সকল আজাইরা বিরক্তিকর ফেসবুক গ্রুপ থেকে চিরতরে মুক্তি নিয়ে নিন ৫ মিনিটেই! [মেগা টিউন]

ফেসবুকে যেমন রয়েছে হাজারো রকম মজা। তেমনি রয়েছে বিরক্তিকর কিছু ঝামেলা। তন্মোধ্যে বিরক্তিকর সব গ্রুপের জ্বালা যন্ত্রনায় আমাদের মাঝে মাঝে অবস্থা করুন হয়ে পড়ে। আপনারে প্রতিনিয়তই আজাইরা নানা গ্রুপে আজাইরা কিছু লোক অ্যাড করেই যাচ্ছে। আর সেসব বিরক্তিকর গ্রুপের বিরক্তিমূলক নোটিফিকেশনে আমরা হয়ে উঠি অতিস্ট। এ থেকে পরিত্রান পেতে অনেকেই বুকে সাহস নিয়ে গ্রুপ গুলো থেকে বের হতে যান। কিন্তু দু-চারটা গ্রুপ থেকে বেরিয়ে আসার পর আপনার উদ্যোম যায় হারিয়ে। কারণ গ্রুপ গুলো থেকে এক এক করে বেরিয়ে আসা মুখের কোন কথা নয়! সেখানে যারা হাজার হাজার গ্রুপের জালে আটকা পড়ে আছেন তাঁরা কি করবেন? কিছুই বুঝে উঠতে পারছেন না? তাদের এই করুন দশা থেকে বেরিয়ে আসার ট্রিকস নিয়ে হাজির হলাম আজ আমি ব্লগার মারুফ। এটা আসলে ট্রিকস নয়! আমরা এই কাজে সাহায্য নিবো একটি অ্যাড অনসের। কিন্তু তবুও একটি দুঃখের ব্যাপার হলো, অ্যাডঅনটি শুধুমাত্র গুগল ক্রোম ইউজারদের জন্য। তাই আপনার অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি পিসিতে থাকতে হবে।

ভূমিকামূলক কথা থেকে এখন চলে আসলাম মূল কথায়। আজাইরা গ্রুপ দমন অভিযানের জন্য প্রস্তুত হোন আপনার প্রান প্রিয় পিসি, গুগল ক্রোম ব্রাউজার আর ইন্টারনেট নিয়ে। হায় হায়! এইভাবে বলতেছি কেনো?! আমরা তো দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যতে পরিণত হয়েছি! যাক সামান্য মজা করে নিলাম। এবার নিচের টিউটোরিয়াল ফলো করুন। তবে কাজ শুরুর প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে ইন্সটল করে নিতে হবে Facebook Groups Leave All At Once অ্যাডঅন টি। যেহেতু আপনি একজন গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারী। তাই নিশ্চয়ই গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে অ্যাড অন ইন্সটল দেয়া কষ্টের কিছু হবেনা। আর তাই অ্যাড অন ইন্সটল করার নিয়ম এড়িয়ে গেলাম। এতক্ষণে নিশ্চয়ই অ্যাড অনটি ইন্সটল করে আপনি প্রস্তুত? তবে চলুন অভিযানে!

সব গ্রুপ থেকে এক সাথে Leave করার পদ্ধতি

  • প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে  Facebook Groups Leave All At Once অ্যাডঅন টি ইন্সটল থাকা অবস্থায় ফেসবুক ভিজিট করতে হবে।
  • ব্রাউজারের উপরদিকে ডান কোনায় ঐ ইন্সটল দেয়া অ্যাড অন টির একটি আইকন দেখতে পাবেন। আইকনটিতে ক্লিক করুন।
  • এবার Leave All Groups Except The One Iam Admin In এই লেখাটা বা অপশনটায় ক্লিক করুন
  • এখন I AGREE, Leave Me From All Groups অপশনে ক্লিক করুন।
  • ব্যাস, সব গ্রুপ Leave করার মিশন শুরু হয়ে গেছে। বসে বসে সেটাই দেখুন। কিছুক্ষনের মাঝেই আপনি অটোমেটিকভাবে বের হয়ে আসবেন সব ফেসবুক গ্রুপ থেকে। শুধু নিস্তার পাবে আপনার নিজের গ্রুপগুলো। মানে আপনি যেগুলো গ্রুপের অ্যাডমিন সেগুলো বাদে সব গ্রুপ থেকেই রেহাই পাবেন আপনি।

প্রয়োজনীয় গ্রুপ বাদে সব আজাইরা গ্রুপ থেকে Leave করার পদ্ধতি

  • আপনি যদি সব গ্রুপকে দোষী সাব্যস্ত করতে না চান তবে সেটাও সম্ভব। এতে বেঁচে যাবে আপনার প্রয়োজনীয় গ্রুপগুলো!
  • এবারেও আগের মতোই ওই অ্যাডঅন থাকা অবস্থায় ফেসবুকে যান।
  • পূর্বের মতোই অ্যাড অনটির আইকনে ক্লিক করুন এবং Custom What Groups I Want To Leave অপশনে ক্লিক করুন।
  • এখন  You Are In A Wrong Page, Click Here To Be Redirect নামের অপশনে ক্লিক করুন। এতে আপনাকে গ্রুপ তালিকায় নিয়ে যাওয়া হবে।
  • যে গ্রুপগুলো থেকে আপনি বের হতে চান না সেই গ্রুপগুলো সিলেক্ট করুন
  • তারপর সবশেষে Start বাটনে ক্লিক মারতেই আপনার সিলেক্ট করা গ্রুপগুলো বাদে সব গুলো ডিলেট করা শুরু হবে।

আমার সামনে এইচএসসি পরীক্ষা সেটা অনেকেই নিশ্চয়ই জানেন? আর সেজন্যই স্ক্রিনশট সহ টিউটোরিয়াল বানাতে পারলাম না। তবে বুঝতে সুবিধার জন্য রয়েছে ভিডিও টিউটোরিয়াল। আশা করছি টিউটোরিয়ালটি আপনার অনেকটা কাজে আসবে। আর মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। সব সময় থাকুন ব্লগার মারুফের সাথে। ধন্যবাদ

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

amr khub e upokar hyece vai,

    @লিমন: আপনাদের উপকার হলেই আমি ধন্য। অনেক ধন্যবাদ মতামতের জন্য। সাথেই থাকবেন…