আস্লামুআলাকুম ৷ আশাকরি সবাই ভালো আছেন ৷ ইচ্ছা থাকলেও এতোদিন কোন টিউন করা হয়নি কারন দেখি কেউ কোন কিছু শেয়ার করলে যদি পান থেকে চুনটা খসে পড়ে তখনই টিউমেন্টে তাকে আজেবাজে কমেন্ট করে ৷ তাছাড়া টিউনার ও টিউন করার ইচ্ছা হারিয়ে ফেলে ৷ অনেক কথা বললাম কাজের কথায় আসা যাক ...................
আমরা অনেকেই ফেসবুকের নীল কালার দেখতে দেখতে বোরিং হয়ে গেছি, তাদের জন্যই আমার এই টিউন ৷ আজ যে সফটওয়্যার টি নিয়ে আলোচনা করব তার নাম হলো socillay - facebook them changer
এতে যেই সুবিধাগুলো পাবেন তা হলো: -
১- থিম পরিবর্তন করতে পারবেন ৷
২ - ফন্ট কালার পরিবর্তন করতে পারবেন ৷
৩ - ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন ৷
৪ - নোটিফিকেশন এলার্ট পাবেন ৷
৫ - দ্রুত লোডিং ৷
https://play.google.com/store/apps/details?id=com.bluebitapps.fbclient
http://www.4shared.com/mobile/GB9J3saGba/Socially.html
কিছু নমুনা snashot দেখে নিন
সতর্কতা:
এটি একটি থার্ড পার্টি সফটওয়্যার ৷ তাই নিজ দায়িত্বে ব্যবহার করবেন ৷
তবে আমি নিজে ব্যবহার করতেছি আমার কোন সমস্যা হয়নি
আল্লাহ হাফেজ
আমি আকরামুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার আইডির কিছু হয় নাই কারন ঐ আইডির পাসওয়ার্ড জানলেও কারো লাভ নাই।
শুধুমাত্র একটু কালারের জন্য এই কাজ করার কোন ফায়দা নাই