আশা করি
ভাল আছেন।
আজকে আমার টিউনের বিষয় হচ্ছে “কিভাবে ফেসবুক পেজ এর ফ্যান বাড়াবেন বা লাইক নিবেন”এখানে সবাই অভিজ্ঞ, তুবুও আমি এক বারে ধাপে ধাপে সব দেখিয়েছি।
বড় ভাইরা ক্ষমা করবেন।
চলুন শুরু করি।
প্রথমে এই লিঙ্ক এ যান। (নিচের ছবিতে লিঙ্ক)
অন্য ট্যাবে নিচের মত ওয়েব পেজটি আসবে।
“click here” এ ক্লিক করুন।
skip AD এ ক্লিক করে বাইপাস করুন।
নোট--- এইটা যত বার আসবে তত বাইপাস করবেন।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ আগে থেকে লগইন করে নিন।
নোট- সবচেয়ে বেস্ট হবে যদি আপনার একটা এক্সট্রা আইডি থাকে যেটাই আগে থেকে আপনার ফেসবুক পেজ এ অ্যাডমিন করা করা আছে।
মানে মেইন আইডি টা ব্যবহার না করাই ভাল।
কারন নিচে দেখতে পারছেন।
আপনার অ্যাকাউন্ট এর সব ইনফো গুলো নিয়ে নিচ্ছে।
“ okey দিয়ে দিন সব খানে”
এখন আপনাকে নিচের ছবির মত পেজ এ নিয়ে যাবে।
নোট- একটু খেয়াল করবেন পেজটা ১ সেকেন্ড এ লিঙ্কটা পরিবর্তন হল।
আপনি browser এর history গিয়ে বর্তমান ২ নাম্বার লিঙ্কটাতে ক্লিক করেন।
অ্যাড্রেস বার এর লিঙ্ক টি কপি করে নেন।
অথবা অন্য ট্যাব থেকে “This link” এ ক্লিক করে ঐ লিঙ্কটি পেতে পারেন।
হইত “skip AD” জামেলা পোহাতে হবে।
যাই হোক ব্রাউজার অ্যাড্রেস বার থেকে লিঙ্ক টি কপি করেন।
নিচের মত লিঙ্ক টি এখানে পেস্ট করেন। “submit” এ click করেন।
এর পর নিচের সিকুরিটি কোডটা টাইপ করে “continue” তে ক্লিক করেন।
নুতুন windwo তে আপনার সব পেজ দেখতে পাবেন।
এইখান থেকে যেটার লাইক নিতে চান।
সেটা লাইক সংখ্যা দেখে নিন।
এবং submit নামে একটা বাটন দেখতে পাবেন।
ঐখানে ক্লিক করেন।
নোট- আমার পেজটির লাইক সংখ্যা এখন ২৪২ টি।
এইভাবে “submit” এ ক্লিক করলে পেজটি লোডিং হবে নিজে নিজে।
আপনি ব্রাউজার ক্লোজ বা নিজে রিলোড করবেন না।
একটু পর লোডিং উইন্ডো হতে অন্য পেজ চলে যাবে( সম্ভবত ওদের বিজ্ঞাপনের skip AD পেজে)
আপনার কাজ শেষ, এইবার আপনার পেজে গিয়ে দেখুন লাইক কত বাড়ল।
আমার পেজে ছিল ২৪২ লাইক, এখন কত হইছে দেখুন। - এখানে
আজ এই পর্যন্ত
টিউন ভাল লাগলে কৃতজ্ঞতা স্বরূপ আমার পেজে একটি লাইক দিতে পারেন
ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন………………
ধন্যবাদ
আমি আইনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাল লাগে প্রযুক্তির সাথে থাকতে,নুতন কিছু জানতে এবং জানাতে। http://www.aimzworld007.Tk
vhai shot way nai?