স্বার্থ! ব্যবসায় স্বার্থ হল মেইন জিনিস। স্বার্থ ত্যাগ করলে, ব্যবসায় মার নিশ্চিত। গ্রামীণফোনও শেষ মেশ সেই কেরামতিও দেখাল। আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কত কিনা ছলনা করতে হয়। আজকে আমরা অনেক আগেই আপনাদের কাছে ফেসবুক বন্ধের ব্রেকিং নিউজ দিয়েছি। ব্রেকিং নিউজঃ গ্রামীণফোনে ফ্রী ফেসবুক বন্ধ ঘোষণা!!! এখানে দেখতে পারেন। 🙂
এই নোটিশ ১ সপ্তাহ আগেই জানা গিয়েছিল। কিন্তু অফিশিয়াল ঘোষণা না আসায়, আমরা কোথাও ছাপাতে পারি নাই। আজকে সকালে ঘোষণা দেয় তাদের অফিশিয়াল সাইট থেকে। আমরা আগেই বুঝতে পেরেছিলাম, সারা জীবনতো আর ফেসবুক ফ্রী দেবে না... অবশ্যই ডাল মে কুছ কালা হেয়! 😛 সেই কালা ধরা পড়লো একমাস পর! সেই ১৫ সেপ্টেম্বর চালু করছিল, আজ ১৫ অক্টোবর তা বন্ধ হয়ে গেল। আসলে এই এক মাস ফ্রী দেওয়ার পিছনে ছিল তাদের মহৎ এক উদ্দেশ্য! সেই একই উদ্দেশ্য যখন বাংলালিংক ১০ দিন আগে চালু করেছিল, তখন সবাই গর্বের সাথে বলেছিল- এর চেয়ে গ্রামীণফোনের ফ্রী ফেসবুক উত্তম! তারা না কি নিঃস্বার্থ ভালবাসা প্রদান করে! 😛
যাই হোক, এখন আলোচনা করবো তাদের সেই মহৎ উদ্দেশ্য ও নিঃস্বার্থ ভালবাসার আদি-অন্ত নিয়ে। চলুন আজকের বিস্তারিত জেনে আসি। আশা করি কষ্ট লাঘব হবে। 🙁
উপরের ইয়া বড় নোটিশ হতে বুঝতেই পারছেন, তাদের আসল মতলব। আমাদের কি করা! তাদের পাঁচ কোটি গ্রাহক হইছে। তাই তাদের সুখের দিনে সাধারণ মানুষকে একটু শক দিলো আর কি! এখন আসেন, জেনে নিন কিভাবে সারাদিন ফেসবুকের মজা লুটবেন। এখানে তারা দুটা রাস্তা খোলা ছেড়ে দিয়েছে। আমরা দুটা রাস্তা বর্ণনা করলাম।
আজকে তারা ঘোষণা করছে, গ্রামীণফোনের এখন ৫ কোটি গ্রাহক। এইজন্য ১ম গ্রাহক ও ৫কোটিতম গ্রাহককে পুরস্কৃত করেছে তারা, আর বাকি জনগণদের চুপিসারে শক দিছে! 🙁
বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেট প্যাকেজ, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।
ওয়েবসাইটঃ http://www.simbonus.com
এফবি পেজঃ http://www.facebook.com/simbonus
আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb
গ্রামিনফোনের মত স্বার্থপর কোম্পানি আর একটাও নেই । আমি এটা বুঝেই গ্রামিনফোন ব্যবহার করা বন্ধ করে দিয়েছি অনেক আগেই ।