ফেসবুকে দ্বন্দ্ব লাগার অন্যতম একটি ফিচার হল Seen অপশন। ধরুন বন্ধুকে মেসেজ দিয়েছেন অথচ সে শুধু মেসেজটি দেখে উত্তর না দিয়ে রেখে দিয়েছে। আর তা আপনি ফেসবুকের Seen অপশন এর মাধ্যমে জেনে গেলেন। আর ব্যাস, লেগে গেল ঝগড়া, হয়ে গেল মন মালিন্য। এরকম উদাহরণ হাতে গোনা নয়, এগুলো ঘটছে প্রায় প্রতি মুহূর্তেই। আমি নিজেও এরকম পরিস্থিতে পড়েছি। জানি আপনিও কোন না কোন সময় এরকম ঝামেলায় পড়েছেন। তাই আপনি চাইলে ফেসবুকে বিরক্তিকর এই Seen অপশন বন্ধ করে দিতে পারেন। আমি নিজেও আজ থেকে ফেসবুকে এই বিরক্তিকর Seen অপশন বন্ধ করে দিলাম সাথে শেয়ার করছি এই ছোট টিউটোরিয়ালটি আপনাদের সাথেও। আপনিও চাইলে খুব সহজেই আপনার ফেসবুকে Seen অপশন বন্ধ করে দিতে পারেন। আমি যে টিউটোরিয়ালটি শেয়ার করছি তা শুধুমাত্র মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারের জন্য উপযোগী।
আজ এখানেই শেষ করছি। আশা করছি, এই ছোট ট্রিকস আপনার ভালো লাগবে। মজার মজার কিছু প্রয়োজনীয় টিপস ট্রিকস পেতে ভিজিট করুন "ব্লগার মারুফ ডট কম" । আপনার ভালো লাগা মন্দ লাগা জানাবেন। ধন্যবাদ ।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
bhi add one ta koy thaka nibo bujlam na olz reply?