লিংকে ক্লিক করলেই বিপদ! ফেসবুক ব্যবহারকারীরা সাবধান!

আশা করি আপনারা সবাই ভালো আছেন।

ফেসবুকে না বুঝে কোনো লিংকে ক্লিক করলেই বিপদ হতে পারে, তাই ফেসবুক ব্যবহারকারীরা সাবধান।

ফেসবুক কর্তৃপক্ষও এই বিষয়টি নিয়ে সতর্ক হতে বলেছেন।

ফেসবুকে না বুঝে কোনো লিংকে ক্লিক করবেন না।

কারণ না বুঝে ক্লিক করলে বিপদ হতে পারে।

সম্প্রতি ব্যবহারকারীদের এই নিয়ে সতর্ক করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

আসলে নতুন একটি স্ক্যাম নিয়েই তাদের এই সতর্ক বার্তা।

ফেসবুক সতর্ক করে বলেছে যে, ‘টেন হটেস্ট লিকড স্ন্যাপচ্যাট এভার’ নামের একটি লিংক ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে সাইবার দুর্বৃত্তরা, যাতে ক্লিক করা হলে ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

এমনভাবে ফেসবুক ব্যবহারকারীদের বোকা বানিয়ে এই লিংকটিতে ক্লিক করতে প্রলুব্ধ করা হচ্ছে।

এই লিংকটিতে ক্লিক করার পর তা ভুয়া একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে।

যেখানে তথ্য চুরি করার জন্য নানা ধরনের ফাঁদ পেতে রাখা হয়েছে।

তাই ফেসবুক কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ভুয়া লিংকটিতে ক্লিক করা হলে তা আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

তাই সাবধান থাকা দরকার।
শুধু এই লিংকটিই নয়, ভুয়া ছবি ও রগরগে ভিডিও ফাঁসের কথা বলে ফেসবুকে যেসব লিংক শেয়ার করা হয়ে খাবে, সেগুলোতে ক্লিক করা থেকেও ব্যবহারকারীদের সাবধান থাকা উচিত।

জানা যায়, গত দুই বছর ধরে এই স্ক্যামগুলো ব্যবহার করে আসছে সাইবার দুর্বৃত্তরা।

বিটডিফেন্ডারের গবেষকেরা বলেছেন, স্ক্যামগুলো অনেক পুরোনো হলেও প্রচলিত এই স্ক্যামগুলোতে ক্লিক করে অনেকেই তাদের ব্যক্তিগত তথ্য চুরি এবং কম্পিউটারে ম্যালওয়্যারের আক্রমণের মতো সমস্যার মুখে পড়তে পারেন।

উল্লেখ্য যে, কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটফাইন্ডার বলেছে, ভুয়া এই স্ন্যাপচ্যাট লিংকের পোস্টটি ফেসবুকের জনপ্রিয় স্ক্যামের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে।

বিটডিফেন্ডার গত বছরের নভেম্বর মাসে ফেসবুকের জনপ্রিয় স্ক্যামগুলো নিয়ে একটি গবেষণা করার পর শীর্ষ ৫টি স্ক্যাম সম্পর্কে তথ্য প্রকাশ করেছিল।

তাই একটু সাবধানে থাকবেন ভাই, না হলে আপনার প্রিয় আইডি টি আপনি হারাতে পারেন।

কোনো সমস্যা বা সাহায্যের দরকার হলে আমাকে ফেসবুক এ পাবেন।

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, শেয়ার করার জন্য

ধন্যবাদ

Level 0

tnx

“আমার ফেসবুক আইডি” লিখা জায়গায় ক্লিক করব কিনা করব না চিন্তায় আছি, যদি স্ক্যাম হয় 😀

Level 0

@অদৃশ্যলোক: চিন্তার কোনো কারন নাই

Level New

odrissolok@Na vai ota scam na. Ota amr nijer id.

ভালো।

Level 0

I will solve Facebook photo verification , government ID / NID verification problem . ০১৯২৮৬৬৪০০৮. I will solve your problems very quickly. So, anybody…. If your important personal ID…

Level New

armanalom@vai amk fb te ekta msg koren.