ফেসবুকের পোকা [পর্ব ১৪] :: আপনি নাক ডেকে ঘুমাবেন আর ফেসবুকে অটো পোস্ট হবে গুড মর্নিং। (ভিডিও সহ)

ফেসবুকের পোকা

ঘুমিয়ে ঘুমিয়ে ফেসবুকে সবাইকে গুড মর্নিং জানালে খারাপ হয় না! আমি খুব চেষ্টা করেও ক্লাস না থাকলে সকালে উঠতে পারি না। 🙁 যাই হোক আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ফেসবুকের পোস্ট শিডিউল করে রাখা যায়। এই বিষয়টা নিয়ে আমি আগে একটা পোস্ট করেছিলাম কিন্তু সেটা ছিল শুধু ফ্যান পেজের জন্য। আজকে দেখাবো কিভাবে ফ্যান পেজ এবং প্রোফাইলে পোস্ট শিডিউল করা যায়।

প্রোফাইলের পোস্ট শিডিউল করার জন্য ফেসবুক যেহেতু কোন অপশন রাখেনি তাই আমরা অন্য একটি ওয়েবসাইটের সাহায্যে কাজটি করবো।

১) প্রথমে আপনার ফেসবুকে লগিন করুন। তারপর আরেকটা ট্যাব ওপেন করে নিচের সাইটে যান

http://bufferapp.com/

২) এই পেজে ৩ টি সোশ্যাল মিডিয়া আইকন থাকবে। আপনি Login With Facebook এ ক্লিক করবেন।

৩) এবার জিজ্ঞেশ করবে আপনি ফ্যান পেজে ব্যাবহার করবেন নাকি প্রোফাইলে করবেন।

৪) এবার ২ টি Permission চাইবে, ২ টিতেই ওকে দিন।

৫) এখন একটা বক্স আসবে সেখানে আপনার স্ট্যাটাস লিখুন অথবা ছবি সিলেক্ট করুন।

৬) সব শেষে ডান দিকের নিচে দেখবেন একটা বাটন আছে "Add to Queue" এর পাশের নিচের দিকের অ্যারো চিহ্নতে ক্লিক করে "Schedule Post" তারপর দিন তারিখ সময় ঠিক করে দিয়ে Schedule এ ক্লিক করবেন।

কাজটা অনেক সহজ তাও যদি না বুঝেন তাহলে আপনার জন্য বাংলায় ভিডিও টিউটরিয়াল।

ভিডিও টিউটরিয়াল লিঙ্ক।

পোস্টটি কাজে লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন। আর কাজে না লাগলে আমার আগের পোস্টের শেষের লাইন গুলো পরে আসেন 😛 হেহেহেহেহে!!!

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ইউটিউব চ্যানেল।

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সত্যিই কাজের..
ধন্যবাদ.
পরবতীতে হোক নতুন কিছু

    Level 0

    @BD Razzak: আপনাকেও ধন্যবাদ 🙂

ফেচবুক নিজে থেকে যে দিন দিবে সে দিন করবো 😛
শেয়ার করার জন্য ধন্যবাদ…।

    Level 0

    @রাকিব হাসান: প্রোফাইলের জন্য দেবে না মনে হয়। আর এই পদ্ধতিটি সেইফ। কোন সমস্যা নেই। 🙂

      @Sohag:

      অন্য ওয়েব তো এই জন্য…। আচ্ছা ট্রাই করে দেখি কি হই… ধন্যবাদ ভাইয়া…ঃ)

        Level 0

        @রাকিব হাসান: ok

সুন্দোর ট্রিপস।

    Level 0

    @www.ideabuzz.net: ধন্যবাদ ভাই 🙂