ফেসবুকের পোকা [পর্ব ১৩] :: ফেসবুক পুক (Poke) এর আসল কাজ কে কে জানেন?

ফেসবুকের পোকা

কেমন আছেন সবাই? আজকে খুবই পরিচিত বিষয় নিয়ে লিখছি। ফেসবুকের অনেক ফিচার আছে যা ব্যাবহার করি কিন্তু যে কারনে ইউস করার কথা সে কারনে ইউস করি না। উদাহরণ সরুপ ট্যাগ, পুক বিশেষ করে এই দুইটা জিনিষের সঠিক ব্যাবহার খুব কম মানুষেই করে।

আজকে জানব পুক এর আসল কাজটা কি!

ফেসবুকে Poke এর অর্থ এবং কাজঃ

যারা পুক শব্দটি প্রথম দেখেছেন ফেসবুকে তারা হয়তো কৌতহল মেটাতে অবিধানে (Dictionary 😛 ) খোঁজ করে পেয়েছেন যে পুক মানে খুঁচানো। ইংরেজিতে পুক মানে খুঁচানো ঠিক আছে কিন্তু ফেসবুকে পুক শুধু কাউকে খুঁচানোর জন্য ব্যাবহার হয় না।

অনেকেই মনে করেন পুক করা মানে হল কাউকে বিরক্ত করা। আমরা কাউকে সামনে পেলে "Hey! কি খবর?" এরকম বলি। পুক করলেও ঠিক এই কাজটিই করা হয়। ফেসবুকে পুক মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা। এখন সেই দৃষ্টি আকর্ষণকে অনেকেই বিরক্তি মনে করে।

কেউ কেউ তো রেগে মেগে অস্থির, মনে হয় যেন কেউ তাকে বিদ্যুতের শক দিসে 😛 যাই হউক, এটা হচ্ছে পুক এর জেনারেল কাজ। আরেকটা সুবিধা আছে,

কোন অপরিচিত লোক যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে যদি আপনাকে পুক করে আর তার জবাবে আপনিও যদি তাকে পুক করেন তাহলে সেই ব্যাক্তি ৩ দিন পর্যন্ত আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে। এখানে কাহিনিটা হল, আপনার ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি যদি "Public" দেওয়া থাকে তাহলে আর পুক লাগবে না, এমনিতেই সবাই সবকিছু দেখতে পারবে। কিন্তু আপনার যে ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি "Friends of Friend"/Friends দেওয়া আছে পুক (আপনি Poke Back করলে) করার পর ঐ ব্যাক্তি সেগুলোও দেখতে পারবে।

আমার মনে হয় এই শেষের কাজটা অনেকেই জানতেন না। আমিও জেনেছি কিছুদিন হল, এতদিন পুক করতাম বন্ধুদের রাগানোর জন্য। এখন আসুন আবার পুকের কাজগুলো এক নজরে দেখে নেই।

  • কারো দৃষ্টি আকর্ষণ করা
  • দুই বা তার বেশি বার পুক করে কাউকে বিরক্ত করা। ((এটা কইরেন না, রেগে গিয়ে মাইর দিলে আমার দোষ নাই) 😛
  • ফ্রেন্ড না হওয়া সত্তেও কাউকে আপানার প্রোফাইল রিভিউ করার অনুমতি দেওয়া।

যে তথ্যগুলো দিলাম সেগুলো যারা আগে থেকে জানতেন তাদের জন্য ভালো তবে যারা না জানতেন আমি মনে করি তাদের কাজে লাগবে। পোস্টটি ভালো লাগলে আমার আগের পোস্ট গুলো পড়ুন, আর খারাপ লাগলে কি করতে হবে সেটাও আমার আগের পোস্টগুলোর শেষে লিখা আছে, পড়ে আসুন।   😆

ভালো থাকবেন 🙂

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুক মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা এটা আমি জানতাম, কিন্তু এতো ডিটেলস জানতাম না। ধন্যবাদ সোহাগ ভাই, সুন্দর টিউনের জন্য।

    Level 0

    @রাহাতুল ইসলাম: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

Thnxx…….

    Level 0

    @রংধনু: ওয়েলকাম 🙂

অনেক সুন্দর করে লিখেছেন @ ধন্যবাদ

    Level 0

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ ভাই আপনাকে 🙂

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    @Moyin Emon: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

আমারও এই বিষয়ে ভুল ধারনা ছিল thanks

    Level 0

    @IHK শাওন: আপনার ধারনা ঠিক করতে পেরে খুশী হলাম। ধন্যবাদ আপনাকেও 🙂

Level 0

ধন্যবাদ… আজকে প্রথম জানলাম… এবং ভাল লাগলো…. ফেসবুক নিয়ে আরো লিখবেন আশা রাখি….

    Level 0

    @Murad: হাঁ ভাই, ফেসবুক নিয়ে আর লিখবো আশা করি। আপনাকে ধন্যবাদ 🙂

good tune

    Level 0

    @Alone boy: thanks

Level 0

ধন্যবাদ…সোহাগ ভাই

    Level 0

    @amisoham: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

এগুলো আগে জানতাম না। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

    Level 0

    @ব্লগার ভাই: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

mojar jinis to
akhn khali poke maram 😀 🙂

    Level 0

    @sarwar sajeeb: হাঁ, বেশি বেশি পুক মাইরেন, তবে খেয়াল রাখবেন যেন মাত্রা ছাড়িয়ে না যায় 😀

ami jantam poke mane kaowke birokto kora, aj atar mane bujlam . thnx bro..

ধন্যবাদ