আপনার ফেসবুক আইডির সিকিউরিটি কতটুকু নিরাপদ এবং শক্তিশালী? জেনে নিন একটি ছোট অনলাইন টুলসের মাধ্যমে এখনই…

আমাদের ফেসবুক আইডির সিকিউরিটি কতটুকু শক্তিশালী? মনে কখনও কি প্রশ্ন জাগে না? অনেকেরই জাগে। ফেসবুক আইডিকে হ্যাকিং এর কবল থেকে বাঁচাতে সকল প্রকার ফেসবুক সিকিউরিটি যথেষ্ট শক্তিশালী করতে হয়। একটি দুর্বল সিকিউরিটির ফেসবুক আইডি যত না সহজে হ্যাকিং হতে পারে একটি শক্তিশালী সিকিউরিটিধারী আইডি সহজে হ্যাকিং হতে পারেনা।

নতুন অনেকেই হয়ত বলবেন এতো সিকিউরিটি সিকিউরিটি করছি আমি। কিন্তু ফেসবুক সিকিউরিটি আসলে কি? তাদের জ্ঞাতার্থে কিছু তথ্য জানিয়ে রাখি। ফেসবুক তাঁর ব্যবহারকারীদের আইডির নিরাপত্তা অর্থাৎ সহজে যাতে হ্যাকিং এর শিকার না হয় এজন্য বেশ কিছু সেটিংস রেখেছে। সেগুলোর যথার্থ প্রয়োগ করে আপনার আইডি সিকিউরড অর্থাৎ নিরাপদ করতে পারেন। কারো ফেসবুক আইডিতে মোবাইলের মাধ্যমে লগিন এপ্রুভাল, ইমেইল ভেরিফিকেশন, সিকিউরিটি কোয়েশ্চেন, ট্রাস্টেড কন্টাক্ট ইত্যাদি দ্বারা একাউন্ট নানাভাবে সিকিউরড। কিন্তু আপনার আইডি? আপনি হয়ত এরকম সিকিউরিটি সেটিংসই করেন নি। কিংবা কয়েকটি করেছেন। আর এটাই হল আপনার ফেসবুক আইডি আর সেই শক্তিশালি সিকিউরিড আইডির পার্থক্য। আজ যেহেতু ফেসবুক আইডির সিকিউরিটি সেটিংস নিয়ে টিউন লিখছি না। সেহেতু এব্যাপারে আলোচনা দীর্ঘ করব না। শুধু আইডির নিরাপত্তামূলক কিছু ধারণা দিলাম।
 
কিন্তু আজকের বিষয় সামান্য অন্য। আপনারা যারা এই মাত্র ফেসবুক আইডির নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করলেন তাদেরকে প্রথমেই জানতে হবে আপনার আইডি কতটুকু শক্তিশালী। অর্থাৎ রোগের ঔষধ বা চিকিৎসা করানোর আগে যেমন সেই রোগের ধরন বা গতি প্রকৃতি ইত্যাদি সম্পর্কে জানা উচিৎ ঠিক তেমনই আপনার আইডির নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের পূর্বে জানতে হবে আপনার আইডি এই মুহূর্তে কতটুকু শক্তিশালি রয়েছে এবং কি অবস্থানে রয়েছে।
আর এজন্যই আজ শেয়ার করছি একটি অনলাইন টুলস। এর মাধ্যমে এখনই আপনি জেনে নিতে পারবেন আপনার ফেসবুক আইডির নিরাপত্তার স্কোর কত? এই টুলসে আপনি আপনার ফেসবুক আইডির লিংক বা এড্রেস বা ইউজারনেম দিয়ে সাবমিট করলেই আপনি জানতে পারবেন সব মিলিয়ে আপনার ফেসবুক আইডির Security Score। এই টুলস মূলত স্কোর প্রদান করে আপনার ফেসবুক আইডিতে সিকিউরিটি সেটিংস এর যথাযথ ব্যবহার কতটা করা হয়েছে তাঁর উপর। আর সে স্কোর জানার পরই আপনি সহজেই বুঝতে পারবেন আপনার আইডির নিরাপত্তা বিধানে আর কতটুকু কাজ করতে হবে।

কিভাবে জানবেন আপনার ফেসবুক আইডির Security Score?

  • প্রথমে এই লিংক এ ক্লিক করুন। একটু নিচের দিকে একটি ফাঁকা বক্স পাবেন। ফাঁকা বক্সে আপনার ফেসবুক আইডি লিংক বা এড্রেস বা ইউজারনেম লিখুন। যেমনঃ আমার ফেসবুক আইডির ইউজারনেম হল maruf.rangpur
  • এবার Check My Score বাটন ক্লিক করলেই নতুন একটি ট্যাবে চলে আসবে আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার এবং প্রাথমিক তথ্যসহ সিকিউরিটি স্কোর।
  • লজ্ঝ্য করুনঃ আপনি চাইলে একাধিক আইডি এক সাথে সিকিউরিটি স্কোর জেনে নিতে পারবেন। এজন্য একটি ইউজারনেম লিখে এন্টার দিয়ে আরেকটি ইউজারনেম লিখুন। এভাবে যতগুলো ইচ্ছে ইউজারনেম লিখে Check My Score বাটন ক্লিক করুন।
  • এছাড়াও এখানে ফেসবুক আইডির নিরাপত্তায় নানা প্রয়োজনীয় টিপস লিংকও থাকবে।

আপনাদের মতামত পেলে পরবর্তীতে ফেসবুক সিকিউরিটি টিপস বিষয়ক টিউন করব ইনশাল্লাহ। আর মনে রাখবেন, শক্তিশালী একটি ফেসবুক আইডি হ্যাক হলেও তা সহজেই ফিরিয়ে আনা সম্ভব হয়। আর নিরাপত্তাবিহীন ফেসবুক আইডির হ্যাক হওয়ার সম্ভাবনা সবসমই বেশি এবং তা ফিরিয়ে পাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যায়। ঘুরে আসবেন আমার ব্লগ থেকে। ধন্যবাদ।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

ফাইন

ধন্যবাদ ৷