আসসালামুয়ালাইকুম। আরও একবার হাজির হলাম। ছবি সহ ভোটার আইডি কার্ড তো অনেকে নিয়েছেন তাও আবার ১৮ না হলে দেবে না। ফেসবুক এর একটা আইডি কার্ড দরকার কি বলেন? অনেকে হয়ত নিয়েছেন যারা নেন নি দেরি কেন চলুন-
১। প্রথমে এ সাইট এ যান।
২। Creaete Your Facebook ID Card লোগো তে ক্লিক করুন।
৩। তারপর এই লোগো টা তে ক্লিক করুন।
৪। আপনার ফেসবুক থেকে ইনফরমেশন নীতে চাইবে ok দিন।
৫। কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার আইডি তৈরি হয়ে গেছে।
৬। তারপর মাউস এর রাইট এ ক্লিক করে save as দিয়ে সেইভ করে নিন। এমন দেখাবে
ফেসবুক এ আমি।
আমার সাইট।
আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
darun majar jinish