বিশ্বের সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়া ফেসবুকের জনপ্রিয় পেজগুলো সম্পর্কে কি আপনি জানেন? বর্তমানে ফেসবুক জগতে বড় বড় প্রতিষ্ঠান কিংবা তারকাদের ফেসবুক পেজ এর লাইক কিংবা জনপ্রিয়তা নিয়ে আলোচনাও এখন তুঙ্গে। অনলাইনে বিভিন্ন সূত্র এবং এই টিউন লেখার সময় পর্যন্ত বিশ্বের সেরা ১০টি ফেসবুক পেজে সম্পর্কে সংখিপ্ত আলোচনা তুলে ধরলাম।
ফেসবুকের মোবাইল অ্যাপের অফিশিয়াল পেজ Facebook for Every Phone হল ফেসবুক পেজের লাইকের দিক থেকে সবার উপরে। ফেসবুকের মোবাইল অ্যাপের অফিশিয়াল এই পেজের লাইক 480,256,523+ এর বেশি। প্রতি সপ্তাহে পেজটির লাইক সংখ্যা বৃদ্ধি হয় প্রায় 3,832,024+ এবং দিনে প্রায় 539,003+ এর বেশি। Facebook for Every Phone
ফেসবুকের অফিশিয়াল পেজটি জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই পেজের লাইক সংখ্যা 161,911,507+ । প্রতি সপ্তাহে পেজটির লাইক সংখ্যা বৃদ্ধি হয় প্রায় 445,543+ এবং দিনে প্রায় 68,665+ এর বেশি। Facebook
ফেসবুকে তারকাদের জনপ্রিয়তার দিক থেকে সাকিরা রয়েছে প্রথমে কিন্তু পেজের লাইকের দিক থেকে তৃতীয় অবস্থানে। তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লাইক সংখ্যা প্রায় 101,880,456+ । প্রতি সপ্তাহে সাকিরার পেজটির লাইক সংখ্যা বৃদ্ধি হয় প্রায় 993,727+ এবং দিনে প্রায় 134,672+ এর বেশি। Shakira
তারকাদের মধ্যে সাকিরার পরেই অবস্থান রিহান্না। তিনি ফেসবুক পেজের লাইক সংখ্যায় চার তম অবস্থানে। পেজটির এখন পর্যন্ত মোট লাইক সংখ্যা 89,384,338+ টির বেশি। প্রতি সপ্তাহে পেজটির লাইক সংখ্যা বৃদ্ধি হয় প্রায় 134,589+ এবং দিনে প্রায় 18,811+ এর বেশি। Rihanna
এরপরে পঞ্চম অবস্থানে রয়েছে এমিনেম। এদের ফেসবুক পেজের লাইক 92,720,125+ এর বেশি। প্রতি সপ্তাহে এমিনেম পেজটির লাইক সংখ্যা বৃদ্ধি হয় প্রায় 494,914+ এবং দিনে প্রায় 66,106+ এর বেশি। Eminem
জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড কোকাকোলার ফেসবুক পেজের লাইকের দিক থেকে র্যাংকিং ষষ্ঠ। এই ব্র্যান্ডের ফেসবুক লাইক সংখ্যা 87,124,509+ । আর পেজটির লাইক সংখ্যা বৃদ্ধি হয় সপ্তাহে প্রায় 311,955+ এবং দিনে প্রায় 32,848+ এর বেশি। Coca-Cola
আপনার আমার সবার প্রিয় ইউটিউব এর ফেসবুক অফিশিয়াল পেজের র্যাংক সপ্তম। ইউটিউবের পেজে লাইক সংখ্যা 82,702,019+ টির বেশি। এছাড়া সপ্তাহে গড়ে এই পেজটির লাইক বৃদ্ধি পায় প্রায় 103,068+ আর দিনে প্রায় 13,527+ । YouTube
ফুটবলার ক্রিস্টিয়ান রোনালদো এর ফেসবুক পেজ আট তম। উনার ফেসবুক পেজে লাইক সংখ্যা 93,882,992+ এর বেশি। সপ্তাহে এই ফ্যান পেজের লাইক সংখ্যা বৃদ্ধি প্রায় 448,098+ এবং দিনে প্রায় 52,956+ । Cristiano Ronaldo
মাইকেল জ্যাকসন আমাদের মাঝে না থাকলেও তাঁর ফেসবুক পেজ অনেক জনপ্রিয়। তিনি রয়েছেন নয় তম র্যাংকিং এ। তাঁর ফেসবুক ফ্যান সংখ্যা 77,789,03+ জনের বেশি। আর সপ্তাহে এই সংখ্যা বৃদ্ধি পায় প্রায় 362,872+ এবং দৈনিক 41,962+ । Michael Jackson
দি সিম্পসন এর ফেসবুক পেজ র্যাংকিং এ দশম। মোট লাইক সংখ্যা প্রায় 74,309,373+ । তাছাড়া সাপ্তাহিক লাইক বৃদ্ধি 155,666+ এবং দিনে বৃদ্ধি পায় 22,210+ । The Simpsons
টিউনটি প্রথম আমার ব্লগ -এ প্রকাশিত। এছাড়া বাংলাদেশে যেসব তারকাদের ভেরিফাইড ফেসবুক পেজ আছে তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে টিউন শেষ করছি। আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ ...
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
থ্যাংকস