একেবারেই বোরিং টাইম পার করতেছিলাম, ভাবলাম একটু খবরাখবর দেখি।দেশের কি হাল তার ও একটু খোজ খবর রাখা দরকার। ঢুকলাম প্রথম আলোর সাইটে।
প্রথমে বিনোদন সেকশন এ ঢুকলাম, দেখি নতুন কোন এ্যালবাম আসে কিনা, কিসের কি, আজকের খবর পাওয়া গেলো ৫ টা। এর মধ্যকার ৫ টাই বলিউডের। ৩ টা সালমান খান আর শাহরুখ রে নিয়া, একটা শাহরুখ আর আমির খানের বউ রে নিয়া, আরেক টা কি ইয়াদ নাই সঠিক। যাক একটা খবর পাওয়া গেলো প্রযুক্তি পাতায়।
সামনে ফেসবুক নতুন নিয়ম চালু করতেছে। ফেসবুক ব্যাবহার করতে তাদের এ্যাপলিকেশন লাগবে। নরমাল ব্রাউজার দিয়ে আর ফেসবুক ব্যাবহার করা যাবে না। অলরেডী ইউরোপের কই কই নাকি এই সিস্টেম চালু হয়ে গেছে, পুরো পৃথিবীতেও চালু হতে যাচ্ছে এটা।
খবর অনুযায়ী " শিগগিরই ব্যবহারকারীদের ওপর আরও একটি বিষয় জোর করে চাপিয়ে দিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা ও তা ব্যবহার করতে বাধ্য করবে ফেসবুক। যতক্ষণ ফেসবুকে সক্রিয় থাকবেন ততক্ষণ মেসেঞ্জারেও সক্রিয় থাকতে হবে ব্যবহারকারীকে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ইউরোপ অঞ্চলে ইতিমধ্যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি বাধ্যতামূলক করেছে ফেসবুক। এবার সারা বিশ্বে এই সার্ভিসটি চালু করবে তারা।"""""
ফেসবুকের মাধ্যমেই পেমেন্ট বা অনলাইনে কেনা কাটার সুযোগের কথাও নাকি ভাবতেছে তারা। ( নেই ঠ্যালা, এইবার পেমেন্ট সার্ভিস গুলার ব্যাবসাও মারবে )
কদিন আগে মোবাইল দিয়ে ঢুকেছিলাম কবার ফেসবুকে। লাইক বা টিউমেন্ট করতে গেলে প্রায় ই ওদের এ্যাপ ডাউনলোড পেইজে চলে যাচ্ছিলো। আরেক টা ব্যাপার কেউ খেয়াল করেছেন কিনা জানি না, মোবাইল ব্রাউজার যেমন অপেরা দিয়া কোন টিউমেন্ট বা লাইক করে ব্যাক পেইজে এসে অন্য কোথায় ক্লিক করলে হুট করেই অন্য পেইজে চলে যাচ্ছে, আমার ধারনা এটা একটা ফেসবুক এ্যাড। সো ব্যাড মামা, সো ব্যাড। বিশ্বের নাম্বার এক হয়েও এমন বাটপারী তো আমরা আশা করি না।
খবরের প্রথম আলো সুত্র এখানে।
এখন একটা ধারনার কথা বলি। বাংলাদেশে অনেক মেধাবী ডেভেলপার আছেন, একা একা খুব বড় কিছু করা সম্ভব না। আর যে সে উদ্যগ নিলে হবেও না। বেশতো ডট কম দেখছি, ভালো, বেশ ভালো একটা কাজ। এরকম অনেকেই আছেন, আমার দৌড় অবশ্য বেশীদুর না। জেকাউ,ডলফিন বা ফক্স দিয়ে একটা ফেসবুক টাইপ কিছু দাড় করিয়ে ফেলতে পারবো এক রাতেই। সবাই মিলে যদি একসাথে কাজ করে একটা সাইট করা যেত আমাদের জন্য, মন্দ হতো না। একা পারবেন না কেউ কারন যতই করেন, ইউজার আনতে অনেকের একসাথে কাজ করার কোন প্রতিদন্দী নাই এ লাইনে।
লাগবে কয়েক টা মাথা, শুরুতে খুব বেশী না, সবাই যদি নিজের ভেবে কাজ করেন কিছু টাকা যা স্পন্সর দেয়ার মত অনেকেই এগিয়ে আসবেন অনেক মেধাবী কে একসাথে দেখলে। আর লাগবে কজন মার্কেটিং এক্সপার্ট।
সো ডেভেলপার, এস ই ও এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট, চরম গ্রাফিক্স ডিজাইনার, আর যারা এগুলোর গুরু বাংলাদেশে সবাই টেকটিউন্সেই আছেন। টেকটিউন্স কতৃপক্ষ একটা উদ্যগ নিলেই সম্ভব। সবার মতামত আশা করতেছি এ ব্যাপারে।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
হায় আল্লাহ তাইলে ত বাংলাদেশের অনেক পুলাপাইন আসে জারা এখন সেই আদিকালের ফোনে দিয়ে অপেরা মিনি দিয়া ফেচবুক চালায় তাইলে ওগো কি হইব 😀