অনেক দিন পরে টিটি তে লিখতে বসলাম। তাই কি লিখব চিন্তা করা শুরু করলাম। শেয়ার করার অনেক কিছু আছে কিন্তু লেখার সময় পাচ্ছি না। যাই হোক আজকে ছোট একটা টিউন করলাম। টিউন টি হয়তো আগেও হয়েছে। সমস্যা নেই আবার দেখে নীলে।
আমাদের অনেকের ফেসবুক এ গ্রুপ নিশ্চয় আছে। এখন গ্রুপ এ একসাথে সব ফ্রেন্ড এড করার জন্য সবাই টিউন করে কিন্তু একসাথে অনেক সদস্য বাদ দেওয়ার জন্য টিউন খুব কম দেখি। আমি আজকে দেখাব কিভাবে একসাথে গ্রুপ থেকে অনেক সদস্য বাদ করে দিবেন। অনেকে হয়ত চিন্তা করা শুরু করে দিয়েছেন গ্রুপ এ সদস্য জোগাড় করতে অবস্থা শেষ আবার বুজি বাদ দিমু!!! কি বলে রে!!!!!!! । যাই হোক আপনাকে আমি সব সদস্য এখনই বাদ করে দিতে বলছি না, শুধু দেখে রাখতে বলছি যদি কখন কাজে লেগে যায় আর কি। যেমন আমার লেগেছে, আমি একটা গ্রুপ তৈরি করতে গিয়ে টাইপ ভুল করে “Tech” এর জাগায় “Tecn” দিয়ে দিছি। “h” আর “n” এই একটা শব্দ গোলমাল লাগিয়ে দিয়েছে। এখন আপনারা আমারে বেকুব ছাড়া তো আর কিছু বলবেন না। যে সে এতো দিনেও h আর n ভুল করছে ধরতে পারে নাই!!!!
রিনেম করে দিলেই তো হয়, না হয় আরেকটা গ্রুপ তৈরি করলেই তো হয়। আসল কথা হচ্ছে গ্রুপ খুলছি আর ৫০০০ সদস্য এড করে পালাইছি মাত্র ১৫ মিনিটে। এখন তো আর রিনেম করার সুযোগ নাই। আর আরেকটা তৈরি করার কথা যে বলবেন – দরুন আপনি Techtune এবং Tecntune নামে দুইটা গ্রুপ রাখলেন এখন আমি দেখে কোনটা আসল মনে করব। তাই ভুল টা ডিলিট করে দেওয়া ই উচিৎ। এখন গ্রুপ ডিলিট ও করা যাবে না কারন যতক্ষণ গ্রুপ এ ১ জন সদস্য আছে তা করা যাবে না। যাই হোক এই বুলটা সবাই করে না সুধু আমার মত যারা আছে তারাই করে আরকি।
যাই হোক যদি কারো কাজে লাগে তারা ভিডিও টি দেখে নিন। কারণ বিস্তারিত লিখার সময় আজকে নাই। আর কোড টি ডাউনলোড করে নিন।
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক ক্লিকে সব ফ্রেন্ড এড করার স্ক্রিপ্ট টা লাগবে।