলানোর হুকে ঝুলছে? ঠিক তাই, অসাধারন কাজ টি করেছেন তিনি। এমন ভাবে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার সাজিয়েছেন, যেন মনে হচ্ছে এটি একি। করলে করতে পারেন সহজ কিন্তু।

৪. 3D Effect

এবার দেখুন কি চমৎকার ভাবে ত্রিমাত্রিক ইফেক্ট ব্যবহার করা হয়েছে, কি করে সাজিয়েছেন তার প্রোফাইল তিনি, মনে হচ্ছে যেন কাগজ থেকে তার ছবি ঝুলছে।

৫. স্টার ওয়ার্স।

Star Wars গেম বা মুভির ফ্যন? ঠিক এটাই আপনার জন্য। দেখুন আর শিখুন। কত সিমপ্লি কি ফাটাফাটি জিনিষ বানিয়েছেন তিনি।

৬. চোখ ধাঁধানো ইফেক্ট।

কি চোখ খোলা হয়ে যাচ্ছে? কি হচ্ছে এসব তাই না? আসলেই তাই। এই ব্যক্তিটি করেছেন কি, অসাধারন ভাবে নিজের কভার সাজিয়ে নিজেকেই তার উপরে উঠিয়ে দিয়েছেন।

৭.পুরোনো ফেসবুক।

পুরোনো দিনের ফেসবুকের লুক মিস করেন? ফিরে পেতে চান তেমন? তাহলে এই কভার ব্যবহার করুন। দেখুন একবার, একটি কভার কিভাবে বদলে দিতে পারবে আপনার ওয়াল।

৮. ক্যমেরার চোখ।

ছবি তোলার সখ অনেক? হবি? আপনারই তো চাই এটি। বানিয়ে ফেলুন এমন একটী কভার, খুব ইজি, আর চমকে দিন বন্ধুদের সবাই কে। আর কি চাই?

দাজ এইটুকুই, ৩ পর্বের টিউন এর প্রথম পার্ট এখানেই শেষ হল, আশা করি সামনেও সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্লিজ দয়া করে সবাই শেয়ার করুন, শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। যাতে সামনে আরো ভালো টিউন করতে পারি।

আমার একটি সাইট আছে, দয়া করে আমার TECTUKTAK সাইটটি থেকে  ঘুরে আসবেন।

Level 2

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Awesome তো

fatafati

একটা ব্লগ এ দেখছিলাম এগুলা
maybe hongkikat

Nice Post.

সত্যিই মুগ্ধ করার মত কিছু কালেকশন করলেন

এই রকম বানাবো কি ভাবে?

সেইরকম ভাই…. 😉

আমরা কোন ভাবে করতে পারব না?

onek valo. . . .samne 3d cover picture aanar chesta korben plz 😀

ফাটাফাটি জিনিস.. আমরা এরকম করব কিভাবে??

অসাধারণ।

ধন্যবাদ সবাইকে সুন্দর কমেন্ট এর জন্য। আসলে এইগুলা নেট এর বিভিন্য যায়গা থেকে কালেক্ট করা, কি করে বানাতে হয় আমি জানি না, তবে ফটোশপ এর কাজ জানলে এটা পারবেন।

এরকম ছবি বেশ কিছু আগেও দেখেছি….তবে পর্বাকারে কানে ধরে এগুলোকে এক করছেন জেনে মজা পেলাম- মানুষগুলো সত্যিই অনেক সৃজনশীল- চিন্তা কত সুন্দর আর মুগ্ধকর হতে পারে এদের সৃষ্টিই তার প্রমান। আর হ্যাঁ, আলবত এগুলো সব “ছবির দোকানের” কারিকুরি- একটা আমিও শুরু করেছিলাম কিন্তু দোকানে সময় দিতে পারিনি বলে আর রশিতে ঝুলাবারও সময় পাইনি 😉

ধন্যবাদ আপনাকে 🙂

    @নিওফাইট নিটোল: পর্বাকারে করতাম না, আসলে ছাত্র মানুষ, ২৫ টি লেখার সময় কম, তাই পর্ব করা ছাড়া উপায় ছিল না, Photoshop এর কাজ পারি না, বাট করার ইচ্ছা আছে এমন।

চরম