জানেন কি ফেসবুক কর্মীদের মাসিক বেতন কত ?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসের কর্মীদের বেতন নিয়ে কম-বেশি আগ্রহ আছে অনেকেরই। অন্য যেকোন অফিসের চেয়ে ফেসবুকের  কর্মীদের বেতন তালিকায়ও আছে বৈচিত্র।

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক অফিসে যারা কাজ করছেন তারা মাসে কত বেতন পান সম্প্রতি এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে চাকরি বিষয়ক ওয়েবসাইট 'গ্ল্যাসডোর'

*ওই ওয়েবসাইট অনুযায়ী, ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গের বছরে বেতন মাত্র এক ডলার। যদিও ফেসবুকে তার ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ (২০১২ সর্বশেষ খবর অনুযায়ী)।

প্রতিষ্ঠানটিতে ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের বেতন বছরে দুই কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

 

*সফটওয়ার ইঞ্জিনিয়ার বেতন পান ১ কোটি ৫৯ লাখ টাকা।এছাড়া ফেসবুকের সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়ার বেতন পান এক কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা,এছাড়া ফেসবুকের সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়ার বেতন পান এক কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা,এবং সফটওয়ার ইঞ্জিনিয়ারিং (৪) বছরে বেতন পান এক কোটা ২৮ লাখ ৯১ হাজার টাকা।

*ফেসবুকে প্রোডাক্ট ম্যানেজার বছরে বেতন পান এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকা,

এভাবে আর যারা টাকার খেলা করেন তাদের মাসিক আয় ৲৷৴

*ডাটা সায়েন্টিস্ট বেতন পান এক কোটি ১৪ লাখ ২ হাজার টাকা।

*পর্যায়ক্রমে সফটওয়ার ইঞ্জিনিয়ার বেতন পান এক কোটি ১২ লাখ ৫৮ হাজার টাকা,

*টেকনিক্যাল পোগ্রাম ম্যানেজার পান এক কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকা,

*রিসার্স সায়েন্টিস্ট পান এক কোটি ৬ লাখ ২ হাজার টাকা,

*সফটওয়ার ইঞ্জিনিয়ার (৩) পান বছরে এক কোটি ৫ লাখ ২ হাজার টাকা।

*পর্যায়ক্রমে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেতন পান বছরে ৯৮ লাখ ৩২ হাজার টাকা,

*ডাটা ইঞ্জিনিয়ার পান ৯০ লাখ ২১ হাজার টাকা।

*ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ার বেতন পান বছরে ৯০ লাখ ৬ হাজার টাকা,

*প্রোডাকশন ইঞ্জিনিয়ার পান ৮১ লাখ ৩৬ হাজার টাকা।

*আর প্রোডাক্ট অ্যানালিস্ট বেতন পান বছরে ৭২ লাখ ৯৭ হাজার  টাকা।

তাহলে বোঝেন কি অবস্থা !

আমি তো পাগুল হয়ে যাবোরে ভাই... ফিলিং ড্রিমিং......   😥  

ফেসবুক এ আমি আছি এখানে......

***ভাল লাগলে নির্বাচিত টিউনে মনোনীত করবেন প্লীজ......।

Level 0

আমি arjuahammed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এইটা নিয়ে অনেক পোস্ট হয়ছে

প্রয় ১ মাষ আগে থেকেই জানতাম । টেকটিউনসে এই নিয়ে প্রয় ৩ বার টিউন করা হয়েছে ।

vabsi r vabsi

আদার ব্যাপারীর জাহাজের খবর নেয়ার দশা আর কি। ভাই সময়টি ভালো মানের টিউন তৈরীতে ব্যায় করুন। আমরা উপকৃত হইবো।