আসসালামু আলাইকুম।
ফেসবুক ফটোভেরিফিকেশন খুবই বাজে প্রকৃতির ব্লক 😀 কৌশল জানা না থাকলে বেশী ভাগ সময় ই ফটোভেরিফিকেশন হওয়া আইডি রিকোভার করা
সম্ভব হয় না। এর আগে কয়েক্টি টিউন হয়েছে এই নিয়ে কিন্তু আমি পদ্ধতি টা দেখাব সেটা দিয়ে অপেক্ষাকৃত কম সময়ে আইডি উদ্ধার করা সম্ভব হবে ইনশা আল্লাহ। 🙂
ফটোভেরিফিকেশন সাধারনত দুই ভাবে দেয়া হয়ঃ
১। তিনটা পিকচার থাকে,কিন্তু কোন নাম দেয়া থাকে না।
২. তিনটা পিকচার থাকে + ৬ টি নাম দেয়া থাকে।
যা যা লাগবেঃ
১। ব্রাউজার মজিলা ফায়ারফক্স
২। স্ক্রিনশট নেয়ার সফটঃ
Windows 7 ও Windows 8 এ Accessories ফোল্ডারে Snipping Tool নামে একটি সফটওয়্যার পাবেন যেটা দিয়ে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন।
ইচ্ছা করলে Print Screen বাটন চেপে পটোশপে বা পেইন্টে পেস্ট করে ও নিতে পারেন।
যে ভাবে ফটো ভেরিফাই করবেনঃ
যদি ছবি দেয়া থাকে কিন্তু কোন নাম না দেয়া থাকে সেক্ষেত্রে আপনাকে মোবাইল থেকে বা ফায়ারফক্স থেকে m.facebook.com এ লগইন করতে হবে. এখানে প্রিতিটি প্রশ্নের সাথে তিনটা ছবি দেয়া থাকবে। See another Photo বাটনে ক্লিক করে তিনটা ছবিরই স্ক্রিনশট নিবেন, এবং সেগুলো যথাক্রমে 1.1, 1.2 ও 1.3 নামে সেভ করবেন। তারপর যে কোন একটি নামে ক্লিক করে সাবমিট দিবেন এবং পুনরান ঐ ভাবে আবার তিনটা ছবির স্ক্রিনশট নিবেন ও 2.1/2.1/2.3 নামে সেভ করবেন। এভাবে সবগুলো প্রশ্নের ছবি গুলো তিনটা তিনটা করে সেভ করবেন। ২টি প্রশ্ন স্কিপ করে টোটাল ২১ টা ছবি হবে। এই পদ্ধতি তে প্রতি প্রশ্নের তিনটা ছবিকে ১ ছবি ধরে নিতে হবে।
এখান আমি খুজে বেড় করব এই তিন ছবি কার, এজন্য ফেসবুকের সার্চ বারে Photos of বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
লিখে সার্চ দিলাম। এভাবে ক্রমানয়ে Photos of Faruk Sk, Photos of ইসলামী ছাত্রশিবির কচুয়া উত্তর, এভাবে সব কয়টি নাম।
সব গুলো করা লাগেনি আমার Photos of Faruk Sk লিখে সার্চ দিতে ছবি গুলো পেয়ে গেলাম অর্থাত এটি Faruk Sk কে ট্যাগ করা হয়েছে।
এখন আমি এই তিন টি ছবি কে Faruk sk 1.1/1.2/1.3 রিনেম করে একটি ফোল্ডারে রাখলাম।
ঠিক এভাবে ২য়,৩য়,৪র্থ, ৫ম চ্যালেঞ্জের তিনটি ছবির উত্তর খুজে বার করতে হবে। অনেক সময় কিছু ছবির কারো নামেই সার্চ দিয়ে পাওয়া যায় না, এটা ছবির
আপ্লোড কারীর প্রাইভেসীর কারনে। এখন আবার ফেসবুক লগইন করে, আরো ৭ টি প্রশ্নের ২১ টি ছবি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এসময় আপনি আগে খুজে বেড় করা ছবি থেকে দুটি বা তিন টি ছবি কমন পাবেন। যেগুলোর উত্ত্র ঠিক ভাবে দিতে পারবেন।
এখন দুবারে ৭+৭ =১৪ টি প্রশ্নের যদি ১০/১২ প্রশ্নের উতর খুজে বেড় করতে পারেন তাহলে পরে এক/দুব বার ট্রাই করলেই আপনি ৫ টি প্রশ্ন ই কমন পাবেন, এবং সফল ভাবে আইডি রিকোভার করে ফেলবেন। ফ্রেন্ড সংখ্যা ২০০০ এর উপরে হলে ১০/১২ প্রশ্নের উৎর দিয়ে কোন কমন না ও পেতে পারেন সেক্ষত্রে আপনাকে আরো বেশী ছবি খুজে বেড় করতে হবে।
যদি ছবির সাথে নাম দেয়া থাকে তাহলে ঠিক সেমইম পদ্ধতিতেই রিকোভার করতে পারবেন। 🙂
এই পদ্ধতি অনুসরন করে আমি ২৫ টা আইডি রিকোভার করেছি, এবং কোন আইডি রিকোভার করতেই ৬ ঘন্টার বেশী লাগে নি।
বিদ্রঃ এই পদ্ধতি তাদের জন্য নয় নয় যাদের যাদের এক্সাম হলে ফুল স্টপ বানান বলে দিতে হয় 😛 😛
আমি Abdullah Al Munim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১। তিনটা পিকচার থাকে,কিন্তু কোন নাম দেয়া থাকে না। এইটা ভেরিফাই করার নিয়ম জানলে জানাবেন।