ফেসবুকে আমরা অনেক সময় নষ্ট করি। কখনো কাজে কখনো অকাজে। সাধারণত অকাজেই ফেসবুকে বেশি সময় নষ্ট হয়। অথচ একটু সচেতন হলেই আর সময়টা অকাজে ব্যয় হয় না ফেসবুকে। আমার জানার পরিধি না জেনেই আমি বলছি: আপনি যদি জিরো যোগ্যতাসম্পন্ন ব্যক্তিও হয়ে থাকেন তবু আপনি পারবেন ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে।
কীভাবে???
খুব সহজে। এ কথাই আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবো এখানে। জাস্ট দুটো মিনিট সময় ব্যয় করে পড়ে নিন। আমি নিশ্চিত টিউনটি পড়ার পর আপনার মনেও এই আত্মবিশ্বাস জন্মাবে যে, আপনিও পারবেন; আপনি চাইলেই পারবেন।
তো চলুন জেনে নিই ফেসবুকের অযথা সময়টা কীভাবে কাজে লাগানো যেতে পারে?
ফেসবুক প্রোফাইল, গ্রুপ, ফ্যানপেজ এই সবগুলোতেই এখন কভার ফটো ব্যবহার করা হচ্ছে দেদারছে। আপনি টুকটাক গ্রাফিকসের কাজ করে এই কভার ফটো ডিজাইনের কাজ করতে পারেন। এজন্য আপনাকে খুব বড় মানের গ্রাফিক ডিজাইনার হওয়ার প্রয়োজন নেই। ইউটিউবে ফটোশপের বেসিক টিউটোরিয়ালগুলো দেখলেই পারবেন এই সামান্য কাজগুলো।
ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ফ্যানপেজের মাধ্যমে বৃহৎ কমিউনিটি গড়ে তুলুন। তারপর এই কমিউনিটিটাকে অনেক কাজে ব্যবহার করতে পারবেন। যেমন? যেমন ধরুন: বিজ্ঞাপনের ক্ষে্ত্র হিসেবে। কিংবা আপনি যদি ইকমার্স জাতীয় বিজনেস প্রমোট করতে চান তাহলে এই কমিউনিটিটা বিরাট ভূমিকা পালন করতে পারে।
অনলাইনে অনেক সাইট রয়েছে যেগুলো সোশ্যাল শেয়ার সাইট হিসেবে কাজ করে। চাইলে আপনিও সেখানে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। কীভাবে? এজন্য আপনি ফলো করতে পারেন এই পোস্টটি: “শুধুমাত্র ক্লিক করেই ফেসবুক-ট্যুইটারসহ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক থেকে ইনকাম করুন সবচেয়ে সহজ পদ্ধতিতে”।
এরকম একটি সাইটের নাম: সোশ্যালট্রিক্স.কম। আপনি চাইলে এখানেও কাজ করতে পারেন। আমি সরাসরি এই সাইটের সাথে জড়িত। পেমেন্ট বা অন্য যেকোনো বিষয়ে প্রবলেম হলে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
কভার ফটো কাজের জন্য আপনাকে খুঁজতে হবে উন্নত দেশের বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ফ্যানপেজে। কভার ফটো ডিজাইন কাজটি করার আগে নিজেই একটি গ্রুপ বা ফ্যানপেজ বানান “কভার ফটো ডিজাইন সার্ভিস” বা “ক্রিয়েটিভ ফেসবুক কভার ফটো” অথবা এই টাইপের কোনো নাম দিয়ে। তারপর ওখানে আপনার নিজের তৈরি কিছু কভার ফটো আপলোড করুন পোর্টফোলিও হিসেবে।
আপনার কাজ কমপ্লিট। এখন এই পোর্টফোলিও লিংকটাই বিভিন্ন পেজে, গ্রুপে প্রমোট করুন। দেখবেন ধীরে ধীরে কাজ পেতে শুরু করেছেন। শুরুতে হয়তো কাজ পেতে কষ্ট হবে। কিন্তু একসময় দেখবেন কাজের চাপে নাভিশ্বাস হবে, ইনশাল্লাহ।
সাধারণত একটি ফেসবুক কভার ফটো + প্রোফাইল পিকচার ডিজাইনের চার্জ ২০ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে। কাজের কোয়ালিটি, ক্লায়েন্টের এভিলিটি, চাহিদা ইত্যাদির উপর নির্ভর করে বাজেট কম বেশি হয়।
পেমেন্ট পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে পেপাল। বিদেশে থাকা বড়-ভাই-বোন-বন্ধু-বান্ধবদের কোনো পেপাল থাকলে সেটা ইউজ করুন। অথবা মাস্টারকার্ড যেমন পেওনিয়ার মাস্টারকার্ড, স্ক্রিল ইত্যাদির মাধ্যমে পেমেন্ট নিতে পারেন।
ধৈর্য ধরে যদি লেগে থাকতে পারেন তাহলে প্রতি মাসে ১০০টি কভার ফটো ডিজাইনের কাজ পাওয়া কোনো ব্যাপারই না। আপনি যদি প্রতিটি ১৫ ডলার করেও নেন তাও আপনার মাস শেষে ১৫০০ ডলার ইনকাম হওয়ার দরজা খুলে যায়! এটা বাস্তব। এটা সম্ভব। আর বাস্তব অভিজ্ঞতা থেকেই এই লেখার অবতারণা। শুধু মার্কেটপ্লেস ওডেস্ক/ইল্যান্সের উপর নির্ভর করে না থাকে এভাবেও ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন।
বুঝতে কোনো সমস্যা হলে জানাবেন। সবার কাছ থেকে উৎসাহ পেলে ফেসবুক কাজে লাগিয়ে আরও সহজভাবে টাকা ইনকাম করার বিভিন্ন ওয়ে নিয়ে ভবিষ্যতে লেখার ইচ্ছে আছে। এছাড়াও অনলাইন আর্নিং-এর উপর নিজের কিছু অভিজ্ঞতার কথাও ধারাবাহিক লিখবো ইনশাল্লাহ।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। ধন্যবাদ।
আমি ideabaj.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি। প্রযুক্তির সাথে চলতে ভালো লাগে। মূলত একজন ওয়েব প্রোগ্রামার। কিন্তু এফিলিয়েট মার্কেটিং-এ কাজ করতে ভালো লাগে বলে এদিকেই বিচরণ আপাতত।
tnx for info…