গতকাল আপনাদের পরিচয় করায়া দিছিলাম BD Gamez Extreen গ্রুপের সাথে।শেয়ার করছিলাম বেশ কিছু বাছাই করা গেমসের ডাউনলোড লিংক।
এরপরেও ডাউনলোড করার মত কোটি কোটি জিনিস পড়ে রইছে নেটে।কয়টার ডাউনলোড লিংকই বা চাইলেই চোখের সামনে পাওয়া যায়?
তবে টরেন্ট ডাউনলোড কিন্তু চাইলেও পাওয়া যায়।
ধরেন নতুন মুভি Maze Runner download লিখে যদি নেটে সার্চ দেন,দেখবেন স্ট্রিমিং লিংক,ভুয়া লিংক ,ইউটিউব লিংক কত রকম লিংক আইসা রইছে,কিন্তু ডাউনলোড করে দেখার মত লিংক নাই।সার্চ টা যদি এভাবে দেন Maze Runner Torrent Download দেখেন কত সহজেই ডাউনলোড লিংক পেয়ে গেছেন।
সাধারনভাবে আমরা ফাইল ডাউনলোড করতে IDM,Egelget সহ বিভিন্ন ব্রাউসার ব্যাবহার করি,এন্ড্রয়েড ফোনে UC Browser,Droid Downloader ব্যাপক জনপ্রিয়।
কিন্তু টরেন্ট ফাইল ডাউনলোড এগুলা দিয়ে করা যাবে না।এরজন্য আলাদা টরেন্ট ডাউনলোডার ব্যাবহার করতে হবে আমাদের।
জনপ্রিয় কিছু টরেন্ট ডাউনলোডারের মধ্যে আছে
এন্ড্রয়েড ফোনের জন্য আছে
কিন্তু এভাবে ডাউনলোড অনেকেই ঝামেলা মনে করেন।সাধারনভাবে আমরা যেভাবে ডাউনলোড দেই সেভাবে দিতে পারলেই যেন ভালো।
এরপরেও আছে ফ্রি ইন্টারনেট সংক্রান্ত জটিলতা,যাতে টরেন্ট ডাউনলোড করা বিশাল ঝামেলা।
সবচেয়ে ভালো হয় আমরা যদি টরেন্ট ফাইলটাকেই আমাদের প্রথাগত নিওমে ডাউনলোড দিতে পারি। IDM,UC ইত্যাদি দিয়ে।
ডিরেক্ট টরেন্ট ডাউনলোড নিয়ে হাজার হাজার পোস্ট হইছে এ,তবুও আরেকবার লেখলাম একটু অন্য ভাবে
যে সাইটগুলা নিয়া এতবার পোস্ট হইছে –
এগুলাতে টরেন্ট লিংক দিলে,অথবা টরেন্ট ফাইল আপলোড করে দিলে নাকি ডাউনলোড লিংক পাওয়া যায়,ধুত ছাই,১ জিবি ফাইল হইতে না হইতেই বলে প্রিমিয়াম একাউন্ট কিনে বাকিটুকু ডাউনলোড করতে।স্পিড ড্রপ করা সহ ঝামেলার তো অভাব নাই।
কিভাবে ডিরেক্ট ডাউনলোড করবেন টরেন্ট -
সবার আগে জেনে আসতে হবে টরেন্ট কি?
