ফেসবুক গ্রুপ ডিলিট করার তেমন একটা দরকার হয় না। তবুও নানান সমস্যার কারণে অনেকের এটি দরকার হয়ে থাকে। যখন ডিলিট করার দরকার হয় তখন কিন্তু Delete নামের কোন অপশন খুজে পাওয়া যায় না। তখন আমার মত কিছু মানুষ আছে যারা সারা ফেসবুক এর সব অপশন গুলা দেখা শুরু করে। আর চিন্তা করে এইটা কোথাই আছে না জানি। আসলে গ্রুপ ডিলিট এর কোন অপশন নাই। আপনার গ্রুপ এ যতক্ষণ একজন সদস্য পর্যন্ত আছে ততক্ষণ এইটা ডিলিট হবে না। এখন বলবেন আমার গ্রুপ এ তো হাজার হাজার সদস্য আছে তাহলে আমি এইটা কিভাবে ডিলিট করব? কোন সমস্যা নাই সব রিমুভ করে দিন! এবার আপনার চোখ তো কপালে উঠা চাড়া আর কোন উপাই নাই, কারন আপনি চিন্তা করছেন এত সদস্য কয়দিনে আমি রিমুভ করব। কোন চিন্তা নাই তারও সমাধান আমার কাছে আছে, ৫ মিনিটে আপনি ৫০০ সদস্য রিমুভ করতে পারবেন। নিছে দুইটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে নিয়ে নিন একটাতে আছে কিভাবে একসাথে সব সদস্য রিমুভ করবেন আর একটাতে আছে কিভাবে গ্রুপ ডিলিট করবেন।
বিঃদ্র- আমি স্ক্রীনশর্ট দিয়ে টিউন করি না এই কারনে টিউন গুলা খুব চোট হয়। আমার স্ক্রীনশর্ট না দেওয়ার কারণ হচ্ছে আমি টিউন গুলা করি আমার মত যারা খুব কম বুঝে তাদের জন্য। যদি স্ক্রীনশর্ট দেই তাহলে কাজ করতে গেলে না পারলে দোষ হয় টিউনারে। আর যখন একটা ভিডিও দেই তখন বলে ভিডিওতে তো সব ঠিক মত হয়েছে ! তাহলে আমারি কোথাও ভুল আছে। আবার একটু দেখি। দেখতে গেলে তার ভুলটা তার চোখে অবশ্যই পরবে।
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিডিও থাকুক যারা একান্তই পারেনা তাদের জন্য।
আমার মত অলসদের জন্য স্টেপ বাই স্টেপ অন্তত লিখে দেবার অনুরোধ করছি।