দূর থেকে বন্ধ হবে আপনার ফেসবুক আইডি

নিজের কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়া সাইবার ক্যাফে, বারোয়ারি কম্পিউটার বা অন্য কোথাও ফেসবুকে ঢোকার (লগ-ইন) পর বেরিয়ে (লগ-আউট) না গেলে যে কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। ফলে নিজের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থাকে। আবার এ অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউ আপনার বন্ধুদের এমন বার্তা পাঠাতে পারে যা আপনাকে বিব্রত বা আপনার ক্ষতি করতে পারে। ঠিক এই পরিস্থিতি বিবেচনা করে গুগল, ফেসবুক, টুইটারের মতো সাইটগুলো ব্যবহারকারীদের নিরাপদ রাখতে কিছু ব্যবস্থা নিয়ে রেখেছে। এমন ব্যবস্থাও আছে, আপনি চাইলে দূর থেকেই লগ-আউট করা যাবে।

নিজের কম্পিউটার থেকে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন। তারপর ওপরে ডান পাশে গিয়ে নিচের দিকে তির চিহ্নিত আইকনে ক্লিক করে মেনু থেকে সেটিংস অপশনটি নির্বাচন করুন। এখন বাঁদিকের সাইডবার থেকে সিকিউরিটি নির্বাচন করে ডানের Where You’re Logged in অপশনে ক্লিক করলে ফেসবুকের বর্তমান এবং অন্য সেশনগুলো দেখা যাবে। একই সঙ্গে ব্যবহারকারীর ফেসবুক প্রবেশের মাধ্যম এবং অবস্থান জানা যাবে। এবার End All Activity-এ ক্লিক করলে অন্য যেকোনো অবস্থানে লগ-ইন থাকা ফেসবুক অ্যাকাউন্ট লগ-আউট হয়ে যাবে। মোবাইল অ্যাপ সেটিংস: অ্যান্ড্রয়েড মোবাইলের ফেসবুক অ্যাপটি চালু করুন। তিনটি আনুভূমিক ছোট রেখা দিয়ে চিহ্নিত করা সেটিংস আইকনটি চাপুন। সেখান থেকে অ্যাকাউন্ট সেটিংস চেপে পরের পেজে সিকিউরিটি বাছাই করুন। নিজের যেসব ফেসবুক সেশন সক্রিয় আছে, এখানে তার অপশন পাওয়া যাবে। ডান পাশে থাকা ক্রস চিহ্নিত আইকন চেপে বাদবাকি সেশনগুলো বাতিল করে দিতে হবে।

পূর্বে প্রকাশিত হয়েছে এখানে

Level 0

আমি druntopothik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস