ফেসবুক পেজের নতুন ফিচার ২০১৪ by ব্লগার মারুফ ডট কম

হ্যালো পাঠক,
আপনারা কেমন আছেন? আমি আমার পরীক্ষার জন্য ব্যস্ত। তাই আপনাদের জন্য প্রতিদিন লিখতে পারছিনা। আজ আপনাদেরকে জানাব ফেসবুক পেজের একটি নতুন ফিচার। যা গত ফেব্রুয়ারি ২০, ২০১৪ তারিখ থেকে চালু হয়েছে। দুঃখের বিষয় হল, ২০ তারিখেই আপনাদের সাথে এই বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি ব্যস্ততার জন্য। অনেকেই এই বিষয় লক্ষ্য করেছেন, আবার অনেকেই করেননি। যাই হোক তবুও ভালো লাগছে যে, এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন সাইটের পোস্ট চোখে পড়েনি। দেড়িতে হলেও সম্ভবত আমিই প্রথম। অকাজের কথা এখন বাদ। এখন বলব কাজের কথা।
ফেসবুক পেজের পোস্টে দেখা যাবে এডমিনের নাম (২০১৪ ফিচার)
সাধারণত ফেসবুক পেজে একাধিক এডমিন নিযুক্ত থাকে । বড় বড় পেজের অনেক এডমিন ভাই এ সম্পর্কে অবগত আছেন। একটি পেজে কোন এডমিন কি পোস্ট করছে এই ব্যাপারটা আগে বুঝা যেত না। এই সমস্যা দূর করার জন্য ফেসবুক চালু করেছে এই ফিচার। তবে আগে এর সীমাবদ্ধতার কথাটা জানিয়ে রাখি। ফেসবুক পেজে এডমিনের নাম দেখার এই সুবিধা শুধুমাত্র সেই পেজের এডমিনদের মাঝেই সীমাবদ্ধ। অনেকের ফেসবুক কমিউনিটি বাংলা পেজ রয়েছে বা এডমিন হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এসব পেজে এডমিনরা নির্দিষ্ট পরিমাণ পোস্টের বিনিময়ে প্রোমোট নিয়ে থাকেন। তাই প্রধান এডমিনকে এ বিষয়ে তদারকি করতে ঝামেলা পোহাতে হত। এখন সেই ঝামেলার দিন শেষ। আপনার পেজে কোন এডমিন কি পোস্ট করল সহজেই আপনি পোস্ট দেখে বুঝে নিতে পারবেন। হুম, আরেকটি কথাঃ এই ফিচার এখনও সবার পেজে কার্যকর হয়নি। আমি নিজেও এই সুবিধা চালু করতে পেরেছি ২০ তারিখের ২ দিন পর। যাদের এখনও এই ফিচার একটিভ হয়নি তাঁরা অপেক্ষা করুন, শীঘ্রই পেয়ে যাবেন। নিচে আমার পেজের পোস্টের স্ক্রিনশট দিলাম দেখে নিন। আমার পোস্টে কোনকিছুই না বুঝলে এখানে ক্লিক করে ফেসবুকের হেল্প পেজে দেখে আসুন এই বিষয়ে।
ফেসবুক পেজের পোস্টে দেখা যাবে এডমিনের নাম (২০১৪ ফিচার)
ফেসবুক নিয়ে ব্লগার মারুফের লেখা আরও কিছু পোস্টঃ

* পোস্টটি সর্বপ্রথম ব্লগার মারুফ ডট কমে প্রকাশিত।

ব্লগারমারুফের সাথেই থাকুন *

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

”আমি নিজেও এই সুবিধা চালু করতে পেরেছি ২০ তারিখের ২ দিন পর।” আপনার এই কথাটা ভুল কারন এটা অটোমেটিক চালু হয়েছে ম্যানুয়ালী এটা চালু করার কোন অপশন এখন ও ফেসবুক বের করে নি ।

    @সৌরভ ভাইঃ আমিতো ভাই বলিনি যে এটা ম্যানুয়ালি চালু করতে হয়? আমিতো শুধুমাত্র নিউজটা শেয়ার করলাম। আর নিচে বলেও দিয়েছি যে এখনও যাদের এক্টিভ হয়নি তাঁরা অপেক্ষা করুন হয়ে যাবে। 😀 ধন্যবাদ পড়ার জন্য