ফেসবুকের পোকা [পর্ব ১০] :: ফেসবুক প্রোফাইলের URL (fb.com/name) একাধিকবার বদলান খুব সহজেই।

ফেসবুকের পোকা

দুঃখিত এই পদ্ধতিটি আর কাজ করছে না। নতুন টিপস পেলে আবার টিউন করবো!

কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চরম গরম একটা টিপস। অনেকদিন ধরেই খুজছিলাম কিভাবে ফেসবুক প্রোফাইলের URL/ Username বদলানো যায়। পদ্ধতিটা অনেক সহজ তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি হয়ত আমার মতো কারো কাজে লাগে যাবে। আমি আগেই বলে নিচ্ছি এই পদ্ধতিতে শুধু আপনার পারসনাল প্রোফাইলের URL বদলানো যবে ফ্যান পেজের না।

আসুন দেখে নেই স্টেপগুলোঃ

১) প্রথমে যেকোনো নাম দিয়ে একটা ফেসবুক পেজ খুলেন (Gear আইকনে ক্লিক করে Create Page) পেজ খোলার সময় "www.facebook.com/username" এর ঘরটা ফাকা রেখে বাকি সব ঘর পুরন করে পেজ বানান।

দুঃখিত এই পদ্ধতিটি আর কাজ করছে না। নতুন টিপস পেলে আবার টিউন করবো!

২) পেজ ওপেন হওয়ার পর, "Update Page Info" তে ক্লিক করে "Facebook Web Address" এ আপনার বর্তমান ফেসবুক প্রোফাইলের URL ("www.facebook.com/yourname") টা Http:// ছাড়া কপি করুন।

৩) এবার ফেসবুক একটা ওয়ার্নিং দেবে যে আপনার দেওয়া URL টা আপনার পারসনাল প্রোফাইলের URL এর সাথে মিলে গেছে। তখন জিজ্ঞেস করবে আপনি URL Transfer করতে চান? তখন Transfer এ ক্লিক করুন।

৪) এবার আপনার ফেসবুক প্রোফাইলের সেটিংএ গিয়ে দেখুন আপনার Username Reset হয়ে গেছে। এখন আপনার কাংখিত URL দিয়ে সেভ করুন।

দুঃখিত এই পদ্ধতিটি আর কাজ করছে না। নতুন টিপস পেলে আবার টিউন করবো!

৫) কাজ শেষ করে যে পেজটা বানিয়েছিলেন সেটা ডিলিট করে দিন।

তাড়াতাড়ি করে নিন। এইসব ফাক ফুকরের কথা জানতে পারলে হয়তো ফেসবুক এটাও বন্ধ করে দেবে। ইদানিং সে অনেক চালাক হয়ে গেছে।

কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। টিউন ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে আমার গানটা শুনে আসবেন আর ভালো না লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো 😀 😛 )

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

আমার গানের লিঙ্ক।

ফেসবুকে আমি।

দুঃখিত এই পদ্ধতিটি আর কাজ করছে না। নতুন টিপস পেলে আবার টিউন করবো!

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Awesome post. Thanks.

    Level 0

    @Ghumonto Doyal Baba: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক দিন ধরে খুজতেছিলাম। যাই হোক আজকে পেলাম। এটা খুব ভালো মত কাজ করছে। আমার ইউজার নেম চেঞ্জ হইছে।

    Level 0

    @সাজিদুল হাসান: শুনে খুবি খুশি হলাম, ধন্যবাদ ভাই। 🙂

টিপস টি শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    @Abdulla Al Jobaer: স্বাগতম ভাই 🙂

Level 3

Thanks

    Level 0

    @Kaysarul: স্বাগতম।

Level 0

ভাইয়া জন্ম তারিখ পরিবর্তন করার কোনো পদ্ধতি থাকলে দয়া করে বলবেন…ফেসবুকে আমার জন্ম তারিখটা ভুল দিয়ে ফেলেছিলাম,কিন্তু এখন আর তা পরিবর্তন কর্তে পারছিনা…
বি:দ্র: আমার বয়স ১৮-এর চেয়ে কম…

    Level 0

    @gazitareq: -Go to your timeline
    -Click the Update Info button (under your cover photo)
    – Find the Basic Info section and click Edit
    – Enter your real birthday in the Birthday field
    – Save your changes

ফেসবুকের পোকা, আর সবাইকে দেন ধোকা! @ ধন্যবাদ সোহাগ ভাই

    Level 0

    @হোছাইন আহম্মদ: হাহাহাহাহাহা……… আপনার কথা শুনে অনেক হাসি পেল হোছাইন ভাই, ভালো বলসেন, অনেক ধন্যবাদ ভাই আপনাকে 🙂

ধন্যবাদ সোহাগ ভাই।

    Level 0

    @B.M. Ajgar Ali: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য 🙂

অসংখ্য ধন্যবাদ ভাই ।

    Level 0

    @Blizzard Shuvo: স্বাগতম ভাই, 🙂

Thank you so much.. 🙂
কাজ হয়েছে ভাই… 🙂

    Level 0

    @বাপ্পী: শুনে খুশি হলাম ভাই 🙂

এক কথাই অসাধারন পোষ্ট হইছে ভাই। এতদিন তো এটাই খুজছিলাম।
ধন্যবাদ ভাই।

    Level 0

    @মিরাজ খন্দকার: শুনে খুশি হলাম। ধন্যবাদ ভাই 🙂

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

গত প্রায় দেড় বছর যাবত আপনাকে খুঁজছি!!! কোথায় ছিলেন ভাই এতদিন?
আপনার টিউন অনুযায়ী কাজ সফল হবার পর কেবল ভাবছি… ফেসবুক এখনও কত বোকা!!!
.
.
. যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো ভালো ভালো টিউন নিয়ে আসুন, এই প্রত্যাশায়…

    Level 0

    @মামুন আবদুল্লাহ: আপনার কথা শুনে খুবই খুশী হলাম ভাই 🙂 আপনাকেও ধন্যবাদ 🙂

হচ্ছে না। username reset হয়েছে কিন্তু নতুন টা add করতে গেলে এটা দেখাচ্ছে “There was an error while setting your username: Username has already been modified too many times” pls হেল্প করেন

    Level 0

    ভাই পোস্টটা ভালো করে পরুন। দেখুন লিখা আছে যে এখন আর কাজ করছে না! কিছুদিন কাজ করেছে, বিশ্বাস না হলে উপরের মন্তব্য দেখুন!