ফেসবুক এর কিছু তথ্য, টিপস যা জানা খুব জরুরি (একের ভেতর সব পর্ব-১)

========================================================

ফেসবুক এর কিছু তথ্য, যা জানা খুব জরুবি (একের ভেতর সব পর্ব-১)

========================================================

হাই বন্ধুরা তোমরা কেমন আছ? আমি ভাল আছি আশাকরি তোমরা সবাই ভালই আছ। আজ তোমাদের জন্য নিয়ে এলাম কিছু ফেসবুক টিপ্স নিচে দেখ।

ফেসবুক এ তথ্য পরিবর্তন এর

কিছু সীমাঃ

১। পাসওয়ার্ড = যতবার খুশি

২। ইউজার নেম = ১ বার

৩। নাম = ৫ বার

৪। জন্মদিন = ৩ বার

৫। লিঙ্গ = যতবার খুশি

নতুন কিছু জানতে পারলে অবশ্যই

লাইক এবং শেয়ার করুন।

++++++++++++++++++++++++++++++

একাউন্ট হ্যাক হলে

আপনার করণীয়ঃ

একটু অসাবধানতার

কারনে হ্যাকিং এর শিকার

হয়ে আপনার ফেসবুক

আইডি হাত

ছাড়া হয়ে যেতে পারে।

আমাদের অনেক

সময় ফেসবুক

আইডি হ্যাকিং হয়ে থাকলে

প্রাথমিক ভাবে কি করা

যেতে পারে তার সঠিক

নির্দেশনার অভাবে ফেসবুক

অ্যাকাউন্টটি শেষ পর্যন্ত হাত

ছাড়া হয়ে যায়।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

হয়েছে? দেখে নিন

কি করতে হবে নীচের

ধাপটি সঠিক ভাবে

অনুসরণ করে আপনার

হারান ফেসবুক অ্যাকাউন্ট

ফিরে পেতে পারেন:

১. এড্রেস বার থেকে facebook.com/

hacked এ প্রবেশ করুন।

২. My Account Is Compromised এ ক্লিক

করে এগিয়ে যান।

৩. Identify Your Account থেকে আপনার

একাউন্ট শনাক্ত করতে-

Email or phone number কিংবা Facebook

username অথবা your name and a

friend’s

name এই তিনটি অপশনের যেকোন

একটিতে প্রয়োজনীয় তথ্য

দিয়ে SEARCH

বাটনে ক্লিক করুন। ৪. Security Check

অপশনে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে যান।

৫. আপনার একাউন্টির ছবি সহ

ইউজার নেম

থাকবে, This Is My Account ক্লিক

করে এগিয়ে যান।

৬. এখানে আপনার ব্যবহৃত

পুরনো পাসওয়ার্ড প্রবেশ করান।

৭. ফেসবুক তথ্যগুলো সঠিক

দেখলে পরবর্তী ধাপ

গুলো আপনাকে দিবে,

সেভাবে এগুলে আশা করি আপনার

ফেসবুক

আইডি ফিরে পাবেন।

পোষ্ট ভালো লাগলে সবার

সাথে শেয়ার করুন।

পোস্টি আগে করা হয়েছে ওব্লগবিডি.কম(oBlogBD)এ

আমার বাংলা ব্লগ এ

আমি ওসাইবারে http://www.oCYBER.com/user/Hkhasankhan ফেজবুকে http://www.Fb.me/hkhasankhan.9 স্কাইপে HkHasankhan1

Level 0

আমি হাসান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নাম আমার হাসান ; ওয়েব সাইট ডিজাইন করা আমার পেশা । আমার ব্লগ নাম ওব্লগবিডি.কম http://www.bdTuneS.com ছাএ তেমন ভালো না, পড়া লেখায় মন বসেনা, এই তো আমার জীবন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস