ফেসবুকের পোকা [পর্ব ১৬] :: এক ক্লিকে রিমুভ করে ফেলুন আপনার ফেসবুকের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলোকে।

ফেসবুকের পোকা

মনে হচ্ছে কয়েক হাজার বছর পর টেকটিউন্সে লিখছি। সত্যিই অনেক দিন হয়ে গেলো। কেমন আছেন সবাই? ফেসবুকের পোকা আবার ফিরে আসলাম নতুন একটা জিনিষ নিয়ে।

আমার মত যারা ফেসবুকের পোকা আর যাদের ফ্রেন্ড লিস্ট বন্ধুদের ভারে পরে যাচ্ছে তাদের কাছে একটাই রাস্তা সেটা হল ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলোকে রিমুভ করে দেওয়া। কিন্তু ফ্রেন্ড বেশি হওয়ার কারনে ইনঅ্যাক্টিভ দের খুঁজে বার করা খুব কঠিন। আমি গুগল ক্রমের একটি এক্সটেনশন দেবো যেটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ করে দেওয়া আইডি গুলোকে রিমুভ করে দেবে এবং সেই ফ্রেন্ড গুলোর একটা লিস্ট আপনাকে দেবে।

গুগল ক্রম এক্সটেনশন।

১) প্রথমে উপরের লিঙ্ক থেকে গুগল ক্রমের এক্সটেনশনটি অ্যাড করুন।

২) এবার আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট টা ওপেন করুন এবং ক্রমের ডান দিকে উপরে থাকা রোবট এবং ফেসবুক আইকনে ক্লিক করুন।

৪) উপরের ছবির মত আসলে START-এ ক্লিক করে একটু সময় অপেক্ষা করুন।

৫) কমপ্লিট হলে নতুন একটা পেজ আসবে আর আনফ্রেন্ড করে দেওয়া বন্ধুদের নাম আসবে।

যদি না বুঝে থাকেন তাহলে নিচের ভিডিও টিউটোরিয়াল দেখুন।

ভিডিও টিউটোরিয়াল।

এখন আপনি ইচ্ছা করলে নাম গুলো ডাউনলোড করে রাখতে পারেন। যদি পরে আবার কোন আইডি অ্যাক্টিভ হয় তাহলে খুঁজে বের করতে পারবেন। আরেকটা কথা আবার বলছি, এখানে ইনঅ্যাক্টিভ আইডি বলতে ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া আইডি বুঝানো হয়েছে। আপনার ছবিতে লাইক দেয় না এমন কাউকে ইনঅ্যাক্টিভ বলা হয়নি।

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ক্রেডিটঃ খলিল

পোস্টটি কাজে লাগলে এখানে ক্লিক করে আমার গাওয়া নতুন গানটি শুনে আসুন আর আপনার মতামত দিন। আর যদি ভালো না লাগে তাহলে আমারে দৌড়ানি দিয়েন (পাইলে তো!! 😛 😀 😛 )

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ @ আর অনেক দিন পর আপনার টিউন পাইলাম, ভাল লাগল।

    Level 0

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ ভাই হোছাইন ভাই 🙂

সোহাগ ভাই অনেকদিন পর আপনার টিউন দেখে ভালো লাগলো। বিলিভ ইট অর নট জাস্ট আপনাকে কমেন্ট করার জন্যই লগইন করলাম 🙂 এক ক্লিকে ফ্রেন্ড রিমুভের আমার দরকার নাই তবে আপনার গানটান কিছু থাকবে এই আশায় নিচে তাকাতেই দেখলাম দিয়ে বসে আছেন 😀 দাড়ান শুনে নিই। আমার ভালো না লাগলে আপনারে দৌড়ানি মিস্‌ নাই

    Level 0

    @Rizvi Khan Raaz (RKR): হাহাহা, অনেক ধন্যবাদ ভাই, খুব খুশি হইসি। আশা করি আমাকে দৌড়ানই খেতে হবে না 😛 ধন্যবাদ আবারো 🙂

nice post . 🙂

    Level 0

    @জহিরুল ইসলাম: ধন্যবাদ 🙂

Level 0

spam post

    Level 0

    @afzal146: ভাই, আপনি ট্রাই করসেন? স্প্যাম কই পাইলেন? যে ভিডিও টা পোস্ট হয় সেটা ডিলিট করে দিলেই ত হয়। চাইলে পেজ টাও আনলাইক করে দিতে পারেন। কিন্তু আপনার কাজ ত হবে!!

খুব ভাল লাগলো । আমার সন্দেহ হচ্চে এটা যদি অ্যাক্টিভ ফ্রেন্ড গুলা রিমুভ করে?

    Level 0

    @মোঃ আলমগীর হোসেন: আনফ্রেন্ড হওয়ার পর ফ্রেন্ডদের একটা লিস্ট আসবে। আপনি সবগুলো নামে ক্লিক করে দেখবনে। সব গুলোই Page not found দেখাবে।

আপনার সব গুলো পোষ্ট লম্বা এক নিশ্বাসে পড়ে ফেললাম , বেসম্ভব ভাল লাগল ^_^

ভাইয়া আপনার পোস্টের অপেক্ষায় ছিলাম।ধ্যনবাদ

ধন্যবাদ,,কাজে দিবে

Nice post.so thanks