কিছুক্ষণ আগে ফেসবুক এবং ফেসবুক মালিকানাধীন ইন্সত্রাগ্রামের সার্ভার ডাউন হয়ে গেছে । ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ব্যবহারকারীরা ফেসবুক প্রবেশ করতে পারছে না । ইতিমধ্যে বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে । এখন ঢুকতে গেলেই এরর দেখাচ্ছে । তবে ফেসবুকের কর্মকর্তাদের সাথে তেমন ভাবে যোগাযোগ করা যায়নি । কখন আবার ওয়েবসাইট চালু হবে বলা যাচ্ছে না । আশা করি খুব তাড়াতাড়ি চালু হবে দুইটি ওয়েবসাইট ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
চালু হয়ে গেছে। আমার তো টেনশন চলে আসছিল