অনেক দিন পরে আবার লিখতে বসলাম। আসা করি আপনারা সবাই ভাল আছেন ! আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
তা আজ কোন দামি কিছু দিতে পারব না। কিন্তু দারুন দামি একটা খবর দেব, যা শুনে ফেসবুক প্রেমিরা ভিরমি খাবে।
এতক্ষণে টিউন শিরোনাম দেখে বুঝতে পেরেছেন কি যে কি খবর দিতে আসলাম।
আবার তাদের মুকুটে একটা পালক লাগাল ফেসবুক করতিপক্ষ।
ফেসবুক মেসেঞ্জার অ্যাপের অপশনে একটা নতুন প্রযুক্তির আগমন হল।
আর এর হাত ধরে বাজারে বিস্ফোরণ ঘটিয়েছে মার্ক জুকারবারগের সংস্থা।
এখন থেকে সোশ্যাল মেসেঞ্জার আপ্লিকেসন থেকে ফ্রিতে ফোন করা যাবে।
বাজার চলতি যেসব সংস্থা যেমন ভি-চ্যাট, ভিবর, বা লাইন যারা ফ্রি কলের সুবিধা দেয়, তাদের সাথে এবার প্রতিযোগিতায় নেমে পড়ল ফেসবুক।
ফেসবুক মেসেঞ্জারের সাহায্যে আগে থেকেই চ্যাট,ফোট- চ্যাট বা ভিডিও চ্যাট করা যেত। যার ফলে বেশ জনপ্রিয় ফেসবুক মেসেঞ্জার।
আর এখন থেকে পাওয়া যাবে বিনা মুল্যে ফোন কলের সুবিধা।
তবে ফেসবুকের এই নতুন সুবিধা শুধুমাত্র অ্যানড্রোয়েড ফোন গুলিতে ব্যবহার করা যাবে। এছাড়া অ্যানড্রোয়েড ফোনে একটি রিসিভার ও কলারের তালিকা থাকতে হবে ফ্রি ফোন করার জন্য।
আসা করা জায় সবাইকে পিছনে ফেলে ফেসবুকের এই নতুন সুবিধা খুব জনপ্রিয় হবে।
তো খবর শোনানো হয়ে গেল এবার বিদায় নিলাম।
বিদায়
আমি SOUMITRA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দূর মিয়া সবাইকি এনড্রয়েড মারেনাকি ?
কম্পিউটার থেকে হইলে ভলহত ।