ফ্রীতে নিজের ফেসবুক ছবিতে লাইক নিন অথবা অন্যের ছবিতে লাইক দিয়ে কিছু আয় করুন। (পুরো টিউন না পড়ে কমেন্ট করবেন না প্লিজ)

আপনি কি আপনার নিজের বা অন্যের ফেসবুক ছবিতে ফ্রী লাইক পেতে চান?
তাহলে এই টিউনটি আপনার জন্য।

Facebook Auto Like -এই অ্যাপসটির মাধ্যমে আপনি যা করতে পারবেন -

  • আপনার নিজের ছবিতে লাইক নিতে পারবেন।
  • অন্য যেকোনো ফেসবুক ইউজার এর ছবিতে লাইক নিতে পারবেন।
  • যেকোনো ফেসবুক পেইজের ছবিতে লাইক নিতে পারবেন।

তাহলে কি বুঝলেন? 🙄 আপনি ফ্রীতে নিজের ফেসবুক ছবিতে লাইক নিতে পারবেন অথবা অন্যের ছবিতে লাইক দিয়ে মানে লাইক বিক্রি করে এর মাধ্যমে আয়-ও করতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক

অ্যাপসটি যেভাবে ব্যাবহার করবেন -
অ্যাপসটি চালু করার পর ফেসবুক ইন্টারফেস দেখতে পাবেন।

নরমালি আপনি যেভাবে ফেসবুকে ফটো দেখেন সেভাবেই যে ছবিতে লাইক চান সেই ছবিটি ভিউ করুন।
দেখবেন অ্যাপসের নিচের দিকের নটিফিকেসন বাটনটি সবুজ হয়ে গেছে।

বাটনটিতে ক্লিক করুন। সাকসেসফুল মেসেজ পাবেন।
ব্যাস! আপনার কাজ শেষ।

এই অ্যাপস ব্যাবহার করা কি নিরাপদ?
এই অ্যাপস ব্যাবহার করা নিরাপদ কি না সেই তর্কে না গিয়ে আপনি কিভাবে নিরাপদে এই অ্যাপস ব্যাবহার করবেন সেটা বলছি...
নতুন ১টা ফেসবুক অ্যাকাউন্ট খুলুন। নতুন অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপসে লগিন করুন। এখন আপনি আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টের যে ছবিতে লাইক চান সেই ছবিটি ভিউ করুন। দেখবেন অ্যাপসের নিচের দিকের নটিফিকেসন বাটনটি সবুজ হয়ে গেছে। বাটনটিতে ক্লিক করুন। সাকসেসফুল মেসেজ পাবেন। ব্যাস! আপনার কাজ শেষ।
মানে যেটা দাঁড়ালো, আপনি যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যাবহার করে যেকোনো ফেসবুক অ্যাকাউন্টে্র ছবিতে লাইক নিতে পারবেন। তাই আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে আপনাকে কোন টেনশন করতে হবে না।

এই অ্যাপস কিভাবে কাজ করে?
এই অ্যাপসটির মেইন নীতি হল লাইক শেয়ারিং - আপনি যেমন এই অ্যাপসের মাধ্যমে লাইক পাবেন, তেমনি আপনি যে ফেসবুক আইডি দিয়ে এই অ্যাপসে লগিন করবেন সেই আইডি, এই অ্যাপসের মাধ্যমে যারা লাইক নিতে চাচ্ছে তাদের ছবিতে অটোমেটিক লাইক দিয়ে দিবে। এজন্যই উপরের লেখাটুকু পড়ুন - কিভাবে নতুন (টেম্পোরারি) ফেসবুক অ্যাকাউন্ট এই অ্যাপসে ব্যাবহার করে আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টে লাইক নিবেন। এর ফলে লাইক দেয়ার কাজটি করবে আপনার এই নতুন (টেম্পোরারি) ফেসবুক অ্যাকাউন্ট, আর লাইক পাবে আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্ট।

ডাউনলোড লিঙ্ক

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

লেখাটি এখানে প্রথম প্রকাশিত
ফেসবুকে  আমি
টেকি ব্লগ

পার্সোনাল ব্লগ
টিউন ভাল লাগলে  কৃতজ্ঞতা   স্বরূপ   আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন  
Be right backভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেনThumbs upThumbs upThumbs up………………
ধন্যবাদCat face

Level 0

আমি আইনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভাল লাগে প্রযুক্তির সাথে থাকতে,নুতন কিছু জানতে এবং জানাতে। http://www.aimzworld007.Tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মনে হচ্ছে এইটা ভালো ট্রাই করে দেখবো ।
আর আপনি এতে নিজে কতো লাইক পেয়েছেন ?

page a like baranor kono process ache?

হুম ট্রাই করে দেখলাম কাজ হয়না । আপনি মেবি নিজে ট্রাই করে দেখেন নাই

    Level 0

    @রাকিব হাসান: যে ছবিতে লাইক নিতে চাচ্ছেন সেই ছবির প্রাইভেসি পাবলিক করা আছে তো? আর দেখে নিন সেই ছবিতে সবাই লাইক দিতে পারবে তো? আপনার ফ্রেন্ড না এমন ১টা আইডি দিয়ে চেক করে দেখুন প্লিজ যে সেই ছবিতে লাইক দেয়া যাচ্ছে কিনা।

      @Ai.munna:
      হুম পাবলিক করা।
      want like on this এই রকম কনো লেখায় আসতেছেনা 🙁

        হুম এইবার আচ্ছে ! দেখা যাক লাইক পাইকিনা !!!
        ভাই একটা কথা এতে একটা iD দিয়ে কতোটা ফটোতে লাইক পাউয়া যাবে ? জানাবেন plz

          Level 0

          @রাকিব হাসান: ১টা আইডি দিয়ে আনলিমিটেড ফটোতে লাইক পাওয়া যাবে।

ধন্যবাদ ভাই। কাজ হয়….

Level 0

vai link to kaj korena…….plz link ta update korben?