পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। এই টিউনটি যাদের নিজ পেজে বা টিউনে লাইক কম কিন্তু খুব ইচ্ছা বাড়ানোর শুধুমাত্র তাদেরই জন্য। এই বিষয়ে টিউন আগে হয়ে থাকলে আমি দু:খিত। তবে এটুকু সিউর কেউ আগে কেউ করে থাকলে তার টিউনটি কপি পেস্ট করিনি।
প্রতিনিয়ত দেখছি অনেকে নিজ টিউনে বা ফটোতে অথবা ফ্যান পেজে লাইক বাড়ানোর জন্য অটোলাইকস নামক বিভিন্ন প্রতারণামূলক সাইটে গিয়ে স্প্যামিং এর স্বীকার হচ্ছেন। তবে আজ টেকটিউনসে ঢুকে ব্লগার মারুফ ভাই এর টিউনটি দেখে খুব ভাল লাগল। তিনি অটোলাইকস কি কত প্রকার ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছেন। তার পোস্টের লিংকটি আমি দিচ্ছি
সুতরাং অটো লাইক এর ধান্দা বাদ দিন। অটোলাইক বলে কোন কিছুই নাই। ফেসবুকে একমাত্র তিনটি উপায়ে লাইক বাড়ানো ছাড়া আর কোন উপায় আমার জানা নাই। ১মটি হচ্ছে আপনার টিউন বা ছবি যদি মানুষের ভাল লাগে মানে আপনার ফ্রেন্ডসদের যদি ভাল লাগে তাহলে তারাই লাইক করবে। তেমনি আপনার ফ্যান পেজ টি যদি মানুষ মনে করে প্রয়োজনীয় তাহলে তারা নিজে থেকেই লাইক করবে। কোন পয়সা খরচ করতে হবে না। কিন্তু বর্তমানে র্যাঙ্কিং নামে খুবই বিরক্তিকর একটি জিনিস অনেক মেধাবী লোকের অনেক সুন্দর সুন্দর ফ্যান পেজ মানুষের দৃষ্টিগোচরে আসছে না। ফলে কোন লাইকও বৃদ্ধি পাচ্ছে না। একটি ফেসবুক পেইজে যত লাইক থাকে তত এর ভিজিবিলিটি থাকে। মানে এর র্যাঙ্কিং ভাল থাকে। পাবলিকও কেমন জানি স্বভাবের হয়ে গেছে। যে পেজে দেখে হাজার হাজার লাইক আছে সেখানেই লাইক করে। আর যেটা দেখে নতুন বা লাইক কম সেটাতে করতে চায় না। কারন সে মনে করে লাইক যেটাতে বেশী সেটা অবশ্যই ভাল পেজ, এইজন্যই মানুষ লাইক করেছে, তাহলে আমিও করি। তো যাগ্গে অনেক বাজে কথা বলে ফেল্লুম, এখন কাজের কথায় আসি।
ফেসবুক ফ্যান পেজে লাইক বাড়াতে বা টিউন বুস্ট করতে ফেসবুক পেইড এডভার্ট সিস্টেম টাই বেস্ট। যাদের টাকা আছে, যারা তাদের ব্যবসায়িক পেজটিতে কোয়ালিটি ভিসিটর চান কোন আউ ফাউ লাইক চান না তাদের জন্যই ফেসবুক পেইড এডভার্ট। এই সিস্টেমে ১/২ হাজার লাইক থাকলেই যথেষ্ট। হাজার হাজার লাইকের কোন দরকার হয় না। তবে বাংলাদেশে আমরা যারা থাকি তাদের তো আর সবার পেপাল নাই বা টাকা ইনভেস্টের সামর্থ নাই। শখ করে পেজ বানাই আমরা, ব্যাবসায়িক উদ্দেশ্যে খুব কমই বানাই। তারা মূলত চায় ফ্রিতে কিভাবে লাইক পাওয়া যায়। আজ আমি ২টি ফ্রি সিস্টেমের কথা বলব যেগুলোর মাধ্যমে আপনি যথেষ্ট লাইক আনতে পারবেন আপনার ফেসবুক ফ্যান পেজে।
১ম পদ্ধতি হচ্ছে ফেসবুক ইনভাইটেশন। আপনার একটি ফেসবুক পেজ আছে। সেখানে দেখবেন একটি অপশন আছে ইনভাইট নামে। সি অল ফ্রেন্ডস এ ক্লিক করে সবাইকে ইনভাইট করুন। ফ্রেন্ডসরা যদি মনে করে আপনার পেজটি ভাল তাহলে গ্রহন করবে আপনার দাওয়াত। তো আপনার ২০০ ফ্রেন্ড থাকলে ১৫/২০ লাইক করবেই। আপনার আরও ৮/১০ ক্লোস ফ্রেন্ডদের বলেন আপনার পেজে গিয়ে তার ফ্রেন্ডসদের ইনভাইট করতে। দেখবেন কাঙ্খিত লাইক পাবেন। এই পদ্ধতিতে আপনি খুব বেশি লাইক পাবেননা, তবে কোয়ালিটি লাইকস পাবেন।
২য় পদ্ধতিটা আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে সোস্যাল মিডিয়া এক্সচেঞ্জার সাইটস। যারা জানেননা তাদের জন্য বলছি, সোস্যাল মিডিয়া এক্সচেঞ্জার সাইটস গুলো হচ্ছে এইসব সাইটে গিয়ে সাইন আপ বা জয়েন করে মানুষের পেজ লাইক করবেন বিনিময়ে পয়েন্টস পাবেন। সেই পয়েন্টস ব্যবহার করে আপনার টিউনে/ফটোতে/পেজে লাইক নিতে পারবেন। সহজ কথা, আপনি যত মানুষের টিউন/পেজ লাইক করবেন বিনিময়ে ততগুলো লাইক আপনিও পাবেন। লাইক করতে খুব বেশি সময় লাগে না। ১ ঘন্টায় ২০০+ লাইক পাওয়া যায়। ফলে আপনিও দিনে ২০০/৩০০ লাইক পাবেন। খুব সুন্দর সিস্টেম না? হ্যা মূলত সবাই এই সিস্টেমে লাইকস বা ট্রাফিক বাড়াচ্ছে। সোস্যাল মিডিয়া এক্সচেঞ্জার সাইটস গুলোর মাধ্যমে লাইক পেলে রিয়েল লাইকস পাওয়া যায় । কোন বট বা ফেক লাইক আসে না। যে কোন দেশের লাইকও পাওয়া যায়।
ইন্টারনেট জুড়ে অসংখ্য সোস্যাল মিডিয়া এক্সচেঞ্জার সাইটস আছে। তবে তার মধ্যে আমি শুধু তিনটি সাইট ইউজ করে সবচেয়ে মজা পেয়েছি। সেগুলো হচ্ছে
এসব সাইটে জয়েন করা খুব সহজ। তাই আমি দেখানোর প্রয়োজন মনে করলাম না। শুধু সাইটে গিয়ে ফেসবুক ইউজার আইডির সাথে কানেক্ট করে ধুমসে লাইক দেওয়া শুরু করুন। পরে যে পয়েন্ট থাকবে সেটি দিয়ে নিজের পেজে পা টিউনে লাইক নিন। কিভাবে পেজ অ্যাড করবেন আমি সেটা দেখাচ্ছি।
অ্যাড মি ফাস্ট ওয়েব সাইটে গেলেই দেখতে পাবেন add site/page নামে একটি অপশন আছে। ঐখানে ক্লিক করলে উপরের ন্যায় একটি বক্স পাবেন। সেখানে আপনার পেজ/ফটো/টিউনের লিংক এবং একটি নেম ও সিপিসি মানে পার লাইকে কত পয়েন্ট দিবেন সেটা সেট করে সেভ করলেই ওকে। মূলত এই পদ্ধতি অবলম্বন করেই মানুষ লাইকের ব্যবসা করছে। কেউবা ৫০০ লাইক সেল করছে ৫ ডলারে ফাইভার.কমে। ফ্রিতে লাইক পাওয়ার এই দুটি পদ্ধতিই আমি জানি। তাছাড়া আমার আর সৎ কোন পদ্ধতি আমার জানা নাই।
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সোসাল এক্সচেঞ্জার লাইকে কি করতে হবে। যারা একেবারেই নতুন এবং জানেন না শুরু থেকে কি করতে হবে তারা আমার ব্লগে গিয়ে দেখতে পারেন।
পরবর্তী টিউনে একদম ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাব কিভাবে একটি অটোবট সফ্টওয়ার আপনার জন্য সোসাল মিডিয়া এক্সচেঞ্জার সাইট যেমন লাইকস প্লানেট বা অ্যাডমি ফাস্ট এ গিয়ে সারা দিন রাত আপনার জন্য পয়েন্ট যোগার করতে থাকবে। আপনার কোন ক্লিক করা বা কোন কষ্টই করতে হবেনা। টিউনটির অপেক্ষা করতে থাকেন। শিয়্রই দিয়ে দিব।
আমি Farhad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I want to be self employed.
অনেক সুন্দর টিউন!! বেশ কাজের….. আশা করি ধারাবাহিক ভাবে টিউন্স গুলো পাব