**শুরুতেই বলে রাখি আমার মত যারা ব্যাপারটি সম্পর্কে জানতেন না, শুধু তাদের জন্য এই টিউনটি। কোন অতীব অভিজ্ঞ ব্যাক্তির খপ্পরে টিউনটি পড়লে অনুগ্রহ করে ব্রাউজারের এই বাটন চাপ দিন। **
ফেবু ছাড়া মোটামুটি এখন ১ দিন, কারো বা ০.৫ দিনও চলে না। তো সেই ফেবু যদি ইংরেজি না হয়ে আমাদের প্রাণ প্রিয় বাংলা ভাষায় হয় তাহলে কেমন হবে?
অবশ্যই ভাল হবে। তাই তো? বাংলা ভাষা, বাংলাই, এর সাথে তুলনা চলেনা। আপনি যতই ইংরেজিতে বুলি ঝাড়ুন, আপনাকে চিমটি কাটলে কিন্তু ঐ গোল মুখটা থেকে এই 'বাংলা' 'ও মা গো' শব্দটাই বের হবে।
তো স্বাভাবিক ভাবে আমি আজ ফেবু তে বসি। ভুল করে মাউসের কার্সর টা English (US) লেখাটার অপর পড়ল, তারপরই ডিস্কাভার করে ফেললাম ট্রিক্টা। আর কি করুম, বাঙালি তো, বাংলা দেইখাই শেয়ার করবার মন চাইল। তাই ১ লাফে ট্যাব ক্লোজ করে একটা কার্সরকে সাথি করে ঢুকে পড়লাম টিটি তে টিউন করতে।
যাই হোক অনেক বক বক হল। এবার কাজের কথায় আসি, ফেবু কে বাংলা বানাতে প্রথমে হোম পেজে যানঃ https://www.facebook.com/ . তার পর নিচের স্ক্রিন শট এর মত ডান কোনা থেকে"Settings" এ ক্লিক করুন।
নিচের মত পেজ আসলে Language এর "Edit" এ ক্লিক করুন।
এবার নিচের মত মেনু ওপেন হবেঃ এবার নিচের লাল দাগ দেয়া চিহ্নে চাপুন।
এবার একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে। 'বাংলা' খুঁজে বের করুন।
জানি, বাংলা বাদে সব প্রায় ল্যাঙ্গুয়াজ ই আপনার সামনে হাজির হবে। দরকারের সময় দরকারি জিনিস পাওয়া যাবে না, এইটাই জগতের নিয়ম । স্ক্রল ডাউন করে সবার নিচে আসুন দেখুন , ৭ নাম্বার ল্যাঙ্গুয়াজ টাই কিন্তু আমাদের 'বাংলা' । অর্থাৎ হিন্দির নিচে।
এবার "Save Changes" এ ক্লিক করুন।
কি হল? ও!,না আপনি ভুল দেখেন নি, আসলেই ফেসবুক এর সব লেখা বাংলা হয়ে গেল!
সবশেষে, একটা কথা বলে রাখি, টিউনটি করলাম আপনাদের জন্য। একটা টিউমেন্ট আমাকে ১০ টা টিউন করতে অনুপ্রাণিত করবে। তো টিউনটি পড়ে একটা টিউমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
আমি অনেক আগে থেকে বাংলা ব্যবহার করি @ ধন্যবাদ