ফেসবুক মামায় আর কত প্যারা দিবে !!! এইটা কি শুনলাম !

একেবারেই বোরিং টাইম পার করতেছিলাম, ভাবলাম একটু খবরাখবর দেখি।দেশের কি হাল তার ও একটু খোজ খবর রাখা দরকার।  ঢুকলাম প্রথম আলোর সাইটে।

প্রথমে বিনোদন সেকশন এ ঢুকলাম, দেখি নতুন কোন এ্যালবাম আসে কিনা, কিসের কি, আজকের খবর পাওয়া গেলো ৫ টা। এর মধ্যকার ৫ টাই বলিউডের। ৩ টা সালমান খান আর শাহরুখ রে নিয়া, একটা শাহরুখ আর আমির খানের বউ রে নিয়া, আরেক টা কি ইয়াদ নাই সঠিক। যাক একটা খবর পাওয়া গেলো প্রযুক্তি পাতায়।

সামনে ফেসবুক নতুন নিয়ম চালু করতেছে। ফেসবুক ব্যাবহার করতে তাদের এ্যাপলিকেশন লাগবে। নরমাল ব্রাউজার দিয়ে আর ফেসবুক ব্যাবহার করা যাবে না। অলরেডী ইউরোপের কই কই নাকি এই সিস্টেম চালু হয়ে গেছে, পুরো পৃথিবীতেও চালু হতে যাচ্ছে এটা।

ফেসবুক মেসেঞ্জার বাধ্যতামূলক হচ্ছে

খবর অনুযায়ী " শিগগিরই ব্যবহারকারীদের ওপর আরও একটি বিষয় জোর করে চাপিয়ে দিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা ও তা ব্যবহার করতে বাধ্য করবে ফেসবুক। যতক্ষণ ফেসবুকে সক্রিয় থাকবেন ততক্ষণ মেসেঞ্জারেও সক্রিয় থাকতে হবে ব্যবহারকারীকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ইউরোপ অঞ্চলে ইতিমধ্যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি বাধ্যতামূলক করেছে ফেসবুক। এবার সারা বিশ্বে এই সার্ভিসটি চালু করবে তারা।"""""

ফেসবুকের মাধ্যমেই পেমেন্ট বা অনলাইনে কেনা কাটার সুযোগের কথাও নাকি ভাবতেছে তারা। ( নেই ঠ্যালা, এইবার পেমেন্ট সার্ভিস গুলার ব্যাবসাও মারবে )

কদিন আগে মোবাইল দিয়ে ঢুকেছিলাম কবার ফেসবুকে। লাইক বা টিউমেন্ট করতে গেলে প্রায় ই ওদের এ্যাপ ডাউনলোড পেইজে চলে যাচ্ছিলো। আরেক টা ব্যাপার কেউ খেয়াল করেছেন কিনা জানি না, মোবাইল ব্রাউজার যেমন অপেরা দিয়া কোন টিউমেন্ট বা লাইক করে ব্যাক পেইজে এসে অন্য কোথায় ক্লিক করলে হুট করেই অন্য পেইজে চলে যাচ্ছে, আমার ধারনা এটা একটা ফেসবুক এ্যাড। সো ব্যাড মামা, সো ব্যাড। বিশ্বের নাম্বার এক হয়েও এমন বাটপারী তো আমরা আশা করি না।

খবরের প্রথম আলো সুত্র এখানে।

এখন একটা ধারনার কথা বলি। বাংলাদেশে অনেক মেধাবী ডেভেলপার আছেন, একা একা খুব বড় কিছু করা সম্ভব না। আর যে সে উদ্যগ নিলে হবেও না। বেশতো ডট কম দেখছি, ভালো, বেশ ভালো একটা কাজ। এরকম অনেকেই আছেন, আমার দৌড় অবশ্য বেশীদুর না। জেকাউ,ডলফিন বা ফক্স দিয়ে একটা ফেসবুক টাইপ কিছু দাড় করিয়ে ফেলতে পারবো এক রাতেই। সবাই মিলে যদি একসাথে কাজ করে একটা সাইট করা যেত আমাদের জন্য, মন্দ হতো না। একা পারবেন না কেউ কারন যতই করেন, ইউজার আনতে অনেকের একসাথে কাজ করার কোন প্রতিদন্দী নাই এ লাইনে।

