ব্রেকিং নিউজ! গ্রামীণফোনে ফ্রী ফেসবুক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজকে ১৪ অক্টোবর ফ্রী ফেসবুক ইউস করার শেষ দিন। ১৪ অক্টোবর রাত থেকে ফ্রী ফেসবুক ফেসবুক বন্ধ করে দেওয়া হল। তারা আগে যেকোনো প্যাকে এমন কি বিনা পয়সাতে ফ্রী ফেসবুক সুবিধা দিয়েছিল। আজ থেকে টা বন্ধ। এই খবর ১ সপ্তাহ আগেই বলা হয়েছিল, কিন্তু তাদের অফিশিয়াল ঘোষণা না আশা পর্যন্ত কোন প্রেস নিউজ আমরা রিলিস দেই নি, আজকে ১৪ অক্টোবর সকালে তারা অফিশিয়ালি ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত মাসের ১৫ সেপ্টেম্বর থেকে ফ্রী ফেসবুক ব্রাউজিং সুবিধা দিয়ে আসছিল। টা ঠিক এক মাস পরে আজকে বন্ধ করে দেওয়া হল। তবে তারা আরেকটা নতুন অফার নিয়ে এসেছে, যা বাংলালিংকের অনুরুপ অফার। নতুন অফার নিয়ে পরবর্তী নিউজে আমরা আসছি আপনার কাছে।ধন্যবাদ।
বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেট প্যাকেজ, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।
ওয়েবসাইটঃ http://www.simbonus.com
এফবি পেজঃ http://www.facebook.com/simbonus
আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb
ajoto collo…