আসসালামু আলাইকুম
আসা করি সবাই ভালো আছেন ও ভালো থাকবেন। আজ আমি ফেইসবুক সম্পর্কে একটি সচেতনাতা মূলক পরামর্শ দিবো। আসা করি পরামর্শটি আপনাদের কাজে লাগবে।পরামর্শ টি হলো
“কখনো ফেইসবুকের পাছওয়ার্ড রিমেম্বার দিবেন না”।
কারন
আপনি যদি আপনার ফেইসবুক এর পাছওয়ার্ড রিমেম্বার দেন তাহলে অতি সহজেই আপনার পাছওয়ার্ড জানতে পারবে যে কোন কম্পিউটার পোগ্রামার, বা কম্পিউটার সম্পর্কে মোটামটি অবগত যে কেহ।যদি সে একবার আপনার পিছি তে বসতে পারে । আপনার পাছওয়ার্ড টি জানতে বড়জোর সময় লাগবে ২০ ছেকেন্ট। তো চলুন দেখাজাক কিভাবে আপনার পাছওয়ার্ড ২০ ছেকেন্টে বেরকরা সম্ভব
১। প্রথমে ফেইসবুক এর লগিন পেইজে গিয়ে আপনার ইমেইল সিলেক্ট করলে আপনার পাছওয়ার্ড এর ঘরে বড় বড় ফোটা ফোটা আকারের কিছু লেখা দেখা যাবে ঠিক (…………) এই রকম।(যদি পাছওয়ার্ড রিমেম্বার দেওয়া থাকে)।
২। তারপর সম্পূর্ণ পাছওয়ার্ড টি সিলেক্ট করে মাউছ এর রাইট বাটন ক্লিক করলে কিছু অপশন দেখা যাবে ।
৩। ইন্সপেক্ট এলিমেন্ট নামে একটি অপশন দেখবেন। অপশন টির উপর ক্লিক করুন ।
৪। এবার কিছু এইচটিএমএল কোড আপনার মনিটরে দেখা জাবে।তারমধ্য একটি এইচটিএমএল কোড এর লাইন নিল রঙ দিয়ে সিলেক্ট করা থাকবে এবং আপনি ঐ লাইন এ এই(type=password) লেখা টি দেখতে পাবেন।
৫। এবার আপনি শুধু মাত্র পাছওয়ার্ড লেখাটি সিলেক্ট করুন এবং পাছওয়ার্ড এর জায়গায় এটি (text) লিখুন।
৬। এবার কিবোর্ড থেকে ইনটার চাপুন। তাহলেই আপনার চোখের সামনে আপনার ফেইসবুকের পাছওয়ার্ড ভেসে উঠবে। আপনার পাছওয়ার্ড দেখা হলে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে আবার “text” এর স্থানে “password” লিখে আবার কিবোর্ড থেকে ইনটার চাপুন।
এবার সব আগের মত হয়ে যাবে।
কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
অথবা
ভিডিও টিউটরিয়াল দেখুন ......
ভিডিও টি youtube এ আপলোড করা হয়েছে।
লিঙ্ক টি উপরে দেয়া আছে
আমি Md Masum Billah Rasel। Founder & CEO, Fit Bangladesh, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank’s .