-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
ফেসবুক হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। আজকাল এমন কোন সচেতন ব্যক্তি পাওয়া যাবে না যার অন্তত একটা ফেসবুক আইডি নেই। প্রযুক্তির অন্য কোন বিষয়ে জ্ঞান না থাকলেও অন্তত ফেসবুক ব্যবহার করে এরকম মানুষের সংখ্যা অনেক। তবে আজ আমি কোন পরিসংখ্যান করবো না, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ফেসবুকের মাধ্যমে আমরা ঘন্টার পর ঘন্টা যে কাজটি করে সময় কাটাই সেটা হলো ফেসবুক চ্যাটিং। অনেক মানুষের সাথে আমরা প্রতিনিয়ত চ্যাটে বিভিন্ন ব্যক্তিগত ব্যাপার আলোচনা, ছবি ভিডিও কিংবা বিভিন্ন ফাইল শেয়ার করে থাকি। দুর্ভাগ্যক্রমে যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে আপনার ব্যক্তিগত সবকিছু ফাঁস হয়ে যাবে। কেউ আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে আপনার পাওয়া তথ্য দিয়ে। বিষয়টা এ কারনেই বলছি কারন আজকাল আসঙ্কাজনক হারে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে (যদিও এর জন্য আমরা নিজেরাই দায়ী)। আপনার আমার ফেসবুক আইডি আমাদের যেকোন কোন অসাবধানতার বশে যদি হ্যাক হয়ে যায় তাহলে কতো বড় ক্ষতি হবে একবার ভেবে দেখেছেন? এর জন্য আমাদের প্রয়োজন ফেসবুকে থাকা মেসেজগুলোকে ডিলেট করে ফেলা। একটা একটা করে মেসেজ ডিলেট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একক্লিকে আমাদের ফেসবুকে থাকা সকল মেসেজকে ডিলেট করতে হয়। তো চলুন তাহলে শুরু করি-
অ্যান্ড্রোয়েড ফোনের গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করা যায় কিনা আমি জানিনা। আমি কম্পিউটারে করেছি, আপনারা যদি মোবাইলে করতে পারেন তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন।
ব্রাউজারে ফেসবুক ডিলেট অল মেসেজ এক্সটেনশনটি যদি ঠিক ভাবে সংযোজিত হয়ে থাকে তাহলে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে লগ-ইন করুন এবং নিচের নির্দেশনা অনুসরণ করুন।
আশা করি প্রত্যেকটি ধাপ আপনারা মনযোগ দিয়ে পড়েছেন এবং সে অনুযায়ী কাজ করতে পেরেছেন। বিষয়টা খুবই সহজ মনে করে টিউনে স্ক্রিন শট দিয়ে অহেতুক টিউনের সাইজ বড় করলাম না। আপনার প্রাইভেসি রক্ষার্থে সব মেসেজ ডিলেট করে দিন এবং নিশ্চিন্তে থাকুন। টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ ফাহাদ ভাই, অনেক কাজের একটা টিউন