লাগবে কয়েক টা মাথা, শুরুতে খুব বেশী না, সবাই যদি নিজের ভেবে কাজ করেন কিছু টাকা যা স্পন্সর দেয়ার মত অনেকেই এগিয়ে আসবেন অনেক মেধাবী কে একসাথে দেখলে। আর লাগবে কজন মার্কেটিং এক্সপার্ট।

সো ডেভেলপার, এস ই ও এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট, চরম গ্রাফিক্স ডিজাইনার, আর যারা এগুলোর গুরু বাংলাদেশে সবাই টেকটিউন্সেই আছেন। টেকটিউন্স কতৃপক্ষ একটা উদ্যগ নিলেই সম্ভব। সবার মতামত আশা করতেছি এ ব্যাপারে।

 

ফুটারঃ উপরের অংশ টা আমার ফাজলামী ডট কম এ প্রকাশিত। আমার টেকটিউন্স গুলোর আপডেট পাবেন আমার ফেসবুক আইডিতে।ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হায় আল্লাহ তাইলে ত বাংলাদেশের অনেক পুলাপাইন আসে জারা এখন সেই আদিকালের ফোনে দিয়ে অপেরা মিনি দিয়া ফেচবুক চালায় তাইলে ওগো কি হইব 😀

    @IHK শাওন: অনেক বললে ভুল করবেন, বেশীর ভাগ এখনো মোবাইল ব্রাউজার নিয়ে নেট ইউজার। এর বেশির ভাগ আবার জিরো ব্যাবহার কারী।

@শাহরিয়ার শিমুল: হুম তা তো অবশ্যই তো আপনাদের মতো বড় ভাইগুলা একটু উদ্দেগ নেন না কিছু করার

কি আর করবে যাদের পিসি আছে তারা চালাবে।

১মত “টেকটিউন্স কতৃপক্ষ একটা উদ্যগ নিলেই সম্ভব।”

আপনি কি সিউর যে ফেসবুকের মাধ্যমেই পেমেন্ট বা অনলাইনে কেনা কাটার সুযোগের কথাও নাকি ভাবতেছে তারা ??
আর এরকম হলে কবে নাগাদ হতে পারে বল আপনার ধারনা । জানালে উপকৃত হব । অগ্রিম ধন্যবাদ

    @মুন্না: আমি তো আজ ই খবর দেখলাম ভাই। আমি ফেসবুক হেল্প সেন্টারে একটু দেখে জানাবো, কেমন ?

Ami toiri korte chai, host r domain kenai ache, kintu valo script pacchina

    @SAHEB BISWAS: vai php dolphin er full version script ase amar kase!!

Level 0

টেকটিউন্স কতৃপক্ষ একটা উদ্যগ নিলেই সম্ভব

কেউ যদি উদ্দুগ নেন তাহলে জানায়েন। আমি আছি SEO,WEBDEVELOPER হিসেবে কাজ করতে পারব ।

কেউ যদি উদ্দুগ নেন তাহলে জানায়েন আমাকে। আমি আছি এসিও, ওয়েব-ডেভলপার হিসেবে কাজ করতে পারব ।

আরে স্ক্রিপ্টের পিছনে লাগছেন কেন, নিজেদের আমাদের এতটুকু স্কিল নাই নাকি যে মানুষের স্ক্রিপ্ট দিয়ে কাজ করতে হবে। ধেত ভাই

Level 2

valo hoyese facebook kortipokher ei sindhanto ke sadhubad janai.At least rickshawala user thak be na.

হ্যা কথা সত্য খুব দ্রুত এই সিস্টেম চালু করবে ফেসবুক।

আমরা পারি এবং আমরা যথেষ্ট আগ্রহী…………

tale bolum akhon ki korbo

Level 2

এটি ফেসবুকের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এত কষ্ট করে ব্যবহার করার দরকার নাই।

আমার কাছে মনে হয় একমাত্র টেকটিউন্স কতৃপক্ষ এটা করতে পারবেন।

আর বাল লাগেনা আমি ওয়েবে আছি