হ্যালো টেক বন্ধুরা,কি খবর?আশা করি ভালো।তবে মনে হয় না ভালো কারন তোমার ফেসবুক অ্যাকাউন্টে কে জানি রিপোর্ট করসে 😛 ।
ফেসবুক!!!!!!!!!আপনার,আমার সবার জীবনের একটা গুরুত্তপূর্ণ একটা অংশ।দিন নাই,রাত নাই সারাক্ষন খালি ফেসবুক আর ফেসবুক।অনেক সময়ে দেখা যায় ফেসবুকে আপনার অ্যাকাউন্টে শুধু শুধু কে জানি রিপোর্ট করে রেখেছে।এরকম পরিস্থিতিতে অনেক সময় না জানার কারণে আপনার প্রানপ্রিয় অ্যাকাউন্ট আর ফিরত পান না।আপনি যদি এ রকম পরিস্থিতিতে পড়ে থাকেন তবে আপনার জন্য এ টিউন।তবে এ ট্রিক সবসময় কাজ করে না।বেশির ভাগ ক্ষেত্রে করে।
প্রথমে আগে জেনে নিন কোন ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট ফিরত পেতে পারেন।যদি
১।আপনার অ্যাকাউন্ট কেও ভুলে রিপোর্ট করে
২।ভুল নাম ইউজ করলে
৩।বেশি স্টাইলিশ ফন্ট ইউজ করলে
৪।আপ্নার নামে যদি কেও ভুলভাল রিপোর্ট করে
(এছাড়া অবশ্য আরও কারন আছে।মনে পড়ছেনা)
আপনি আপনার অ্যাকাউন্ট ফিরত পাবেন যদি আপনার অ্যাকাউন্ট Temporary disabled হয়।
temporary disabled হলে এ রকম ছবি দেখাবে লগিন করলে
আর যদি আপনার অ্যাকাউন্ট Permanent disabled হয় তবে আমি আপনার জন্য কিছু করতে পারবো না।আমি এর জন্য sorry
Permanent disabled লগিন করলে এরকম দেখাবে
এখন আসি আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট ফিরত পাবেন।আপনার অ্যাকাউন্ট যদি Temporary disabled হয়।এ ক্ষেত্রে আপনার ভালো ইংলিশ জানা প্রয়োজন।কারন আপনাকে ফেসবুকের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে।
১।প্রথমে আপনি আপনার আইডিতে লগিন করুন।
২।লগিন করে আপনার অ্যাকাউন্টে কোন লিঙ্ক দিলে সেই লিঙ্কে যা চাইবে টা পুরন করে সাবমিট করুন অথবা
৩। এই লিঙ্ক https://www.facebook.com/help/contact/183000765122339 অথবা
এই লিঙ্ক https://www.facebook.com/help/contact/260749603972907 এ গিয়ে আপনি ফর্মটা পুরন করুন।মনে রাখবেন আপনি সঠিক তথ্য দিলে আপনার অ্যাকাউন্ট ফিরত পাবেন।আপনার একটা সত্যিকারের আইডি চাবে(ফেসবুক,জিমেইল,ইয়াহু এগুলা না)মানে আপনার জাতীয় পরিচয়,স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় এর আইডি কার্ড এর প্রিন্ট
এখন এগুলা না থাকলে দেখুন কি কি আইডি ফেসবুক accept করবে
১। জন্ম সনদ
২।ড্রাইভিং লাইসেন্স
৩।পাসপোর্ট
৪।বিয়ের সনদ
৪।ইন্সুরেনস কার্ড
৫।ভোটার আইডি
৬।চেক
৭।অফিসের কার্ড
(ফুল লিস্ট দেখে নিন https://www.facebook.com/help/159096464162185)
৪।এবার আপনি যেকোনো ফর্ম পুরন করে পাঠানোর পরে আপনি আপনার ইমেইল চেক করুন।১২ ঘণ্টার মধ্যে আপনার ইমেইলে ফেসবুক যোগাযোগ করবে(যে ইমেইলটা আপনি ফেসবুকে অ্যাকাউন্টে রেখেছেন)।আপনার সাথে যোগাযোগ করে তারা কোন কিছু চাইলে আপনি বিনয়ের সঙ্গে তাঁদের সাহায্য করুন।
৫।এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগিন করে আবার লগ আউট করুন।মনে রাখবেন,এরপরের ৩-৪ দিন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন না
৬।৩-৪ দিন আপনার আইডিতে লগিন করুন।সারপ্রাইজ!!!!!!আপনার কাজ হয়ে গেছে,আপনি আপনার মহা মূল্যবান ফেসবুক অ্যাকাউন্ট ফিরত পেয়ে গেছেন
মনে রাখবেন,ধাপে ধাপে কাজ না করলে বা ভুল করলে আপনার অ্যাকাউন্ট ফিরত নাও পেতে পারেন
এবার আসি ট্রিকের কথায়
আমার কিছুদিন আগে ফেসবুক আইডি রিপোর্টেড হয়েছিলো।তখন বলেছিল আমার নামটা ফেক।আমি আমার নামটা চেঞ্জ করতে গেলে দেখা গেল আমার আইডিতে ঢুকার পড় আমার ছবি শুধু শো করে,নাম নাই!অর্থাৎ আপনার নামে আপনার কোনো বন্ধুকে বলুন ফেক নাম ের রিপোর্ট করতে।রিপোর্ট করার পর আপনি আমার দেখানো ট্রিক ব্যাবহার করে আপনার আইডিটা ফিরত পেয়ে দেখবেন আপনার নাম অদৃশ্য হয়ে গেছে।
লাল দাগ দেয়া জায়গাটা দেখেন কিভাবে কি!
আজকে আর না।আপনার আইডি ফিরত পাইলে জানাবেন কিন্তু!
আমি আরিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good.