একটি মাএ ফেসবুক এপ্লিক্যাশন যা দিয়ে করতে পারবেন ফেসবুকে ভয়েস চ্যাট করা ছাড়াও ফ্রি ফোন করা যাবে যে কোন নাম্বারে

গত কয়েকদিন আগে ফেসবুকে একটি এপস চোখে পড়েছিল এডভার্ট থেকে। এপসটির নাম হল Sonephone, ইতোমধ্য অনেকেই এটা দেখে থাকবেন। এটি দিয়ে মূলত ফেসবুক ব্যাবহারকারীরা তার লিস্টে থাকা অন্য ব্যাবহারকারীদের সাথে ভয়েস চ্যাট করতে পারবে অনলাইনে থাকাকালীন সময়ে। তবে এর চাইতেও এই এপসটি যে কারনে আমার ভাল লেগেছে তা হল ফেসবুক থেকেই বিভিন্ন ফোনে এমনকি বাংলাদেশী ফোনেও কল করা যাবে। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তবে প্রতি সফল কলের জন্য কিছু পরিমান ক্রেডিট কাটা হবে এবং কল করতে হলে একাউন্টে ক্রেডিট থাকতে হবে। :(

Free phone

তবে তাতেও হতাশ হবার কিছু নেই

কারন এতে কিছু ডিফল্ট ক্রেডিটই যে থাকবে তা্ই নয় এই এপসটি লাইক এবং শেয়ার করলেও আপনার একাউন্টে জমা হবে আরো ক্রেডিট। :) যা দিয়ে আপনি অনায়াসেই কয়েকটি কল করতে পারবেন।

Free phone

এই এপসটিতে আরো যে সুবিধাগুলো শীঘ্র যোগ হবে তা হলঃ

  • এসএমএস
  • ভয়েস ম্যাসেজ

তাহলে এখনো যারা দেথেননি তারা এই লিংকে ক্লিক করে দেখুন এপসটি।

সময় পেলে বাংলা ব্লগ হতে ঘুরে আসবেনঃ বাংলা টেক ব্লগ

Level 0

আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রি ফোন করা যাবে যে কোন নাম্বারে, কিন্তু সেটা তো সব সময় নয় !!! ক্রেডিট নিয়মে এর থেকে আরও ভালো ভালো কল করার সফট আছে।

Level 0

লিংক কাজ করে না ….

darun hoise

Level 0

dhonnobad software er jonno. vai parle amar jonno desktop theke facebook friends der sathe chat korar jonno ekta software den. r obossoi jeno offline theke install kora jay. ami koekta google theke namaici kintu segolo online theke install korte hoy. @রাকিব হোসেন