দেখে নিন আপনার ফেসবুক জীবন ( ভিডিও আকারে )

ফেসবুকে আপনি আছেন! তা আপনার ফেসবুক জীবন কত বছর হল? আচ্ছা, খেয়াল করেছেন আপনার ফেসবুকের জীবন দিয়ে কত গঙ্গা বয়ে গিয়েছে! সুখ, দুঃখ, রাগ, আবেগ-অনুভূতির কত ছবি আপনি আপলোড করেছেন।
আপনার আপলোড করা সেইসব ছবিতে কত কথা ধরে রাখা আছে। সেইসব ছবিগুলো আসলে আপনার আয়নার মত। ওইসব ছবিগুলো যদি একসঙ্গে আপনার চোখের সামনে পরপর চলতে থাকে, তাহলে কখন যেন কয়েকটা মুহূর্ত আপনার কতগুলো দিন, কত মাস, কতগুলো বছর এক নিমেষে চলে আসে।
ফেসবুকের নতুন টুল ঠিক সেই কাজটাই করেছে (এ লুক ব্যাক)। মাত্র ৬২ সেকেন্ডের মধ্যে আপনার প্রোফাইলে আপলোড করা সব ছবি ভিডিও আকারে দেখতে পাওয়া যাবে। যবে থেকে আপনি ফেসবুকে আছেন তখন থেকে আপনার আপলোড করা সব ছবি দেখা যাবে সেই ভিডিওতে।

আপনার ভিডিও দেখুন এই লিঙ্কে ক্লিক করে

এর পাশাপাশি আপনার সবচেয়ে বেশী `লাইক`পাওয়া ছবিকে আপনি ফের দেখে নিতে পারবেন।
আপনার ফেসবুক জীবনের এই ভিডি সবার সঙ্গে শেয়ারও করতে পারবেন। আর হ্যাঁ, দারুণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার ছবি দেখতে দেখতে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন।

আপনার এই ভিডিওটিকে নিজের মতো করে এডিট করতে পারেন। তার হেল্প পেতে ক্লিক করুন এই লিঙ্কে
ক দিন আগেই হয়ে গেল ফেসবুকের ১০ বছরের জন্মদিন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ নিজে এ টুলের কথা ঘোষণা করে বলেন, এটা একটা ছোট্ট উপহার।

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ!

ভাই এই ভিডিও ডাউনলোড করুম ক্যামনে ?

ভিডিও ডাউনলোড করব কি ভাবে android মোবাইল দিয়ে

Level 0

এটা তো ফেসবুকের ১০ বছর পূর্তি উপলক্ষে তৈরী করা ভিডিও !!
এখন নতুন করে এই জিনিষ পোষ্ট করার কি আছে ??

গত বছর ডাউনলোড করেছিলাম । এটা কি আপডেট করা হয় ?