আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কি করবেন? যারা জানেন না শুধু মাএ তাদের জন্য।

প্রথমে আপনার কম্পিউটার এর  ওয়েব ব্রাউজার টি ওপেন করুন। এবং তাতে এই Url = http://www.facebook.com/hacked টি লিখুন .এর পর নিচের স্টেপ গুলো ফলো করুন।১.আপনার ওয়েব ব্রাউজার  Url টি লিখার পর এই রকম একটি উইন্ডো আসবে।

২.এর পর My Account Is Compromised টি তে ক্লিক করুন।নিছের মত একটি উইন্ডো আসবে। এতে আপনার সঠিক  Email or phone number or Username full Name  তিন টি থেকে যে কোন একটি দিবেন।

৩.এই খানে আমি একটি উদাহরণ দেবার জন্য একটি ইমেইল দিলাম। আপনারা আপনাদের সঠিক ইমেইল এড্রেস টি দিয়ে Search বাটন এ ক্লিক করুন।

৪. এই খানে আপনি আপনার  সঠিক আইডি টি নির্বাচন করুন।This is my Account এ ক্লিক করুন।

৫.This is my Account  এ ক্লিক  করার পর আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিন। নিচের মত উইন্ডো আসবে।

৬.Continue তে ক্লিক করুন । নিচের  মত একটি উইন্ডো আসবে এই খনে আবার  Continue তে ক্লিক করুন

৭. Continue তে ক্লিক করার পর আপনি নতুন একটি পাসওয়ার্ড দিন  এবং Continue তে ক্লিক করুন । নিচের মত

৮.এর পর আপনাকে দুই টি অপশন দিবে একটি হল আপনার বর্তমান ইমেইল এড্রেস আরেকটি হল নতুন ইমেইল  এড্রেস । আপনি চাইলে নতুন একটি ইমেইল দিয়ে আইডি টি ওপেন করতে পারেন। এইখানে  আমি আমার বর্তমান ইমেইল এড্রেস টি সিলেক্ট করেছি।

৯.এর পর নিচের মত একটি উইন্ডো আসবে Only I know the password for [email protected] এই টি তে টিক চীর্ণ দিয়ে continue তে ক্লিক করুন।নিচের মত

১০.এর পর continue তে ক্লিক করুন।আপনি চাইলে Verified Mobile Phone Number অথবা Login Approvals on রাখতে পারেন ।নিচের মত।

১১.এর পর স্কিপ এ ক্লিক করুন।নিচের মত

১২.উপরের স্টেপ গুলো ঠিক ভাবে করতে পারলে আপনি আপনার প্রিয় ফেসবুক আইডিটা ফিরে পাবেন।

একাউন্ট হ্যাক সম্বন্দে আরো জানতে পারেন ফেসবুক হেল্প সেন্টারে http://www.facebook.com/help/hacked
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে।

এই টিউন টি আগে আমার ব্লগ  প্রকাশ হয়েছে।

ফেসবুক এ আমি

Level 0

আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ ভাই ভাল লাগল আপনার টিউন।

Imran1223 আপনাকে ও ধন্যবাদ

ভাল লাগলো, অনেক হেল্পফুল একটা পোষ্ট…

মোঃ ইকবাল হাসান: আপনার ভালো লেগে জেনে আমার ও ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য।

ভাই। আমি spam message এর শিকার হইছি, মনে হয়ে আমার id হ্যাক হইছে, আমার fb chat এ private video নামে এক্তা পোস্ট আসে, ওটা ওপেন করতেই , আমার fb থেকে all friender কাছে বার বার private video নামে message jacche, আমি আপনার মেথড টা follow korchi, but account ওপেন করতেই আমার fb থেকে all friender কাছে বার বার private video নামে message যাচ্ছে , আমি এখন কি করব? please please help me..