আপনারা অনেকেই হয়ত এই ট্রিকটা অনেক আগে থেকেই জানেন। তবুও, যারা জানেন না, তাদের জন্য আমি নতুনভাবে স্ক্রিনশট সহকারে টিউন করছি।
আপনারা হয়ত দেখেছেন, কিছু কিছু ফেসবুক পেজ তাদের ওয়েবসাইটের লিংক ফেসবুকে শেয়ার করে, যাতে টাইটেল থাকে এক, আর লিংকে ক্লিক করে ভিতরে গেলে টাইটেল থাকে আরেক!
শুধু টাইটেল না, ডেসক্রিপশানও [টাইটেল এর নিচের কয়েক লাইন, যা ফেসবুকের শেয়ার করা টিউনে আসে] পরিবর্তন করা থাকে।
শুধু কি পেজ? আপনি ইচ্ছা করলে নিজের প্রোফাইল থেকেও কোন লিংক শেয়ার করতে পারেন এরকম কাস্টমাইজ করা লিংক টাইটেল ও ডেসক্রিপশান দিয়ে।
কীভাবে করা যায় এরকম? দেখে নিন, একদম সহজ এই নিয়মটাঃ
কীভাবে ফেসবুকে শেয়ার করা লিংকের টাইটেল ও ডেসক্রিপশান পরিবর্তন করবেনঃ
১। প্রথমে আগের নিয়মেই আপনার কাঙ্ক্ষিত লিংকটি ফেসবুকের স্ট্যাটাস বক্সে কপি-পেস্ট করুন। এটি ঠিক এরকম দেখাবেঃ
২। এবার টাইটেল এর উপরে আপনার মাউস কারসর নিয়ে যান। দেখবেন, টাইটেল এর ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে যাবে।
৩। এবার সেখানে ক্লিক করুন। দেখুন, এটি এডিট করা যাচ্ছে!
৪। তাহলে আর দেরী কেন, বসিয়ে দিন আপনার পছন্দমত কোন টাইটেল! দেখুন, আমি পরিবর্তন করে বাংলা করে দিলামঃ
৫। এবার একই নিয়মে ডেসক্রিপশানটাও পরিবর্তন করে নিন।
৬। এবার দেখুন, ঠিক এরকম হয়ে গেল না? টিউন বাটনে ক্লিক করে টিউন করুন এবার।
দেখুন, লিংকটি এরকম হওয়ার কথা ছিলঃ
কিন্তু এখন লিংকটি এরকম হলঃ
সবাইকে ধন্যবাদ।
আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউনের জন্য অনেক ধন্যবাদ।