ফুট করে দেখে আসেন ৪ বছর আগের করা টরেন্ট নিয়ে সুন্দর একটা পোস্ট
https://www.techtunes.io/featured/tune-id/32558
[সিডার পিয়ার সম্পর্কে যারা জানেন না/কম জানেন,অবশ্যই দেখবেন]
আমি কয়েকটা ফেসবুক গ্রুপের লিংক দিচ্ছি যেগুলাতে টরেন্ট লিংক পোস্ট করলে আপনাকে ডিরেক্ট ডাউনলোড লিংক দেওয়া হবে
তবে পোস্ট করার আগে আমাদের জানতে হবে কিভাবে গ্রুপ নিতিমালা মেনে টরেন্ট লিংক পোস্ট করবেন।নিতিমালা না মানলে লিংক পাবেন না।
গ্রুপগুলার লিংক দিচ্ছি,আগে পুরোটা পড়ে পরে গ্রুপে যান
৩/ ZbigZ
৫/ Zbigz And Bytebx Premium Online [Statistics]
ডিরেক্ট লিংক পাইতে –
গ্রুপে যান। [ফেইক আইডি দিয়ে না অবশ্যই না]
লেখুন – Please Convert
সিডার কতগুলা আছে লেখেন,লিচার কতগুলা আছে লেখেন,ফাইলটার সাইট কত লিখেন
এবার ম্যাগনেট লিংক অথবা ডিরেক্ট টরেন্ট লিংক দিয়ে পোস্ট করেন।
আশা করি সিডার,লিচার,ম্যাগনেট লিংক শব্দগুলা আপনাদের কাছে বিদেশী মনে হচ্ছে না।কারন উপরে চার বছর আগের করা একটা টিউনের লিংক দিছি।সেটা পড়ে নিছেন।
এবার অপেক্ষা করুন।সাধারনত ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যেই লিংক দেওয়া হবে।ক্ষেত্রবিশেষে ২৪ ঘন্টা পর্যন্ত লাগতে পারে।।
যে কাজগুলা কখনো করবেন না –
ইংলিশ ছাড়া অন্য কোন ভাষা ব্যাবহার করবেন না কারন গ্রুপগুলা আমাদের দেশিয় না
একই লিংক একের বেশি গ্রুপে পোস্ট করবেন না
সিডার ০০ এরকম কোন লিংক পোস্ট করবেন না
অর্ডার দিবেন না।Please Convert সব সময়ই লেখে নিবেন
১০০ মেগাবাইটের নিচে কোন ফাইল কনভার্ট করতে দিবেন না[শুধুমাত্র ২ নাম্বারটায় দিতে পারেন]
কনভার্ট করে দেওয়ার পর অবশ্যই আপনার ফিডব্যাক দিবেন,ধন্যবাদ জানাবেন
যদি ফাইলটা বেশি বড় হয়ে যায় আপনার জন্য একবারে ডাউনলোড করতে,সেক্ষেত্র বলে দিবেন আগেই ফাইলটা SpilT করে দিতে।অর্থাত পার্ট পার্ট করে দিতে।নাইলে বলবেন Single Link দিতে। একসাথে ৩ টার বেশি টরেন্ট লিংক পোস্ট করবেন না এবং ২ ঘন্টায় ৩ টার বেশি পোস্ট করবেন না।
ডিরেক্ট টরেন্ট এর অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজ
https://www.facebook.com/PremiumTorrents
এই পেইজে পাবেন প্রচুর নতুন গেমস / মুভির ডিরেক্ট লিংক
আরো অনেক লিংক পাবেন All In One ফেসবুক গ্রুপে
আপনার ফেসবুক একাউন্টে কোন অটো লাইক এপস থাকলে আগে এই লিংকে যান https://www.facebook.com/settings?tab=applications
এবার অটো লাইকার এপসগুলা রিমুভ মারেন।কারন পোস্ট পারমিশন দেওয়া থাকলে এগুলা প্রতি মিনিটে সব গ্রুপেই স্পাম করে ব্যাবহারকারীর আড়ালে।
ফেসবুক হেল্পলাইন লিস্টে আরো আছে
❤ উইন্ডোজ ✔ এন্ড্রয়েড ✖ ইংলিশ টিভি সিরিজ
এই গ্রুপে পাবেন টেকনোলজি সংক্রান্ত যেকোনসমস্যার ফ্রি হেল্পলাইন।উইন্ডোজ এবং এন্ড্রয়েড নিয়ে অপারেটিং সিস্টেমের নতুন সব টিপস এবং খবরাখর।এবং ইংলিশ টিভি সিরিজ নিয়ে নিত্যনতুন সব প্রিভিউ রিভিউ.
❤ উইন্ডোজ ✔ এন্ড্রয়েড ✖ ইংলিশ টিভি সিরিজ গ্রুপের অফিসিয়াল পেইজ
https://www.facebook.com/profile.php?id=758240610878095
আজকে এপর্যন্তই।কোন কিছু না বুঝলে টিউমেন্টের মাধ্যমে জানান
অথবা সরাসরি ম্যাসেজ করুন ফেসবুকে
আমি Bootable Ishraque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Very useful tune. thanks for this 🙂