“১২টা থেকে ৬টা” পর্যন্ত নয় ২৪ ঘন্টা ব্যবহার করুন ফেসবুক!!!

আমরা সকলেই জানি যে, গ্রামীনফোনের কল্যাণে আমরা রাত ১২ টা থেকে পরদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফ্রি ফেসবুক ব্যবহার করতে পারছি।

কিন্তু আপনি চাইলে “১২টা থেকে ৬টা” পর্যন্ত নয় ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন ফেসবুক সম্পূর্ণ ফ্রি।

আগেই বলে রাখছি যারা মোবাইলে ফ্রি ফেসবুক ব্যবহার করছেন পোষ্টটি তাদের জন্য না। যারা গ্রামীন ফোন মডেম দিয়ে এবং মোবাইলকে মডেম বানিয়ে পিসিতে ফ্রি ফেসবুক ব্যবহার করছেন পোষ্টটি তাদের জন্য ।

এখন কাজের কথায় আসি। প্রশ্ন হচ্ছে কি ভাবে আমরা ২৪ ঘন্টা ফেসবুক সম্পূর্ণ ফ্রি ব্যবহার করব?
উত্তর একটাই এবং পদ্ধত্তি খুব সহজ ও আনন্দদায়ক।

১২ টা থেকে পরদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত তো এমনিতেই তো ব্যবহার করতে পারবেন, ৬ টার পর ব্যবহার করতে চাইলে ৬ টার পূর্বে শুধু আপনার মডেম বা মোবাইল দিয়ে পিসিতে নেট কানেক্ট করুন, ব্যাস কাজ শেষ। আর কিছুই করতে হবে না। তবে সাবধান ভূলেও ডিসকানেক্ট করবেন না। তাহলে কিন্তু রাত ১২ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কি মজার না, হু মজার ট্রাই করে দেখেন।

টিউনটি আগে এখানে প্রকাশিত।

Level 0

আমি আবু রায়হান জিহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Make love to all. Share life, give blood.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একই জিনিস বার বার দেওয়ার মানে টা কি ?
নাকি আপনি টেকটিউনস নিয়মিত দেখেন না ?

    Level 0

    দু:খিত ভাই, আমি একেবারে নতুন। আর আগে এমন পোষ্ট হয়েছে বিষয়টি আমি সত্যিই খেয়াল করি নাই।
    তাহলে আমি এই পোষ্টটা করতাম না।
    – ধন্যবাদ।

Level 0

মোমিন ভাই আগের পোষ্টটার লিংকটা একটু দিবেন?

Level 0

পেয়েছি ভাই, আশা করি আর এমনটি হবে না।

amar Android e MB and TK kate. but taka na thakle kate na… somadhan ki ??? @xihad

    Level 0

    @রাজিব মাহমুদ: টাকা না রেখেই করতে হবে সমাধান নাই

Level 0

@ Rajib vai
Android and windows phone a data on korle background er kisu running apps er jonno tk/mb kate. tobe poriman ta khub kom. abar karo karo kate na. sai jonno apni mobile kisu mb nia rakhte paren tahole apnar tk katbe na. mb near age gp-r 30 days mead baranor je ticks ta ase seta kore niben. Ate kisuta upokar hobe.

আমাকে একটু help করুন আমি প্রোফাইল এ আমার নিজের পিকচার দিতে পারছি না।