এক্সপার্ট ফেসবুকাররা ১০০ গজ দুরে থাকুন
যারা ফেসবুকে নতুন বা পেজ খুলতে পারেন না তাদের জ্যই এই টিউনটিঃ
- যারা এক্সপার্ট তাদের দুরে থাকতে বলাটা ঠিক হয়নি (আমি ক্ষমা চেয়ে নিচ্ছি)
- আমি ইন্টারনেট এ কিছুই পারি না কিন্তু এখন ফেসবুকে পাক্কা
- আমি ৪ বছর ধরেফেসবুকে এ, প্রথম প্রথম আমি বুঝতামই না পেজ কি তারপর বুঝলাম পেজ কি তখন ভাবা শুরু করলাম পেজ বিশাল কিছু এইটা চালাতে ফেসবুকে টাকা দেওয়া লাগে আবর লাইক বেশি পেলে টাকা পাওয়া যায়।
- এই সবই ছিল ভূল ধারণা কিন্তু এটাশুধু আমার না অনেকেরই প্রথম দিকের ভূল ধারনা
তাহলে শিখে নেই কিভাবে ভাল ফেসবুক পেজ তৈরিঃ
- আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে
- তারপর কম্পিউটারে নাকি মোবাইল থেকে পেজ খুলবেন আপনার ব্যাপার
- ২টি নিয়ম নিচে পৃথক ভাবে দিয়ে দিলাম
কম্পিউটারঃ
- তারপর চিহ্নিত স্থানে ক্লিক করন
- তারপর Create Page এ ক্লিক করুন
- তারপর আপনাকে অপশন দেওয়া হবে
- Local Business or Place
- Company, Organization or Institution
- Brand or Product
- Artist, Band or Public Figure
- Entertainment
Cause or Community
- অাপনি কোন ধরনের পেজ খুলেবেন সেই অনুযায়ী একটি সিলেক্ট করুন
- একটি ভাল নাম দিন
- তারপর Get Start এ ক্লিক করুন
- কাজ শেষ এখন অনেক তথ্য চাবে কিছু দিবেন না
- Tab টি বন্ধ করে আবার ফেসবুকে ঢুকুন
- এখানে ক্লিক করুন দেখুন আপনার পেজের নাম লেখা আছে ওখানে ক্লিক করুন
- আপনার পেজে চলে যাবেন ওখানে আপনার প্রফাইলের মতই ভাল দেখে একটা প্রফাইল পিকচার দিন ও একটি কভার পিকচার দিন
- আপনার সব বন্ধুকে Invite করুন
- তারপর About এ গিয়ে edit দেন যা যা তথ্য চাই সব দিন
- ব্যাস কাজ শেষ নিয়মিত পোস্ট দিন
মোবাইলঃ
- লগ ইন করুন m.Facebook.com থেকে
- সবার নিচে দেখুন Pages লেখা ওখানে ক্লিক করুন
- তারপর Create Page এ ক্লিক করুন
- তারপর আপনাকে অপশন দেওয়া হবে
- Local Business or Place
- Company, Organization or Institution
- Brand or Product
- Artist, Band or Public Figure
- Entertainment
- Cause or Community
- অাপনি কোন ধরনের পেজ খুলেবেন সেই অনুযায়ী একটি সিলেক্ট করুন
- একটি ভাল নাম দিন
- তারপর Get Start এ ক্লিক করুন
- কাজ শেষ এখন অনেক তথ্য চাবে কিছু দিবেন না
- Tab টি বন্ধ করে আবার ফেসবুকে ঢুকুন
- তরপর আবর m.facebook.com এ যান নিচ থেকে Page এ ক্লিক করুন
- আপনার পেজের নামে ক্লিক করুন
- আপনার পেজে চলে যাবেন ওখানে আপনার প্রফাইলের মতই ভাল দেখে একটা প্রফাইল পিকচার দিন
- আপনার সব বন্ধুকে Invite করুন
- তারপর About এ গিয়ে edit দেন যা যা তথ্য চাই সব দিন
- ব্যাস কাজ শেষ নিয়মিত পোস্ট দিন
সাহায্য লাগলেঃ
টিউমেন্ট করুন
ফেসবুকে আমি
কিন্তু , ইনকাম টা হবে কিভাবে ?