আমাদের প্রায়ই ফেসবুক ইউজার আইডি কোড এর জানার প্রয়োজন হয় বিভিন্ন কাজে। আপনারা ফেসবুক ইউজার আইডি কোড সম্পর্কে নিশ্চয়ই জানেন? তবুঅ ছোট করে এ সম্পর্কে একটু বলে রাখি। ফেসবুকের সবারই একটি ইউজার নেম আছে। যেমন আমার ইউজারনেম হল marufrangpur। তেমন আপনারও একটি এমন ফেসবুক ইউজার নেম আছে। যারা এখনও তাদের ইউজার নেম জানেন না তাঁরা ফেসবুক সেটিংস অপশন থেকে নিয়ে নিতে পারবেন। আবার এই ইউজারনেমের কয়েক সংখ্যা নিয়ে একটি আইডি কোড আছে। যেমন আমার আইডি কোড হল । এই ফেসবুক আইডি কোড খোঁজার অনেক পদ্ধতি আছে। আমি আজ ছোট একটি টুলস শেয়ার করছি। যেখানে আপনি আপনার ফেসবুক লিংক দিয়ে সাবমিট করলেই মুহূর্তেই পেয়ে যাবেন আপনার ফেসবুক আইডির সেই কোডটি।
ভালো লাগলে জানাবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল ব্লগার মারুফ ডট কম এর পক্ষ থেকে। 😆 😛 😀
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
এ তো দেখি আমার আইডি এর সব খবর জানে।
এ আবার কি আপ্পস কোড বসাইলা।
মাঝে মধ্যে লাগে। লাগলে অবশয়ই কাজে লাগাবো।
ধন্যবাদ শেয়ার করার জন্য।