সকল বন্ধুদের শুভেচ্ছা। সবার জন্য শুভকামনা রইলো আমার। আজকে ফেসবুক নিয়ে একটু আলোচনা করবো। কারন ফেসবুক আজকাল আমাদের জিবনের একটা অংশ হয়ে গেছে। অনেকের তো ফেসবুক ছাড়া পেটের ভাত হজম হয় না। কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট যদি নিরাপত্তার জন্য হ্যাক হয়ে যায় তাহলে তো বাপারতা অনেকে খারাপ হয়ে যায়। আজকে ফেসবুক অ্যাকাউন্ট এর একটা নিরাপত্তা ফিচার নিয়ে আলোচনা করবো। আজকের বিষয় কি করে Login Notifications অন করাতে হয়। এই ফিচার টি অন করলে কেউ যদি আপনার অজান্তে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর জেনে অন্য কোন ডিভাইস থেকে লগিন করার চেষ্টা করে তাহলে আপনার মোবাইল এ বা ইমেইল এ মেসেজ চলে আসবে।
কাজের কথায় আসি। কি করে login Notifications অন করতে হয়। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করে মেনু থেকে সেটিং এ ক্লিক করুন নিছের ছবিতে দেখানো পথে।
এখন নিছের ছবির মতো Security মেনুতে ক্লিক করুন।
এখন Login Notifications মেনুতে ক্লিক করুন।
এখন এখানে দুটি অপশন আছে। আপনি যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। অথবা দুটি সিলেক্ট করতে পারেন। Email সিলেক্ট করলে আপনার ইমেইল এ মেসেজ আসবে আর Text message সিলেক্ট করলে আপনার মোবাইল মেসেজ আসবে।
প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
খুব ভালো টিওন!!
এটা নতুনদের কাজে আসবে!!