জমা পরে থাকা অবাঞ্ছিত ফ্রেন্ড রিকুয়েস্ট ডিলিট করুন এক সাথে

কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন!!!!
অনেক সময় আমাদের ফেসবুক অনেক request জমা পরে যায় বিশেষ করে করে মেয়েদের ID গুলতে,

  • এতে করে পরিচিত কেউ অ্যাড করলে তাকে খুজে পাওয়া পাওয়া কষ্টকর,
  • আবার অনেক সময় পরিচিত কেউ অ্যাড করতে চাইলে too many friend request বলে যা বিরক্তিকর,

আর এত এত request একটা একটা করে ডিলিট করাও কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ,

তাই এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একসাথে আপনার ফেসবুক জমা পরে থাকা অবাঞ্ছিত ফ্রেন্ড রিকুয়েস্ট ডিলিট করবেন এক ক্লিকে ☺☺

১। প্রথমে আপনার ফেসবুক এক্যাউন্টে লগিন করুন।
২। এখন ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট পেজে যানঃ https://www.facebook.com/friends/requests/
৩। এখন See More এ ক্লিক করে সব ফ্রেন্ড রিকুয়েস্ট ওপেন করুন যতক্ষণ না লিস্টের শেষ পর্যন্ত যায়।

**Code** var inputs = document.getElementsByClassName('_42ft _4jy0 _4jy3 _517h'); for(var i=0; i<inputs.length;i++) { inputs[i].click(); }

৪। আপনার ব্রাউজার অনুযায়ী অনুসরণ করুনঃ-

গুগল ক্রোম ব্যবহার করলে:

৫. Press (CTRL+Shift+J)
৬. Paste the code into the box at the bottom and press Enter

ফায়ারফক্স হলে:

৫. Press (CTRL+Shift+K)
৬. Paste the code into the box at the bottom and press Enter

সাফারি হলে:

৫. Preferences থেকে - Advanced - check "Show Develop menu in menu bar" and close the preferences window.
৬. Go to Develop - Show Error Console (or Command O +ption + C)
৭. Paste the code into the box at the bottom and press enter.

Internet Explorer হলে:

৫. Press F12 on your keyboard
৬. Click the "Console" tab
৭. Paste the code into the box at the bottom and press enter.

৮. ২ মিনিট অপেক্ষা করুণ।

এটা আমার প্রথম টিউন, সকল ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে আর ভাল কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি

ফেসবুকে আমি http://www.facebook.com/rashedulbm

Level 0

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Internet explorer e ki korbo?

Internet Explorer হলে:
5. Press F12 on your keyboard
6. Click the “Console” tab
7. Paste the code into the box at the bottom and press enter.

Android hole?