যেভাবে নিরাপদ রাখবেন আপনার পাসওয়ার্ড ৷

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ৷ আজ আপনাদের সাথে শেয়ার কিভাবে আপনার ডিজিটাল সম্পদ পাসওয়ার্ডটি নিরাপদ রাখবেন বা কিভাবে একটি নিরাপদ নির্ধারণ করবেন ৷

কি ভাবে পাসওয়ার্ড দিলে হ্যাকার আপনার ধারে-কাছে আসতে পারবে না !
অ্যাকাউন্ট খোলার সময় অনেকেই পাসওয়ার্ড হিসেবে কি দেওয়া যায়, তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েন।

image

কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ব্যবহারকারীর
মনে রাখা তত সহজ হবে এবং হ্যাকারদের তা অনুমান করা তত কঠিন হবে। পাসওয়ার্ড হিসেবে হয়তো কেউ বসান মোবাইল নম্বর আবার কেউ বা বসান জন্মদিনের সংখ্যা বা প্রিয় জনের নাম। কেউ ব্যবহার করেন ‘Password’
শব্দটিকেই আবার কেউ লেখেন ১২৩৪৫৬ বা I Love u, I hate u বিভিন্ন শব্দ।.পাসওয়ার্ড দিতে হবে বলেই যে কেবল একটি মাত্র শব্দ বা কয়েকটি সহজ
সংখ্যা বসিয়েই দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে ভাবছেন, তাহলে কিন্তু ভুল করবেন। সম্ভব হলে কয়েকটি শব্দ ব্যবহার করে একটি বাক্যাংশ বা একটি পুরো বাক্যকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘পিসি’ ম্যাগাজিনে প্রকাশিত
একটি প্রতিবেদনে বলা হয়েছে, সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকাররাও অনায়াসেই এ
পাসওয়ার্ডের নিরাপত্তা ভেঙে ফেলতে পারে। কষ্ট করে হলেও জটিল পাসওয়ার্ড মুখস্থ রাখতে পারলে অ্যাকাউন্ট হ্যাক
হওয়ার আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায়।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের নিরাপত্তা বিশ্লেষক গ্রাহাম ক্লুলেই জানিয়েছেন, আপনার স্মরণীয়
কোনো বাক্যের সঙ্গে ছোট-বড় অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে জটিল একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন। পাসওয়ার্ডটি মুখস্থ রাখুন। পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ততই নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট। শক্ত ও জটিল পাসওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি।
আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে জটিল পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি।
দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির নিয়মকানুন
দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির বিষয়টি অনেক সহজভাবে করা সম্ভব। এটা সহজ
কোনো বাক্যের অংশবিশেষ বা পুরো বাক্যটি হতে পারে। তবে এ ক্ষেত্রে বাক্যের পরিবর্তে আপনি সংখ্যা ব্যবহার
করতে পারেন। অক্ষরগুলো ছোট-বড় মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
আপনাকে খেয়াল রাখতে হবে যেভাবে পাসওয়ার্ডটি তৈরি করবেন তা যেন সহজে মনে থাকে কিন্তু অন্য কেউ সহজে তা অনুমান করতে না পারে।

গবেষকদের দেওয়া পাসওয়ার্ড বিষয়ক কিছু পরামর্শ পরামর্শ:

  • সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
  • দীর্ঘ বাক্যে জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ করুন।
  • কম্পিউটার, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও আর্থিক লেনদেনের সময় পাসওয়ার্ড দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন।
  • অ্যাকাউন্ট লগআউট ঠিকমতো হয়েছে কি না,পরীক্ষা করুন।
  • সাইবার-ক্যাফেতে পাসওয়ার্ড দেওয়ার সময় সতর্ক থাকুন।

পাসওয়ার্ড মূল্যবান তথ্য প্রতিরক্ষা করে।
এটা আপনার ডিজিটাল সম্পদ। আপনার পাসওয়ার্ড রক্ষার জন্য সচেতন থাকুন। সবক্ষেত্রেই গুরুত্ব দিয়ে পাসওয়ার্ড নির্বাচন করুন এবং তা মনে সংরক্ষণ করুন। পাসওয়ার্ড যাতে ভুলে না যান, সে জন্য পাসওয়ার্ড
টুকে রাখুন এবং তা সুরক্ষিত স্থানে সংরক্ষণ করুন ৷
প্রথম প্রকাশিত আমার ব্লগ
আজ এপর্যন্তই, সবাই ভাল থাকবেন ৷ আল্লাহ হাফেজ ৷

Level 2

আমি নাদিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতি সাধারণ একজন প্রযুক্তি প্রেমি মানুষ৷ নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে ভালবাসি ৷


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আইচ্ছা দেখাযাক

ধন্যবাদ