জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম!

স্বার্থ! ব্যবসায় স্বার্থ হল মেইন জিনিস। স্বার্থ ত্যাগ করলে, ব্যবসায় মার নিশ্চিত। গ্রামীণফোনও শেষ মেশ সেই কেরামতিও দেখাল। আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কত কিনা ছলনা করতে হয়। আজকে আমরা অনেক আগেই আপনাদের কাছে ফেসবুক বন্ধের ব্রেকিং নিউজ দিয়েছি। ব্রেকিং নিউজঃ গ্রামীণফোনে ফ্রী ফেসবুক বন্ধ ঘোষণা!!! এখানে দেখতে পারেন। 🙂

এই নোটিশ ১ সপ্তাহ আগেই জানা গিয়েছিল। কিন্তু অফিশিয়াল ঘোষণা না আসায়, আমরা কোথাও ছাপাতে পারি নাই। আজকে সকালে ঘোষণা দেয় তাদের অফিশিয়াল সাইট থেকে।  আমরা আগেই বুঝতে পেরেছিলাম, সারা জীবনতো আর ফেসবুক ফ্রী দেবে না... অবশ্যই ডাল মে কুছ কালা হেয়! 😛 সেই কালা ধরা পড়লো একমাস পর! সেই ১৫ সেপ্টেম্বর চালু করছিল, আজ ১৫ অক্টোবর তা বন্ধ হয়ে গেল। আসলে এই এক মাস ফ্রী দেওয়ার পিছনে ছিল তাদের মহৎ এক উদ্দেশ্য! সেই একই উদ্দেশ্য যখন বাংলালিংক ১০ দিন আগে চালু করেছিল, তখন সবাই গর্বের সাথে বলেছিল- এর চেয়ে গ্রামীণফোনের ফ্রী ফেসবুক উত্তম! তারা না কি নিঃস্বার্থ ভালবাসা প্রদান করে! 😛

যাই হোক, এখন আলোচনা করবো তাদের সেই মহৎ উদ্দেশ্য ও নিঃস্বার্থ ভালবাসার আদি-অন্ত নিয়ে। চলুন আজকের বিস্তারিত জেনে আসি। আশা করি কষ্ট লাঘব হবে। 🙁

 ফ্রী ফেসবুক পেতে বিস্তারিতঃ

উপরের ইয়া বড় নোটিশ হতে বুঝতেই পারছেন, তাদের আসল মতলব। আমাদের কি করা! তাদের পাঁচ কোটি গ্রাহক হইছে। তাই তাদের সুখের দিনে সাধারণ মানুষকে একটু শক দিলো আর কি! এখন আসেন, জেনে নিন কিভাবে সারাদিন ফেসবুকের মজা লুটবেন। এখানে তারা দুটা রাস্তা খোলা ছেড়ে দিয়েছে। আমরা দুটা রাস্তা বর্ণনা করলাম।

৯এমবি প্যাকে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক!

  • এই প্যাক কিনলে আপনি ফ্রী নন-স্টপ ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ ফ্রী ফেসবুকের সাথে ৯ এমবি ফ্রী পাবেন।
  • প্যাকেজের মেয়াদ মোট ৩ দিন।
  • যত দিন মেয়াদ থাকবে, তত দিন মাগনা ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ অ্যাক্টিভ করতে ডায়াল করুন, *500*10#
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • ১৫% ভ্যাট প্রযোজ্য! FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।

১৫ টাকার ইন্টারনেট স্ক্রাচ কার্ডে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক!

  • এই প্যাক হল, ইন্টারনেট স্ক্রাচ কার্ড ভিত্তিক, যাতে নন-স্টপ ফ্রী ফেসবুক।
  • দোকান থেকে ১৫ টাকা দিয়ে কিনে, ঘসে অ্যাক্টিভ করুন।
  • ফ্রী ফেসবুকের পাশাপাশি ১৫ এমবি ফ্রী ইন্টারনেট পাবেন।
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • এটির মেয়াদ মোটে ৩ দিন। FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।
  • যত দিন স্ক্রাচ ঘসবেন আর মেয়াদ থাকবে তত দিন ফ্রী ফেসবুক।

আমাদের নিষ্প্রয়োজন মন্তব্য!

আজকে তারা ঘোষণা করছে, গ্রামীণফোনের এখন ৫ কোটি গ্রাহক। এইজন্য ১ম গ্রাহক ও ৫কোটিতম গ্রাহককে পুরস্কৃত করেছে তারা, আর বাকি জনগণদের চুপিসারে শক দিছে! 🙁

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেট প্যাকেজ, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।

ওয়েবসাইটঃ  http://www.simbonus.com

এফবি পেজঃ http://www.facebook.com/simbonus

Level 0

আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গ্রামিনফোনের মত স্বার্থপর কোম্পানি আর একটাও নেই । আমি এটা বুঝেই গ্রামিনফোন ব্যবহার করা বন্ধ করে দিয়েছি অনেক আগেই ।

GP’r Tower gula Destroy kora hok!!

নাই মামা থেকে কান্না মামা ভালো।

৯ এমবির দাম কত

    @নজিব ভুঁইয়া: ওরা, দাম উল্লেখ করে নি, আপনি অ্যাক্টিভ করে দেখুন, কত কাটে!

Level 0

assa 3 tk diye 9mb oi package active korbo?????????

সিম বোনাস আপনারা কি কোন কম্পানির সাথে কাজ করেন ।

    @মেহেদী হাসান শুভ: আমরা কোন অপারেটর কোম্পানির সাথে কাজ করি না। ধন্যবাদ।

দুই শ্রেনীর মানুষ গ্রামীন ফোন ব্যবহার করে
১ – বলদ
২ – পাগল

সালা বাটপার কোম্পানি

Level 0

Fokinnir Baccha Raa Er Beshi R Ki Diba 😀 😀