ফেসবুকে যেমন রয়েছে হাজারো রকম মজা। তেমনি রয়েছে বিরক্তিকর কিছু ঝামেলা। তন্মোধ্যে বিরক্তিকর সব গ্রুপের জ্বালা যন্ত্রনায় আমাদের মাঝে মাঝে অবস্থা করুন হয়ে পড়ে। আপনারে প্রতিনিয়তই আজাইরা নানা গ্রুপে আজাইরা কিছু লোক অ্যাড করেই যাচ্ছে। আর সেসব বিরক্তিকর গ্রুপের বিরক্তিমূলক নোটিফিকেশনে আমরা হয়ে উঠি অতিস্ট। এ থেকে পরিত্রান পেতে অনেকেই বুকে সাহস নিয়ে গ্রুপ গুলো থেকে বের হতে যান। কিন্তু দু-চারটা গ্রুপ থেকে বেরিয়ে আসার পর আপনার উদ্যোম যায় হারিয়ে। কারণ গ্রুপ গুলো থেকে এক এক করে বেরিয়ে আসা মুখের কোন কথা নয়! সেখানে যারা হাজার হাজার গ্রুপের জালে আটকা পড়ে আছেন তাঁরা কি করবেন? কিছুই বুঝে উঠতে পারছেন না? তাদের এই করুন দশা থেকে বেরিয়ে আসার ট্রিকস নিয়ে হাজির হলাম আজ আমি ব্লগার মারুফ। এটা আসলে ট্রিকস নয়! আমরা এই কাজে সাহায্য নিবো একটি অ্যাড অনসের। কিন্তু তবুও একটি দুঃখের ব্যাপার হলো, অ্যাডঅনটি শুধুমাত্র গুগল ক্রোম ইউজারদের জন্য। তাই আপনার অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি পিসিতে থাকতে হবে।
আমার সামনে এইচএসসি পরীক্ষা সেটা অনেকেই নিশ্চয়ই জানেন? আর সেজন্যই স্ক্রিনশট সহ টিউটোরিয়াল বানাতে পারলাম না। তবে বুঝতে সুবিধার জন্য রয়েছে ভিডিও টিউটোরিয়াল। আশা করছি টিউটোরিয়ালটি আপনার অনেকটা কাজে আসবে। আর মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। সব সময় থাকুন ব্লগার মারুফের সাথে। ধন্যবাদ
সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ধন্যবাদ