আমরা অনেক সময়ই বিভিন্ন পেজে লাইক মারি। সেইসকল পেজের পোস্ট গুলিও আমাদের কাছে আসে সবসময়। রেগুলার পোস্ট পাইতে আমরা অনেকেয় বিভিন্ন পেজে একটিভও থাকি। কেননা কোন পেজে যদি আমরা এক্টিভলি না থাকি তো সেই পেজের পোস্ট গুলি আমরা একপর্যায়ে আর পাই না। তাছাড়া অনেক সময় আমরা বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে পছন্দ করার সুবাদেও বিভিন্ন পেজে লাইক মারি।
কিন্তু এখানে জালিয়াতি টা কোথায়? আসলে আপনি অনেক ফেক পেজ পাবেন। যেখান থেকে আপনাকে ভুল তথ্য সরবরাহ করা হবে। যেমন তামিম ইকবাল বলে সার্চ দিলে এখনও তার ভ্যারিফাইড পেজ ছাড়াও আর কিছু পেজ পাওয়া যাবে। এইতো ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটাকরে তাদের নামে পরিচালিত সকল গ্রুপ এবং পেজ বন্ধ করতে খলা নটিশ দিয়েছে। কতটুকু লাভ হবে জানি না। কিন্তু এই বিষয় গুলি অনেক সমস্যা করে। যেমন কিছুদিন আগে নায়িকা পরিমনির ১টি ফেক একাউন্ট থেকে এক ছিনেমা প্রযোজকের মৃত্যু সংবাদ আসে। জা ভুয়া।
কি করে চিনবেন ফেক পেজ?
এখন বাংলাদেশে অনেকের পেজ ভ্যারিফায় করা। সুত্রাং ভ্যারিফায় করা পেজ লাইক করুণ। আর জাদের পেজ এখনও ভ্যারিফায় করা না তাদের পেজে দেখু লেতেটেস্ট উপদেত কন পেজে আসছে এবং অবশ্যই ওই ব্যাক্তি বা প্রতিষ্ঠান এর সাথে জড়িত পোস্ট। তাছাড়া গণহারে শত-শত পেজে লাইক না মারায় ভালো। আপনার পছন্দ মতো কিছু পেজে লাইক করুণ এবং নিয়মিত পরজবেক্ষন করুণ।
কেনো এতো কথা?
আমার ব্যাক্তি গত অভিজ্ঞতা শেয়ার করি। আমি অবশ্য তখনও লেখা লেখি শুরু করিনায়। আমি ১ তা পেজে লাইক দিছিলাম, নাম টা সম্ভবত “ব্রেকিং” ওয়ার্ল্ড বা এই ধরণের কিছু। অনেক সুন্দর সুন্দর পোস্ট দিত। প্রথম আলো নয়াদিগন্ত সহ বিভিন্ন পত্রিকার নিউজ নিজের নামে পোস্ট দিত বা শেয়ার করত। হুট করে ১৫-২০ দিন কোন পোস্ট পাইনায়।
তার পরে হটাৎ আমার নিউজ ফিডে দেখি অরধ নগ্ন ১ টা মেয় এর পিক আসে। গায়ে মাখিনি। কিন্তু এই সমস্যা নিয়মিত হতে থাকলে আমি ওই লিংকে ক্লিক করি আর অবাক হয়েযায়। ইউজারনেম আগের তায় কিন্তু পেজ টা নাম পালটিয়ে করেছে বাংলার ...... মেয়! মাঝে অনেক খারাপ শব্দ তায় লিখলাম না। তারা আবার মোবাইল নাম্বার দিয়ে বলছে রাত কাটাতে চাইলে কল করুণ!
দেখুন কে কি বলবেন জানি না। কিন্তু এতো খারাপ না হলেও আমি অনেক পেজ কেয় দেখিছি অরাজনৈতিক থেকে রাতা রাতি কোন রাজনৈতিক দলের পেজে পরিবর্তন হয়ে যায়! এরকম আর অনেক ঘটনা।
এখন আমাদের এই বিষয়ে সাবধান থাকা দরকার বলে মনে করি। আমার নজরে পরেছে তাই শেয়ার করলাম। আমার বাংলা লিখার অভ্যাস নেয় এবং বানানেও দুর্বল। সে জন্য দুঃখিত।
আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রায় এমন হচ্ছে… কিন্তু এর কোন প্রতিকার হচ্ছে না। ধন্যবাদ সতর্ক করে দেওয়ার জন্য ।