ফেইসবুকের Primary Email Change করে তাক লাগিয়ে দেন ।

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

 

আসসালামু আলাইকুম আসা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভালো আছেন । টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এই যুগে আমরা যারা ইন্টারনেট ইউজ করি তাদের সবারেই ফেইসবুকে আইডি আছে । কথা না বাড়িয়ে কাজের কথায় আসি , আমরা ফেইসবুকে প্রাইমারি ইমেইল বা ইউজারনেম দিয়ে লগইন করি বাট কেউ হয়তো কোনো দিন ট্রাই করে দেখনি এই প্রাইমারি ইমেইল চেইঞ্জ করা যায় কিনা অথবা ট্রাই করলেও তা করতে পারিনি !  আজকে দেখাবো কিভাবে প্রাইমারি ইমেইল পরিবর্তন করা যায় ??

প্রথমে ফেইসবুকে প্রাইমারি ইমেইল বা ইউজারনেম দিয়ে লগইন করেন । তারপর সেটিংস অপশনে যান

এরপর General এ ক্লিক করলে ডানপাশে Email  দেখতে পারবেন এবং Edit এ ক্লিক করবেন ।

এরপর Add another Email এ ক্লিক করলে New Email আসবে ঐখানে আপনার New Email টাইপ করবেন

এরপর Save Changes এ ক্লিক করলে Email Conformation নামে Ok আসবে এবং Ok তে ক্লিক করবেন ।

এখন আপনি নতুন যে ইমেইল দিয়েছেন ঐ ইমেইলে সাইন-ইন করেন এবং Facebook Email Verification নামে একটি মেইল দেখতে পারবেন । ঐ মেইলে নিচের স্কিনশটের মত Click Here দেখতে পারবেন এবং ক্লিক করবেন । ব্যাস কাজ শেষ

এরপর আপনি যদি আপনার নতুন ইমেইল কে প্রাইমারি ইমেইল বানাতে চান তাহলে নিচের স্কিনশটে দেখেন ।

এরপর আপনার পুরাতন ইমেইল কে রিমুভ করে দিতে পারবেন ।

সবাই হ্যাকিং থেকে সাবধান । কেউ যদি ফেইসবুক আইডি হ্যাক করে ইমেইল চেইঞ্জ করে ফেলে তাহলে কিন্তু ঐ আইডি রিকভারি করা অনেক টাফ ।

সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার টিউনটা দেখার জন্য ।

Level 0

আমি ছোট্ট ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস