অবিশ্বাস্য না? এখন আপনার ফেসুবক টাইমলাইন, নিউজ ফিডের কালার-স্টাইল চেঞ্জ করুন আপনি নিজেই

সবসময় কি একভাবে ফেসবুক ব্যবহার করতে ভাল লাগে।

এজন্য একটু চেঞ্জ নিয়ে আসুন আপনার ফেসবুক টাইমলাইনে।

(গুগল ক্রম ইউজারদের জন্য প্রযোজ্য)
কীভাবে করবেন

  • প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।
  • তারপর নিচের লিঙ্ক অথবা ক্রম এক্সটেনশনে সার্চ করে Facebook Themes (Facebook Style Gallery) App টি আপনার গুগল ক্রম ব্রাউজারে ইন্সটল করে নিন।

অথবা এখান থেকে

  • তারপর ব্রাউজার রিস্টার্ট দিয়ে পুনরায় ফেসবুকে লগইন করে এই লিঙ্কে প্রবেশ করুন।
  • সেখান থেকে নিচের ছবির মতো Explore অপশনে যান।

  • তারপর আপনার পছন্দের টাইমলাইন ভিউ চুজ করুন।
  • ফেসুবুকের চেহারা চেঞ্জ।
  • অবিশ্বাস্য না?
  • প্রতিনিয়ত এখান থেকে আপনি আপনার ফেসবুকের নতুন স্বাদ নিতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

সমস্যা হলে আমাকে জানাবেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফেবুকের বর্তমান view টা খারাপ না…।

চমৎকার।।।।

Level 0

vai ager theme e jaor jonne ki korte hobe?????????????????????????

    @robi24: Theme টা ডিলিট করলেই আগের থিমে চলে যাবেন।

UC ব্রাউজারে হবে?