ফেসবুকে সহজেই বন্ধ করে দিন Seen অপশনটি। আর বাঁচুন অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝি থেকে !!!

ফেসবুকে দ্বন্দ্ব লাগার অন্যতম একটি ফিচার হল Seen অপশন। ধরুন বন্ধুকে মেসেজ দিয়েছেন অথচ সে শুধু মেসেজটি দেখে উত্তর না দিয়ে রেখে দিয়েছে। আর তা আপনি ফেসবুকের Seen অপশন এর মাধ্যমে জেনে গেলেন। আর ব্যাস, লেগে গেল ঝগড়া, হয়ে গেল মন মালিন্য। এরকম উদাহরণ হাতে গোনা নয়, এগুলো ঘটছে প্রায় প্রতি মুহূর্তেই। আমি নিজেও এরকম পরিস্থিতে পড়েছি। জানি আপনিও কোন না কোন সময় এরকম ঝামেলায় পড়েছেন। তাই আপনি চাইলে ফেসবুকে বিরক্তিকর এই Seen অপশন বন্ধ করে দিতে পারেন। আমি নিজেও আজ থেকে ফেসবুকে এই বিরক্তিকর Seen অপশন বন্ধ করে দিলাম সাথে শেয়ার করছি এই ছোট টিউটোরিয়ালটি আপনাদের সাথেও। আপনিও চাইলে খুব সহজেই আপনার ফেসবুকে Seen অপশন বন্ধ করে দিতে পারেন। আমি যে টিউটোরিয়ালটি শেয়ার করছি তা শুধুমাত্র মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারের জন্য উপযোগী।

ফায়ারফক্সে Seen বন্ধ করার পদ্ধতিঃ

  • প্রথমে এখানে ক্লিক করে Unseen নামের অ্যাডঅনটি আপনার ফায়ারফক্স ব্রাউজারে যথা নিয়মে ইন্সটল করুন।

  • ব্যাস এখন থেকে আপনি কারো ফেসবুক মেসেজ দেখে থাকলে সে কখনই জানতে পারবেনা যে আপনি তাঁর মেসেজ ইতিমধ্যে দেখে ফেলেছেন।
  • আর আপনি যদি এই Seen অপশনটি আবার চালু করতে চান তাহলে মজিলা ফায়ারসক্সের  Tools > Add-ons > Extentions মেন্যু থেকে Unseen নামের অ্যাডঅনটি Disable করে দিন।

গুগল ক্রোম ব্রাউজারে Seen বন্ধ করার পদ্ধতিঃ

  • আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে এখানে ক্লিক করুন এবং FB unseen নামের অ্যাড অন ইন্সটল দিন

  • এবারেও আপনার কাজ শেষ। আপনার ফেসবুক মেসেজ আর কেউ Seen অপশন দেখতে পারবেনা।
  • আর এই অপশন আবার চালু করার জন্য ব্রাউজারে নতুন একটি আইকন দেখতে পারবেন সেটার মাধ্যমে করতে পারবেন।
আজ এখানেই শেষ করছি। আশা করছি, এই ছোট ট্রিকস আপনার ভালো লাগবে। মজার মজার কিছু প্রয়োজনীয় টিপস ট্রিকস পেতে ভিজিট করুন "ব্লগার মারুফ ডট কম" । আপনার ভালো লাগা মন্দ লাগা জানাবেন। ধন্যবাদ ।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhi add one ta koy thaka nibo bujlam na olz reply?

    @iwtbah007: ভাই, সরি ভুলে লিঙ্কটা দিতে ভুলে গেছিলাম। এখন আপডেট করে দিয়েছি। এখন অ্যাডঅনসটি ইনস্টল করে নিন।

Level New

mobile theke chat korle jeno na bojhte pare je msg dekha hoyese erokom kono system nai? thanks.

    @sohel_199885: খুজে দেখব মোবাইল ট্রিকস। আপাতত আমার জানা নেই ভাই। আমি অবশ্যই খুঁজে দেখব মোবাইল থেকে Seen অপশন বন্ধ করে দেওয়ার ট্রিকস।ধন্যবাদ

Level 0

thnx a loooot…. i badly need this…

হুম্মম মারুফ, সুন্দর টিউন। লিঙ্ক গুলো মনে হয় মিসিং গেছে।
তোমার সাইট টা লোড হতে খুব সময় নিচ্ছে ব্রাদার।পেইজ স্পিডের দিকে নজর দাও

    @শাহরিয়ার শিমুল: সরি ভাই লিঙ্ক গুলা চেক করতে ভুলে গেছিলাম। আপডেট করে দিছি। আর ভাই আরো কয়েকজন আমার ব্লগের স্পিডের ব্যাপারে বলেছে। কিন্তু আমি ১২৮ কেবি স্পিডেও অন্যান্য পিসি থেকে ব্লগ চেক করে দেখেছি মোটামুটি ভালো স্পিড। আবার Google Insights দিয়ে চেক করে দেখেছি স্পিড 86% দেখাচ্ছে। আর ৩জিতে তো কয়েক সেকেন্ডেই হয়ে যায়। প্লিজ এখন বলেন এখন আমি কি করব। আমি বুঝতে পারছিনা

add-on টা আসলেই জোস !

    @Mallik Galib Shahriar: লিঙ্কই দিতে ভুলে গেছিলাম। দেখলা ক্যামনে? 😀

Level 0

জোস । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 2

Thanks Maruf

Tnx bro